150 likes | 174 Views
Yuvaplus is one of the best institutions in Kolkata. Its main object is to inspire and guide individuals to become extraordinary civil servants. Yuvaplus invites students of different backgrounds and acts as a catalyst to achieve their dreams, a pilot to the bright future they have always wanted.
E N D
Welcome to West Bengal’s 1st Learning Mate For More Live Class & PDF https://www.yuvaplus.in yuvaplus Subscribe Our Youtube Channel:
ভারতের ইতিহাস তিন ভাগে বিভক্ত - • প্রাচীন যুগ , • ২) মধ্য যুগ, • ৩) আধুনিক যুগ For More Live Classes & PDF https://www.yuvaplus.in
প্রাক সিন্ধু ও সিন্ধু সভ্যতা For More Live Classes & PDF https://www.yuvaplus.in
১) ভারতের প্রাচীন তম সভ্যতা মেহেরগড় সভ্যতা হল নব্য প্রস্তর যুগের অন্যতম ভারতীয় সভ্যতা। ২) এই সভ্যতার আবিষ্কর্তা হলেন JEAN-FRANCOSIS JARRIGE (1974 ) ৩) ভারতের প্রাচীনতম পরিকল্পিত সভ্যতা হল সিন্ধু বা হরপ্পা সভ্যতা। ৪) সিন্ধু সভ্যতার সময়কাল আনুমানিক ২৫০০-১৫০০ খৃস্ট পূর্বা যা মূলত তাম্র-প্রস্তর যুগের সমকালীন। ৫) সভ্যতার আবিষ্কর্তা জন মার্শাল সিন্ধু নামকরণ করেন। ৬) হরপ্পা আবিষ্কার দয়ারম সাহানী( ১৯২১) For More Live Classes & PDF https://www.yuvaplus.in
৭) মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় RAKHAL DAS BANERJEE –র দ্বারা। (১৯২৩ সাল) • উত্তরতম নিদর্শন কেন্দ্র -> জম্মু -এর মাণ্ডা • দক্ষিণ তম নিদর্শন কেন্দ্র -> ডাইমাবাদ , মহারাষ্ট্র • পূর্ব তম নিদর্শন কেন্দ্র -> আলমগীরপুর , উত্তর প্রদেশ • পশ্চিম তম নিদর্শন কেন্দ্র -> সুতকাজেন্ডর, বালুচিস্তান For More Live Classes & PDF https://www.yuvaplus.in
৮) হরপ্পা কেন্দ্র টি রাভী ও মহেঞ্জোদারো সিন্ধু নদের তীরে অবস্থিত। ৯) সিন্ধু সভ্যতার মানুষজন লোহার ব্যাবহার- এর বিষয় –এ জানতো না। ১০) ঘোড়ার প্রমাণ পাওয়া গেলেও ঘোড়ার ব্যবহার জানা ছিল না। ১১) মহেঞ্জোদারো হল বৃহত্তম এবং আল্হাদিনো হল ক্ষুদ্রতম নিদর্শন স্থল। ১২) বৃহৎ স্নানাগারের সন্ধান মেলে মহেঞ্জোদারোতে ১৩) সিন্ধু বাসীদের উপাস্য ছিল প্রতীক ( লিঙ্গ ও যোনি) ১৪) তাদের পবিত্র বৃক্ষ ছিল অশ্বত্থ ও পশু ছিল ভেড়া। For More Live Classes & PDF https://www.yuvaplus.in
১৫) সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য গবাদি পশু ছিল ভেড়া, ছাগোল, কুকুর, কূঁজ বিশিষ্ট মহিষ হাতি। ১৬) সিন্ধু সভ্যটার প্রাপ্ত সিলগুলি বিনিময়র মাধ্যমে রূপ ব্যবহৃত হতো। ১৭) এখানকার বৃহৎ ও প্রাচীনতম বন্দর হল লোথাল (গুজরাট) ১৮) ব্রাহুই লিপি সঙ্গে সাদৃশ্যপূর্ণ সিন্ধু লিপির নাম হল চিত্রলিপি – যার সাথে সিন্ধুলিপির মিল রয়েছে ১৯) সভ্যতার আনুমানিক জনসংখ্যা ছিল ৫০ লাখ For More Live Classes & PDF https://www.yuvaplus.in
২০) সভ্যতার প্রধান পুরুষ দেবতা ছিল পশুপতি – যার সিলটি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে থেকে। ২১) যুগ্ম সমাধির নিদর্শন পাওয়া গেছে লোথাল থেকে ২২) কালিবনগাঁন থেকে পাওয়া যায় ঢাণ, কাঠের লাঙ্গল ২৩) এই সভ্যতার প্রথম কার্পাস (সিন্দন ) উৎপাদন করত For More Live Classes & PDF https://www.yuvaplus.in
২৪) সুমেরীয় সভ্যতার লোকজন সিন্ধু বাসীদের “মেলুহা” বলে চিহ্নিত করে ২৫) প্রধান খাদ্য শস্য ছিল যব ও গম ২৬) প্রধান জীবিকাটি ছিল কৃষিকার্য ২৭) মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে ব্রোঞ্জ –এর নর্তকী মূর্তি ২৮) মহেঞ্জোদারো শহরটি ৯ বার পুনঃগঠিত হয়েছে ২৯) হরপ্পা ২ ধরণের ইটের ব্যাবহার করা হতো ৩০) মহেঞ্জোদারো থেকে বিখ্যাত ষাঁড়ের চিত্র খচিত সিল পাওয়া যায় ৩১) Mortimer Wheeler মনে করেন, সিন্ধু সভ্যতা ধ্বংস হয় বিদেশী আক্রমণের দ্বারা। For More Live Classes & PDF https://www.yuvaplus.in