320 likes | 891 Views
স্বাগতম. পাঠ পরিচিতি ও শিক্ষক পরিচিতি. শ্রেণিঃ একাদশ বিষয়ঃ হিসাববিজ্ঞান অধ্যায়ঃ৫ম পাঠঃহিসাব চক্র. দেবদাস মন্ডল সহকারি অধ্যাপক হিসাববিজ্ঞান বিভাগ সবুরণনেছা মহিলা মহাবিদ্যালয় খুলনা।. শিখনফল. হিসাব চক্র কী তা বলতে পারবে। হিসাব চক্রের নীতিমালাব্যাখা করতেপারবে।
E N D
পাঠ পরিচিতি ও শিক্ষক পরিচিতি • শ্রেণিঃ একাদশ • বিষয়ঃ হিসাববিজ্ঞান • অধ্যায়ঃ৫ম • পাঠঃহিসাব চক্র দেবদাস মন্ডল সহকারি অধ্যাপক হিসাববিজ্ঞান বিভাগ সবুরণনেছা মহিলা মহাবিদ্যালয় খুলনা।
শিখনফল হিসাব চক্র কীতা বলতে পারবে। হিসাব চক্রের নীতিমালাব্যাখা করতেপারবে। হিসাব চক্রের ধাপ বিশ্লেষণ করতে পারবে।
এটি কোন ধরনের প্রতিষ্ঠান? ছবিতে কী দেখতে পাচ্ছ ? • লেনদেন ব্যবসা প্রতিষ্ঠান
ছবিতে লোকটা কী করছে? হিসাব
বৃত্ত কিভাবে ঘুরছে? চক্রাকারে ঘু্রছে.
আজকের পাঠ হিসাব চক্র
হিসাব চক্র কাকে বলে ? • নিয়মিত হিসাব কালের ব্যবধানে কারবার প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কার্যাবলীর পর্যায়ক্রমিক আবর্তনকে হিসাব চক্র বলে ।
হিসাব চক্রের ধারা • লেনদেন জাবেদায় লিপিবদ্ধকরণ। • জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত করা হয়। • খতিয়ান থেকে রেওয়ামিল তৈরী করা হয়। • রেওয়ামিল থেকে আর্থিক বিবরণী প্রস্তুত করা। • আর্থিক বিবরণী বিশ্লেষণ করা । বিগত ও চলতি বছরের হিসাবের মধ্যে যোগসুত্র বজায় রাখে।
হিসাব চক্রের ধাপ লেনদেন লিপিবদ্ধকরণ {জাবেদা} লেনদেন শ্রেণিবদ্ধকরণ{খতিয়ান} হিসাব চক্র লেনদেন সংক্ষিপ্তকরণ {রেওয়ামিল} আর্থিক বিবরণী বিশ্লেষণ আর্থিক বিবরনী প্রস্তুতকরণ {চুড়ান্ত হিসাব}
লেনদেন লিপিবদ্ধকরণ লেনদেন সমূহ তারিখ ও বিবরণসহ জাবেদায় প্রথম লিপিবদ্ধ করা হয়।
লেনদেনর শ্রেণীবদ্ধকরণ • খতিয়ানে লেনদেনসমূহ শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করা হয়।
লেনদেন সংক্ষিপ্তকরণ রেওয়ামিলের মাধ্যমে লেনদেন সংক্ষিপ্ত করা হয় এবং গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়।
আর্থিক বিবরণী প্রস্তুতকরণ ক্রয় বিক্রয় হিসাব ও লাভতক্ষতি হিসাব এর মাধ্যমে আর্থিক ফলাফল এবং উদ্বৃও পত্রের মাধ্যমে আর্থিক অবস্থা নিরুপণ করা হয়।
আর্থিক বিবরণী বিশ্লেষণ আর্থিক বিবরণী প্রস্তুতের পর উহার ফলাফল বিস্লেষণ ও ব্যাখাকরণ প্রয়োজন হয়।
হিসাব চক্রের ধাপ • লেনদেনের লিপিবদ্ধকরণ। • লেনদেনের শ্রেণিবদ্ধকরণ । • লেনদেনের সংক্ষিপ্তকরণ। • আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। • আর্থিক বিবরণী বিশ্লেষণ।
দলীয় কাজ ক-দল খ-দল চলতি বছরের সম্পত্তি ও দায় কিভাবে পরবর্তী বছরে লিপিবদ্ধ করা হয় ? • লেনদেন জাবেদায় প্রথমে লিপিবদ্ধ করা হয় এবং আর্থিক বিশ্লেষণে শেষ হয় – ব্যাখা কর।
মূল্যায়ন • হিসাব চক্র কী ? • হিসাব চক্রের ধারা বা পর্য্যায় উল্লেখ কর । • হিসাব চক্রের ধাপগুলো কী কী ?
বাড়ীর কাজ হিসাব চক্রের বিভিন্ন ধাপ কিভাবে বিগত ও চলতি বৎসরের হিসাবের মধ্যে যোগসূত্র বজায় রাখতে সক্ষম – ব্যাখা কর।