1 / 69

ENVS (primary paid baych class 1)

Yuvaplus is one of the best institutions in Kolkata. Its main object is to inspire and guide individuals to become extraordinary civil servants. Yuvaplus invites students of different backgrounds and acts as a catalyst to achieve their dreams, a pilot to the bright future they have always wanted.

Yuvaplus
Download Presentation

ENVS (primary paid baych class 1)

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. Welcome to West Bengal’s 1st Learning Mate For More Live Class & PDF  https://www.yuvaplus.in yuvaplus Subscribe Our Youtube Channel:

  2. পরিবেশেরপ্রকারভেদ ও উপাদান l For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  3. 1.পরিবেশের প্রকারভেদ ও উপাদান l • 2. পরিবেশেরসজীবউপাদান l • 3. পরিবেশেরঅজীবউপাদান l • 4. বাস্তুতন্ত্র • 5. জীববৈচিত্র্য • 6. খাদ্য ও অপপুষ্টি • 7. স্বাস্থ্য ও রোগসমূহ • 8. জনসংখ্যা • 9. মানবশরীরেরগঠন • 10. পরিবেশেরবিপর্যয় • 11. পরিবেশদূষণ • 12. শক্তিরউৎস • 13. পরিবেশআন্দোলন • 14. পরিবেশসম্মেলন • 15. পরিবেশসংক্রান্তকয়েকটিআইন • 16. বিষবিজ্ঞান • 17. পরিবেশ ও উৎপাদন • 18. পরিবেশসংক্রান্তদিবস • 19. কয়েকটিগুরুত্বপূর্ণবিষয় • 20. পরিবেশবিদ্যারপেডাগজি For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  4. পরিবেশ :উদ্ভিদ, প্রাণী ও মানুষেরসুস্থ ও স্বাভাবিকভাবেবেঁচেথাকারজন্যযেপারস্পরিকঅবস্থারদরকারহয় তাকেপরিবেশবলে l • পরিবেশতিনধরনের: • a.ভৌতবাপ্রাকৃতিকপরিবেশ • b.সজীববাজীবজপরিবেশ • c.সামাজিকপরিবেশ For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  5. a.ভৌতবাপ্রাকৃতিকপরিবেশa.ভৌতবাপ্রাকৃতিকপরিবেশ • 1. বায়ুমণ্ডল • 2.শিলামন্ডল • 3.বারিমন্ডল • b.সজীববাজীবজপরিবেশ • 1. উৎপাদক • 2. খাদক • 3. বিয়োজক • c.সামাজিকপরিবেশ • 1. গোষ্ঠী • 2. পরিবার • 3. প্রতিষ্ঠান For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  6. পরিবেশেরউপাদানগুলিকীকী?পরিবেশেরউপাদানগুলিকীকী? পরিবেশেরউপাদানগুলিদুধরনের। যেমন—সজীবউপাদানএবংজড় উপাদান। সজীবউপাদান (Biotic elements):যেমন- জীবাণু, গাছপালা, জীবজন্তু, মানুষ। জড় উপাদান (Abiotic elements) : যেমন-জল, বাতাস, মাটি, আলো, উষ্ণতা,আদ্রতা , মহাকর্ষইত্যাদি। For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  7. উদ্ভিদ : For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  8. উদ্ভিদের শ্রেণীবিভাগ:- I.উদ্ভিদের আকার অনুযায়ী শ্রেণীবিভাগ II.ফুলের উপস্থিতি অনুযায়ী উদ্ভিদের শ্রেণীবিভাগ III.অবস্থান অনুযায়ী উদ্ভিদের শ্রেণীবিভাগ For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  9. 1.বিরুৎ:- যে সমস্ত উদ্ভিদ ছোট, ডালপালা প্রায় নেইতাদের বিরুৎ জাতীয় উদ্ভিদ বলে I যেমন: ঘাস ,ধান, গম উদ্ভিদ I 2.গুল্ম:- যে সমস্ত উদ্ভিদ খুব লম্বা হয় না তবে অনেকডালপালা আছে ঝোপের মত দেখতে লাগেতাদের,গুল্ম জাতীয় উদ্ভিদ বলে I এরা মাঝারি জাতীয় I যেমন: গোলাপ, তুলসী উদ্ভিদ I 3.বৃক্ষ:- যে সমস্ত উদ্ভিদ লম্বা যাদের মোটা কাঠের গুড়ি ও অনেক ডালপালা আছে তাদের বৃক্ষ জাতীয় উদ্ভিদ বলেযেমন:বট,আম,নিম I For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  10. ফুলের উপস্থিতি অনুযায়ী উদ্ভিদের শ্রেণীবিভাগ উদ্ভিদ • ব্যক্তবীজী অপুষ্পক সপুষ্পক শ্যাওলা জাতীয় মস জাতীয় ফার্ন জাতীয় • 2. গুপ্তবীজী • একবীজপত্রী • দ্বিবীজপত্রী

