170 likes | 398 Views
শুভেচ্ছা. সঞ্চয়ন বড়ুয়া প্রভাষক, কম্পিঊটার শিক্ষা দেওয়ান হাট সিটি কর্পোরেশন কলেজ Email:sanchayan.cufl@gmail.com আইডি ৮. ব্যাচ নং ৩০ ভেন্যুঃ টিটিসি, চট্টগ্রাম।. পদার্থবিজ্ঞান ১ম পত্র একাদশ শ্রেণি সময়ঃ ৪০ মিনিট. স্যার আইজাক নিউটন. জন্মঃ ২৫ ডিসেম্বর, ১৬৪২ খ্রীঃ
E N D
শুভেচ্ছা সঞ্চয়ন বড়ুয়া প্রভাষক, কম্পিঊটার শিক্ষা দেওয়ান হাট সিটি কর্পোরেশন কলেজ Email:sanchayan.cufl@gmail.com আইডি ৮ ব্যাচ নং ৩০ ভেন্যুঃ টিটিসি, চট্টগ্রাম।
পদার্থবিজ্ঞান ১ম পত্র একাদশ শ্রেণি সময়ঃ ৪০ মিনিট
স্যার আইজাক নিউটন • জন্মঃ ২৫ ডিসেম্বর, ১৬৪২ খ্রীঃ • মৃত্যুঃ ২০ মার্চ, ১৭২৭ খ্রীঃ বিজ্ঞানী স্যার আইজাক নিউটন নিউটনের সূত্র আবিস্কারের সূত্রপাতঃ একদিন বিজ্ঞানী নিউটন আপেলের বাগানে বসেছিলেন। সময় গাছ থেকে একটি আপেল তার মাথায় পড়ল। তখন তিনি চিন্তা করলেন, আপেলটি উপরে না গিয়ে মাটিতে পড়ল কেন? কেন, চিন্তা থেকে ই সূত্র সমূহের আবিস্কার। চিন্তায় মগ্ন
স্লাইডে চড়ছে গাড়ি ঠেলা দিচ্ছে বল থ্রো করছে নৌকা থেকে পাড়ে নামছে
নিউটনের সূত্রসমূহ পৃষ্ঠা নং ১২২-১২৬ লেখকঃ ড. শাহজাহান তপন
শিখনফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা ১। নিউটনের সূত্রসমূহের সংজ্ঞা বলতে পারবে। ২। নিউটনের সূত্রসমূহের গানিতিক ব্যাখ্যা দিতে পারবে। ৩। নিউটনের সূত্রসমূহের সাথে সংশ্লিস্ট বিভিন্ন বিষয়ে উদাহরণ দিতে পারবে।
নিউটনের ১ম সূত্র বাইরে থেকে কোন বল বস্তুর উপর প্রযুক্ত না হলে অর্থাত বস্তুর উপর বলের লব্ধি শূণ্য হলে স্থির থাকে এবং গতিশীল বস্তি সমবেগে চলতে থাকে। একটি পাথর টানার চেষ্ঠা চলছে, কিন্তু লব্ধি শূন্য
নিউটনের ১ম সূত্র • নিউটনের ১ম সুত্রকে জড়তা সূত্রও বলা হয়। • কোন বস্তু আপনা হতে তার স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না। যে যেমন রয়েছে, তেমনি থাকতে চায়।
নিউটনের ২য় সূত্র কোন একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত (লব্ধি) বলের সমানুপাতিক এবং বল যে দিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সে দিকে ঘটে।
বলের অভিমূখ • পরিমাপ, গুনগত বৈশিষ্ট • ত্বরনের সাথে বলের সম্পর্ক • F=ma সুত্রটি স্থাপন করা যায়।
৩য় সূত্র প্রত্যক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
দলীয় কাজ নিম্নের কাজ গুলো কোন সুত্রের অর্ন্তগত, তা বল। ১।পায়ে হাঁটা, ২। নৌকা থেকে লাফ দেয়া ৩। পৃথিবী সূর্যের চার পাশে ঘুরে ৪। বলে কিক করা ৫। বন্ধুক হতে গুলি ছোঁড়া ৬। টেবিলের উপর বই থাকা ইত্যাদি
উত্তরবলি ১। গতিসূত্রের আবিস্কারক কে? ২। গাড়িতে আমাদের বেল্ট পরিধান করা কেন প্রয়োজন, কোন সূত্র তা ব্যাখ্যা করে। ৩। প্রথম গতিসূত্রের আর একনাম কি ? ৪। বল, ভর এবং ত্বরণের সমান কোন সূত্র দ্বারা প্রকাশ করা হয়? ৫। প্রত্যক ক্রিয়া ই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, কোন সূত্র দ্বারা প্রকাশ করা হয়? ৬। রকেটের মহাশুন্য উড্ডয়ন কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়?
বাড়ীর কাজ নিউটনের সূত্র সমূহ অধ্যায়ন কর এবং এর সাথে সংশ্লিস্ট উদাহরণ সমূহ পড়।