320 likes | 791 Views
শু ভেচ্ছা নাদিরা বেগম সহকারী শিক্ষক জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ ।. শ্রেণি-৬ষ্ঠ. বাংলা ১ম পত্র. সময়- ৪০ মিনিট. বাঁচতে দাও শামসুর রাহমান. শিখনফল. এই পাঠ শেষে শিক্ষার্থীরা – কবি সম্পর্কে বলতে পারবে ‘ বাচঁতে দাও ’ - কবিতাটি আবৃত্তি করতে পারবে
E N D
শুভেচ্ছানাদিরা বেগমসহকারী শিক্ষকজয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়,নারায়ণগঞ্জ।
শ্রেণি-৬ষ্ঠ বাংলা ১ম পত্র সময়- ৪০ মিনিট
বাঁচতে দাও শামসুর রাহমান
শিখনফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা – • কবি সম্পর্কে বলতে পারবে • ‘বাচঁতে দাও’ - কবিতাটি আবৃত্তি করতে পারবে • ‘জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই’ -চরণটি ব্যাখ্যা করতে পারবে • ‘বাচঁতে দাও’ - কবিতাটির মূলভাব বলতেপারবে
রঙ্গিন কাটা ঘুড়ি শব্দার্থ ঘুড়ি উড়িয়ে কাটাকাটির লড়াই-এ সুতো কেটে যাওয়া রঙ্গিন ঘুড়ি
শব্দার্থ জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই সন্ধার অন্ধকারে জোনাকিরা আলো জ্বালিয়ে যেন খেলায় মাতে।
বাঁচতে দাও শামসুর রাহমান এই তো দ্যেখো ফুল বাগানে গোলাপ ফোটে ফুটতে দাও। রঙ্গিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে, ছুটতে দাও। নীল আকাশে সোনালি চিল মেলছে পাখা মেলতে দাও। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই খেলতে দাও। মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। বালির ওপর কত্ত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে নাইতে দাও । গহীন গাঙ্গে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও । নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে , নাচতে দাও। শিশু ,পাখি, ফুলের কুঁড়ি – সবাইকে আজ বাঁচতে দাও ।
এই তো দ্যেখো ফুল বাগানে গোলাপ ফোটে ফুটতে দাও।
রঙ্গিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে, ছুটতে দাও।
নীল আকাশে সোনালি চিল মেলছে পাখা মেলতে দাও।
জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই খেলতে দাও।
মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও।
বালির ওপর কত্ত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও।
কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে নাইতে দাও ।
গহীন গাঙ্গে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও ।
নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে , নাচতে দাও।
শিশু ,পাখি, ফুলের কুঁড়ি – সবাইকে আজ বাঁচতে দাও ।
দলীয় কাজ দুটি দলে ভাগ হয়ে কবিতাটি আবৃত্তি কর। ক দল বিজোড় চরণগুলো অর্থাৎ ১ম , ৩য়, ৫ম, ৭ম, ৯ম, ১১...এভাবে খ দল জোড় চরণগুলো অর্থাৎ ২য় , ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম, ১০ম ...এভাবে
মূল্যায়ন • প্রতিদিন কে আলোর খেলা খেলে? • মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয় কী? • কি না থাকলে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হবে ? • পাঠ ও আবৃত্তির মধ্যে দুটি পার্থক্য বল ।
বাড়ির কাজ শিশুর বিকাশের সাথে সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে - উক্তিটি বিশ্লেষণ কর ।