380 likes | 573 Views
স্বাগতম. শিক্ষক পরিচিতি. পাঠ পরিচিতি. শ্রেণী -১০ম. বিষয় –কম্পিউটার শিক্ষা. মো:রাশেদুজ্জামান রাসেল. সময় -৪৫ মিনিট. জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয় কুমারখালী, কুষ্টিয়া।. তারিখ - ১৭-১১-২০১৩. E-mail: rashedduzzaman @gmail.com Mobile: 01719478426. এসো আমরা কিছু ছবি দেখি এবং চিন্তা করি.
E N D
শিক্ষক পরিচিতি পাঠ পরিচিতি শ্রেণী -১০ম বিষয় –কম্পিউটার শিক্ষা মো:রাশেদুজ্জামান রাসেল সময় -৪৫ মিনিট জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয় কুমারখালী, কুষ্টিয়া। তারিখ -১৭-১১-২০১৩ E-mail: rashedduzzaman@gmail.com Mobile: 01719478426
এসো আমরা কিছু ছবি দেখি এবং চিন্তা করি
উপরের ছবি গুলো কিসের প্রতীক নেটওয়ার্কের প্রতীক
আজকের পাঠ COMPUTER NETWORK
এই পাঠ শেষে শিক্ষার্থীরা # নেটওয়ার্ক কি বলতে পারবে। # নেটওয়ার্ক এর প্রকারভেদ বলতে পারবে। #বিভিন্ন প্রকার নেটওর্য়াক এর বর্ণনা করতে পারবে। #WI-FI কী বলতে পারবে।
# নেটওয়ার্ক কি ? পাশাপাশি বা দূরবর্তী স্থানে অবস্থিত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান ও প্রক্রিয়াকরনের জন্য স্থাপিত আন্ত:সংযোগবিশিষ্ট সমন্বিত ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।
ছবিগুলো দেখে কি বোঝা যায় ? বিভিন্ন প্রকারের ফুল ও ফল। তাহলে কি নেটওয়ার্কের প্রকার ভেদ হয়? এবারে নিচের ছবিগুলো লক্ষ কর।
নেটয়ার্কের ভৌত কাঠামোর উপর নির্ভর করে নেটওয়ার্ককে তিন ভাগে ভাগ করা যায়। # লোকাল এরিয়া নেটওয়ার্ক # মেট্রপলিটন এরিয়া নেটওয়ার্ক # ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
# লোকাল এরিয়া নেটওয়ার্ক কি ? লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে এমন একটি নেটওয়ার্কিং ব্যবস্থা যা একটি সীমিত এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং কম্পিউটার সমূহের মধ্যে সংযোগ স্থাপন করে। লোকাল এরিয়া নেটওয়ার্ক এর সংগঠন সমুহ
মেট্রপলিটন এরিয়া নেটওয়ার্ক কি? একই শহরের মধ্যে অবস্থিত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান ও প্রক্রিয়াকরনের জন্য স্থাপিত সংযোগবিশিষ্ট সমন্বিত ব্যবসথাকে মেট্রপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে।
খুলনা চট্টগ্রাম
ঢাকা সিলেট
srilonka NEPAL MALASIA INDIA PAKISTAN BANGLADESH
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি? পৃধিবিীর বিভিন্ন স্থানে অবস্থিত অথবা বিস্তৃত এলাকাব্যাপী একাধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান ও প্রক্রিয়াকরনের ব্যবস্থাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে।
নিচের ছবিগুলো পর্যবেক্ষণ কর
YFY YMAX YFY YFY
W-FY কী ? যার সাহায্যে নির্দিষ্ট ক্ষুদ্রায়তনের এলাকায় তারবিহীন নেটওয়ার্ক স্থাপন করা যায় তাকে W-FYবলে।
১.স্টার সংগঠনের ছবি অংকন কর । ২.রিংসংগঠনেরছবি অংকন কর ।
দলীয় কাজ চিত্রের ছবিটি সম্পর্কে তোমার ধারনা ব্যাক্ত কর।
মূল্যায়ণ Y- FY কী? ছবিটি কিসের?
বাড়ীর কাজ NETWORK এর সাথে মানুষের সম্পর্ক কতটুকো আলোচনা কর।