  11. অবস্থানঅনুযায়ীউদ্ভিদেরশ্রেণীবিভাগঅবস্থানঅনুযায়ীউদ্ভিদেরশ্রেণীবিভাগ a.জলজউদ্ভিদ(Hydrophytes): এইউদ্ভিদগুলিপ্রধানতজলেজন্মায় l যেমন :কচুরিপানা, পদ্ম, শালুক l b.সাধারণউদ্ভিদ (Mesophytes): এইউদ্ভিদগুলিপ্রধানতসেইপরিবেশেজন্মায় যেখানেমাটিতেজলেরপরিমাণস্বাভাবিকঅর্থাৎ পর্ণমোচীচিরহরিৎ ও সরলবর্গীয় বড় গাছ l যেমন: আম ,কাঁঠাল, পাইন, শাল ,সেগুন ,হলক l c.জাঙ্গলউদ্ভিদ (Xerophytes): এইউদ্ভিদগুলিশুষ্কবাপ্রায় শুষ্কপরিবেশেজন্মায় l যেমন :ফনিমনসা, আকন্দ, বাবলা, করবী, কয়েকধরনেরক্যাকটাস l d.লবণাম্বুউদ্ভিদ(Halophytes): এইউদ্ভিদগুলিলবণজলেজন্মায় l যেমন- সুন্দরী, গরান, হোগলাইত্যাদি l For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  12. সমুদ্রেরউদ্ভিদ:ফাইটোপ্লাংকটন,ডায়াটম,ডিনোফ্ল্যাজেলেট,কেল্প (খুববড় সামুদ্রিকশ্যাওলা) • মরুভূমিরউদ্ভিদ:ফনিমনসা, জোশুয়া ,সাগুয়ারো, মেশকুইট, ক্যাকটাস l • মেরুঅঞ্চলেরউদ্ভিদ:মস, ঘাস ,লাইকেন, বার্চ l For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  13. উদ্ভিদেরব্যবহার্যঅংশ:উদ্ভিদেরব্যবহার্যঅংশ: মূল ,কান্ড ,পাতা ,ফুল ,ফল, মুকুল , কুঁড়ি ,বীজ,রেচনপদার্থ l For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  14. খাদ্য অংশ • কুঁড়ি:ফুলকপি • কুঁড়ির বোটা : পেঁয়াজকলি • বীজ:কড়াইশুঁটি,ধান ,গম ,ডাল, শিম , জোয়ান, মৌরি, ধনে, সরষে, পোস্ত, মেথি I • মূল: গাজর,বিট,মুলো I • কান্ড:পেঁয়াজ,নোটে ডাটা, পুই ডাটা শাক,আদা, আলু,কচু I For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  15. খাদ্য অংশ • ফল:সজনে ডাঁটা,কলা ,কুমড়ো , গোলমরিচ,এলাচ, লঙ্কা I • গাছেরছাল:দারচিনি • মুকুল (অপ্রস্ফুটিতপুষ্পমুকুল):লবঙ্গ। • কন্দ:পিয়াজ, রসুন • ফুলেরঅংশ:জাফরান • পাতা:তেজপাতা, পুদিনা • গ্রন্থিকাণ্ড:আদা, হলুদ • অন্তর্বীজ:জায়ফল For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  16. উদ্ভিদের রেচন পদার্থ: • জীব দেহ কোষে উৎপন্ন দূষিত পদার্থকে রেচন পদার্থ বলা হয় I উদ্ভিদের রেচন পদার্থ 2 প্রকার : 1.নাইটোজেনবিহীন রেচন পদার্থ 2.নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  17. উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ

