100 likes | 314 Views
রুমানা আকতার পলাশ ইন্সট্রাক্টর বিভাগ – সিভিল আই আই এস টি. সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রইং (ক্যাড) - 2 বিষয় কোড : 6461 দ্বিতিয় অধ্যায়. বহুতল ভবন বহুতল ভবন : একের অধিক ফ্লোর বিশিষ্ট ভবন । হাইরাইজ বিল্ডিং : যে সমস্ত ভবন ছয় এর অধিক ফ্লোর বিশিষ্ট ।
E N D
রুমানা আকতার পলাশ ইন্সট্রাক্টর বিভাগ – সিভিল আই আই এস টি
সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রইং (ক্যাড) - 2 বিষয় কোড : 6461 দ্বিতিয় অধ্যায়
বহুতল ভবন বহুতল ভবন : একের অধিক ফ্লোর বিশিষ্ট ভবন । হাইরাইজ বিল্ডিং : যে সমস্ত ভবন ছয় এর অধিক ফ্লোর বিশিষ্ট। বহুতল ভবন এর সুবিধাসমূহ : ১) এতে অল্প জায়গায় বহুসংখক লোকের আবাসন করা সম্ভব হয় ২) শহরের মূল্যবান ভূমির সাশ্রয় ঘটে । ৩) বহুতল ভবনে আরামদায়ক জীবনযাপন করা যায় । ৪) ইমারতের আনুভূমিক সম্প্রসারন অপেক্ষা উল্লম্বিক সম্প্রসারন অধিকতর লাভজনক । ৫) বহুতল ভবনে পর্যাপ্ত প্রাকৃতিক আলো – বাতাস পাওয়া যায় ।
বহুতল ভবন এর অসুবিধাসমূহ : ১) শহরের বিভিন্ন ভৌত অবকাঠামোতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে । ২) গাড়ি পার্কিং এ অসুবিধা দেখা দেয় । ৩) জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধিকে উতসাহিত করে ।
বহুতল ভবনের প্রধান বৈশিষ্টাদিসমূহ: ১)এতে প্রশস্ত প্রবেশ পথ থাকতে হবে । ২)গাড়ি পার্কিং এর জায়গা থাকতে হবে । ৩) প্রশস্ত গাড়ি চলাচলের ব্যবস্তা থাকবে । ৪) প্রত্যেক ফ্লোরে বিশেষ অগ্নিনির্বাপনের ব্যবস্তা থাকবে। ৫)প্রশস্ত লবি থাকবে । ৬) প্রশস্ত সিড়ি থাকবে। ৭) লিফট থাকবে। ৮) গরম পানির লাইন থাকবে । ৯) গার্ডরুম থাকবে । ১০) গাডৃদের জন্য রুম খাকবে । ১১) বজ্রপাত নিরোধক দন্ড থাকবে ।
# লোড বিয়ারিং ওয়াল বিশিষ্ট বহুতল ভবন : এ ধরনের বহুতল ভবনের ভর বা লোড সরাসরি দেয়ালের উপর আরোপিত হয় দেয়ালের জন্য ধারাবাহিক ফুটিংদেয়া হয় । লোড বিয়ারিং ওয়াল বিশিষ্ট বহুতল ভবন চার তলার বেশি উচুকরা নিরাপদ নয় । # বিভিন্ন প্রকার বহুতল ভবনের নাম : ১) আবাসিকভবন ।২) অফিস ভবন। ৩) হাসপাতাল ভবন ।৪) শিক্ষা প্রতিষ্ঠান ভবন । ৫) কারখানা ভবন ।৬) মার্কেট ভবন । ৭) মসজিদ / উপাসনালয ।
#আবাসিক ভবনের বিভিন্ন কক্ষসমূহ : ড্রইংরুম, বেডরুম , ডাইনিংরুম , কিচেং ,বাথরুম , গেস্ট রুম, গ্যরেজ, স্টাডি রুম , অফিস রুম , ড্রেসিং রুম, সিড়ি ঘর , সার্ভেন্ট রুম, নামাজ পড়ার রুম, বারান্দা । # বহুতল ভবনের নকশা অংকন করার প্রকিয়া : যে কোন বহুতল ভবনের দুধরনেরনকশা অংকন করা হয় যথা : ১)আর্কিটেকচারাল ড্রইং ২) স্ট্রাকচারাল ড্রইং
১)আর্কিটেকচারাল ড্রইংসমূহ হল : সাইট প্লান, ফ্লোর প্ল্যন, এলিভেশন, সেকশনাল ড্রইং ইত্যাদি । ২) স্ট্রাকচারাল ড্রইংসমূহ হল : ফাউন্ডেশন লে – আউট, কলাম ড্রইং, বীমের ড্রইং, ছাদেরড্রইং,পানির ট্যাংক ইত্যাদি । সবকিছু মিলিয়ে একটি দালানের ড্রইং সমূহ বিভিন্ন অংশে বিভক্ত : ১) প্ল্যান ড্রইং ২) এলিভেশন ৩) সেকশন ড্রইং
রাজউক নিয়মানুযায়ী প্ল্যানশীট অনুমোদনের জন্য যে সমস্ত কাগজপত্রাদি প্রযোজন তা নিম্নরুপ : ১)সাইট প্ল্যান ২) লে – আউট প্ল্যান ৩) গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ৪) টিপিক্যাল ফ্লোর প্ল্যান ৫) সম্মুখ এলিভেশন ৬) সেকশনাল এলিভেশন ৭)কলামও দেয়ালের ফাউন্ডেশন ৮)প্লিন্থ এরিয়া
সাইট প্ল্যান ও লে – আউট প্ল্যান অংকন করে ক্যাডের ভাষায় বর্ননা করন। পরবর্তীক্লাশেআলোচনা