110 likes | 262 Views
স্বাগতম. পরিচিতি. শ্রেণীঃনবম বিষয়ঃইসলাম শিক্ষা পাঠঃসূরা আল-ইনশিরাহ উপস্থাপনায় মুহাম্মদ মুজিবুর রহমান সহকারী শিক্ষক সরকারী পি এন বালিকা উচ্চ বিদ্যালয়,রাজশাহী. শিখনফল. সূরা আল-ইনশিরাহ শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবে। সূরাটির অনুবাদ ও শানে নুযূল বলতে সক্ষম হবে।
E N D
পরিচিতি • শ্রেণীঃনবম • বিষয়ঃইসলাম শিক্ষা • পাঠঃসূরা আল-ইনশিরাহ • উপস্থাপনায় • মুহাম্মদ মুজিবুর রহমান • সহকারী শিক্ষক • সরকারী পি এন বালিকা উচ্চ বিদ্যালয়,রাজশাহী
শিখনফল • সূরা আল-ইনশিরাহ শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবে। • সূরাটির অনুবাদ ও শানে নুযূল বলতে সক্ষম হবে। • সূরাটির শিক্ষা বর্ণনা করতে পারবে।
তোমরা কোন কোন সূরা জান? • কয়েকটি ছোট ছোট সূরার নাম বল। আজ আমরা সূরা আল-ইনশিরাহ সম্পর্কে আলোচনা করব।
তোমরা সূরা আল-ইনশিরাহর শানে নুযূল জান? • নবুওয়্যাতের পূর্বে মক্কার লোকেরা মহানবী(সা)-কে আল-আমীন বলে ডাকত।কিন্তু ইসলাম প্রচার শুরু করলেই তারা মহানবীর শত্রুতে পরিণত হয়।তাদের নির্যাতনে মহানবী(সা) উদ্বিগ্ন ও হতাশ হয়ে পড়েন।এ অবস্থার প্রেক্ষিতে নবী করীমকে(সা) সান্ত্বনা প্রদানের জন্য এ সূরাটি নাযিল হয়?
এস আমরা কিছু শব্দের অর্থ শিখি • আ-কি? লাম নাশরাহ-আমি উন্মুক্ত করি নি • লাকা-আপনার জন্য , সাদরুন-বক্ষ,কা-আপনার • যাহরাকা-আপনার পৃষ্ঠদেশ • উচ্চ করেছি, যিকরাকা-আপনার খ্যাতি • ‘উসরুন-কষ্ট, য়ুসরুন-স্বস্তি,শান্তি • ফারাগতা-আপনি অবকাশ পান • ফানসাব-ইবাদাতে আত্মনিয়োগ করুন
এ সূরা থেকে আমরা কী শিক্ষা পাই? • সত্য ও ন্যায় উপলব্ধি করার জন্য প্রচেষ্টা চালালে আল্লাহ তাঁর অন্তরকে উন্মুক্ত করে দেন। • বিদ্যার্জনে যথার্থভাবে ব্রতী হলে তাঁর জন্য জ্ঞানের দ্বার উন্মুক্ত হয়। • সমাজের বিশৃঙ্খলা,নৈরাজ্য ওপাপাচার দূর করতে গিয়ে নিরুৎসাহিত হওয়া ঠিক নয়।বরং সত্যের জয় হবেই। • জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান।সঠিকভাবে দায়িত্ব পালন করা ইবাদাতের শামিল। • ব্যস্ততার অবসানের পর আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করা ঈমানদার ব্যক্তির একান্ত কর্তব্য।
একক কাজ • সূরাটি তিলাওয়াত কর । • সুরাটির অর্থ লিখ।
মূল্যায়ন • সূরা আল-ইনশিরাহর একটি শিক্ষা বল। • যিকরাকা অর্থ বল। • ফারগাব অর্থ কী?
বাড়ির কাজ • রাশেদ সাহেব যে গ্রামে বাস করেন সেখানে কতিপয় যুবক অসামাজিক কাজে লিপ্ত।তিনি এ নিয়ে চিন্তিত।তাঁর এ ক্ষেত্রে কী করা উচিত বলে তুমি মনে কর?