230 likes | 810 Views
পরিচিতি. মোস্তফা নাসিরুল আযম পদার্থবিজ্ঞান বিভাগ রাজশাহী সরকারী সিটি কলেজ রাজশাহী।. বিষয় পদার্থবিজ্ঞান – ১ম পত্র. পাঠ শিরোনাম প্রাসের গতি. ছবিতে লাল বৃত্ত দ্বারা চিহ্নিত বস্তু গুলো কি ?. শিখনফল. এই পাঠ শেষে শিক্ষার্থীরা :-. প্রাসের গতির বৈশিষ্ট্য বলতে পারবে
E N D
পরিচিতি মোস্তফা নাসিরুল আযম পদার্থবিজ্ঞান বিভাগ রাজশাহী সরকারী সিটি কলেজ রাজশাহী।
বিষয় পদার্থবিজ্ঞান – ১ম পত্র
পাঠ শিরোনাম প্রাসের গতি
ছবিতে লাল বৃত্ত দ্বারা চিহ্নিত বস্তু গুলো কি ?
শিখনফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা :- • প্রাসের গতির বৈশিষ্ট্য বলতে পারবে • প্রাসের গতি বিশ্লেষন করতে পারবে • প্রাসের গতির সমীকরণ ব্যবহার করে প্রদত্ত সমস্যার • সমাধান করতে পারবে।
প্রাস প্রাস
একক কাজ প্রাসের কয়েকটি বৈশিষ্ট্য লিখ? • ভূমি হতে তিযর্ক ভাবে বা বায়ু মধ্যস্থিত কোন স্থান হতে ভূমির সমান্তরালে প্রাস নিক্ষেপ করা হয়। • প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। • প্রাসের গতি দ্বিমাত্রিক। • গতিপথে পরিভ্রমন কালে প্রাসের উপর শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ ক্রিয়াশশীল।
কর্মপত্র-২ (জোড়ায় কাজ), সময়-৫ মিনিট • বেগে চলমান একটি ট্রেনের ছাদ থেকে একটি আপেল উপরের দিকে নিক্ষেপ করলে আপেলটি কোথায় পড়বে ? (এ ক্ষেত্রে বাতাসের বাধা উপেক্ষা করা হয়েছে) • ট্রেনের সামনে • ট্রেনের ছাদে • ট্রেনের পিছনে। • ব্যাখ্যা কর।
সমাধান উত্তরঃ ট্রেনের ছাদে ব্যাখ্যাঃ উপরের দিকে নিক্ষেপ করলে আপেলের বেগের অনুভূমিক উপাংশ ট্রেনের বেগের সমান হবে। যেহেতু অভিকর্ষজ ত্বরণের অনুভূমিক উপাংশ শূন্যসেহেতু আপেলের বেগের অনুভূমিক উপাংশের কোন পরিবর্তন হবে না। আপেলের গতিপথ পরিভ্রমন কালে ট্রাকটি সর্বদাই আপেলের নিচে থাকবে এবং পরিভ্রমন শেষে আপেলটি পুনরায় ট্রেনের ছাদে নিক্ষেপকারির হাতে ফিরে আসবে।
মূল্যায়ন ১) নিক্ষেপণ বেগ কাকে বলে ? ২) নিক্ষেপণ কোণ কাকে বলে ? ৩)পাল্লা কাকে বলে ?
বাড়ির কাজ • ভুমির সাথে বেগে ছুড়ে দেয়া হল। • (ক) পর বস্তুটির বেগ কত হবে ? • (খ) পর বস্তুটির অনুভুমিক সরণ কত হবে ? • (গ) পর বস্তুটি কত উচ্চতায় অফস্থান করবে ?