100 likes | 478 Views
মুহা. আতিকুর রহমান. বিষয় শিক্ষক. সাধারণ বিজ্ঞান. ৮ম শ্রেণী. সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়. হাজারীবাগ, ঢাকা।. বিদ্যুৎ এর লাইন. আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে. আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু. বিদ্যুৎ. শিখন ফল. ১। বৈদ্যুতিক বিভব কি তা বলতে পারবে।. ২। বৈদ্যুতিক চাপ(বিভব পার্থক্য) কি তা বলতে পারবে।.
E N D
মুহা. আতিকুর রহমান বিষয় শিক্ষক সাধারণ বিজ্ঞান ৮ম শ্রেণী সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হাজারীবাগ, ঢাকা।
বিদ্যুৎ এর লাইন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে
আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু বিদ্যুৎ
শিখন ফল ১। বৈদ্যুতিক বিভব কি তা বলতে পারবে। ২। বৈদ্যুতিক চাপ(বিভব পার্থক্য) কি তা বলতে পারবে। ৩। বিদ্যুৎ প্রবাহ এবং এর একক কি জানতে পারবে। ৪। বৈদ্যুতিক রোধ এবং এর একক কি জানতে পারবে।
তাহলে আমরা জানলাম, তরল উচ্চ চাপ থেকে নিন্ম চাপের দিকে প্রবাহিত হয়। তরলের প্রবাহ তরলের পরিমাণের উপর নির্ভর করে না। পানির উচ্চতা বেশি ( উচ্চ চাপ ) পানির উচ্চতা কম ( নিন্ম চাপ ) পানির প্রবাহ
আধানের প্রবাহ e e e অধিক আধানে আহিত বস্তু সল্প আধানে আহিত বস্তু দুটি আহিত বস্তুর মধ্যে আধানের প্রবাহ আধানের পরিমানের ওপর নির্ভর করে না। এটি নির্ভর করে যে বিষয়টির ওপর তাকে তড়িৎ বিভব বলে। সুতরাং বিভব হচ্ছে আহিত পরিবাহকের তড়িৎ অবস্থা যা নির্ধারণ করে ঐ পরিবাহকটিকে অন্য কোন পরিবাহকের সাথে সংযুক্ত করলে তা আধান দেবে বা নেবে ।
বিদ্যুৎ প্রবাহ e e e e e ইলেক্ট্রনের প্রবাহ নিম্ন বিভব উচ্চ বিভব ভিন্ন বিভবের দুটি বস্তুকে কোন পরিবাহী দ্বারা যুক্ত করলে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। একই কারণে, নিম্ন বিভবের বস্তু থেকে ঋণাত্বক চার্জযুক্ত ইলেক্ট্রন উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়।
পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি হয় তাকে ঐ পরিবাহীর রোধ বলে। যে পরিবাহীর রোধ বেশি তাতে কম বিদ্যুৎ প্রবাহিত হয়। যে পরিবাহীর রোধ কম তাতে বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়।
দলীয় কাজ ৫ জন করে দলে বিভক্ত হয়ে প্রশ্নটি সমাধান কর। প্রশ্ন-নিচের চিত্রে কি কি ঘটতে পারে এবং কেন ? দূরত্ব A B শিখনফল যাচাই ১। বিভব পার্থক্য কাকে বলে ? ২। বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞা দাও।
ধন্যবাদ বাড়ির কাজ প্রশ্ন- পরিবাহীতে রোধ সৃষ্টি হওয়ার কারণগুলো উল্লেখ কর।