  18. উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ

  19. নাইটোজেনবিহীনরেচন পদার্থ

  20. নাইটোজেনবিহীনরেচন পদার্থ

  21. গুরুত্বপূর্ণকয়েকটিঔষধিগাছ ও তারব্যবহার • নিম--বহুমূত্ররোগ, চর্মরোগ, কানএবংদাঁতেরব্যথা l • বাসকতুলসী- সর্দি, কাশি l • অর্জুন- হার্টেররোগ I • আমরুল-আমাশা I • বেল-- কোষ্ঠকাঠিন্য , আমাশা l • আমলকী---প্রচুরভিটামিন C আছে l • দাঁতেরমাড়িফোলায় খুবব্যবহারযোগ্য l • পেটেরগোলমাল ,রক্তক্ষরণ, আমাশা ,কোষ্ঠকাঠিন্য , অ্যানিমিয়া ,ক্যান্সার l • নয়নতারা--আমাশা ,রক্তক্ষরণ, ক্যান্সাররোগ l • পুদিনা--পেটেরগোলমাল , যন্ত্রণাকমাতে l • ঘৃতকুমারী-গ্যাস্ট্রিকক্ষত, কোষ্ঠকাঠিন্য, মানসিকচাপ ও উদ্বেগকমাতে l For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  22. কয়েকটিগুরুত্বপূর্ণমশলাগাছ ও তাদেরব্যবহার: • গোলমরিচ: এরতীক্ষ্ণস্বাদেরজন্যদায়ীপিপেরাইননামেরএকটিযৌগ l • এটিকাশি ,দাঁতেরব্যথা, মাড়িথেকেরক্তপড়া ,মাড়িরব্যথা, ডায়রিয়া ,বদহজম ও গ্যাসেরসমস্যায় কাজেলাগে l এছাড়াখাদ্যসংরক্ষকহিসেবেওব্যবহারহয় l • দারচিনি: ডায়রিয়া, বমিভাব, সর্দিইত্যাদিরোগেদারচিনিথেকেউপকারপাওয়াযায় l • দারচিনিথেকেযেউদ্বায়ীতেলপাওয়াযায় সেটিবাতেরব্যথায় মালিশকরলেআরামপাওয়াযায় l For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  23. হলুদ: হলুদেকারকিউমিননামেরএকটিযৌগপাওয়াযায় l • ক্যান্সার ,ডায়াবেটিস, আর্থারাইটিস, অ্যালার্জি, অ্যাজমারোগেরচিকিৎসায় গুরুত্বপূর্ণভূমিকাপালনকরে l • হলুদেলোহারপরিমাণবেশিথাকায় এটিরক্তাল্পতায় ভালোকাজকরে l কোলেস্টেরলেরমাত্রানিয়ন্ত্রণেরাখতেসাহায্যকরে l • এলাচ: গ্যাসবাপাকস্থলীসংক্রান্তসমস্যায় ব্যবহারহয়, দাঁতেরমাড়িসবলকরে, বমিভাবদূরকরে l • আদা: পেটেরঅসুখ ,অম্বল, কাশি ও হাঁপানিতেখুবকার্যকরী l • রসুন: রসুনেথাকেঅ্যালিসিননামেএকযৌগ l • এরজীবানুনাশকক্ষমতাআছে l • পাকস্থলীকেউদ্দীপিতকরেখাবারহজমকরতেসাহায্যকরে l For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  24. প্রাণী For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  25. প্রাণী প্রাণীর শ্রেণীবিভাগ 1.শরীরের গঠন অনুযায়ী 2.বাসস্থান অনুযায়ী 3. খাদ্য অভ্যাস এর ভিত্তিতে 4.শরীরের তাপমাত্রার ভিত্তিতে For More Live Classes& PDF https://www.yuvaplus.in

  26. 1.শরীরের গঠন অনুযায়ী 1.মেরুদন্ডী:যে সমস্ত প্রাণীদের মেরুদন্ড আছে তাদের মেরুদন্ডী প্রাণী বলে I যেমন: মানুষ,পাখি,মাছ,ব্যাঙ I 2.অমেরুদন্ডী: যে সমস্ত প্রাণীর মেরুদন্ড নেই তাদের অমেরুদন্ডী প্রাণী বলে I যেমন: পোকা,শামুক,প্রজাপতি I

  27. মেরুদন্ডী সরীসৃপ/ Reptiles পাখি/ Birds মাছ/ Fishes উভচর/ Amphibian স্তন্যপায়ী/ Mammals

  28. অমেরুদন্ডী অ্যাস্কাহেলমিন্থস একাইনোডার্মাটা অ্যানিলিডা আর্থ্রোপোডা প্লাটিহেলমিন্থেস মলাস্কা

  29. 1.আর্থ্রোপোডা: পোকামাকড় ,কাঁকড়া ,চিংড়ি ,মাকড়সা I 2.মলাস্কা:শামুক, ঝিনুক, অক্টোপাস I 3. অ্যানিলিডা:কেঁচো ,জোক I 4.প্লাটিহেলমিন্থেস:চ্যাপ্টাকৃমি I 5.অ্যাস্কাহেলমিন্থস:গোলকৃমি I 6.একাইনোডার্মাটা:তারা মাছ I

  30. 2.বাসস্থান অনুযায়ী • স্থলজ প্রাণী: ঘোড়া,হাতি,কুকুর,বিড়াল I • জলজ প্রাণী: মাছ,অক্টোপাস I • উভচরপ্রাণী: স্যালাম্যান্ডার,ব্যাঙ I • গেছো প্রাণী: কাঠবিড়ালি,বাঁদর ,পাখি I

  31. সমুদ্রের প্রাণী: জুপ্লাংকটন,সাগর কুসুম,সাগরকলম,অক্টোপাস, স্কুইড, কাটল ফিস,হাঙ্গর,তারা মাছ ইত্যাদি I • মরুভূমির প্রাণী: উট,মরুভূমির গিরগিটি,সাপ,কৃষ্ণসার হরিণ জারবিল,উটপাখি,চিল,ময়ূর I • মেরু অঞ্চলের প্রাণী: পেঙ্গুইন,মেরু ভাল্লুক,তিমি,সিল, সিলায়ন,বলগাহরিণI

  32. 3.খাদ্য অভ্যাস এর ভিত্তিতে: • শাকাহারী প্রাণী: যে সমস্ত প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদেরউপর নির্ভরশীল তাদের শাকাহারী প্রাণী বলে I স্থলজও জলজকীটপতঙ্গ, তৃণভোজী প্রাণী I ঘোড়া, হাতি ,গরু I • মাংসাশী প্রাণী:যেসমস্তপ্রাণীখাদ্যের জন্য শাকাহারীপ্রাণীরউপরনির্ভরশীলতারামাংসাশীপ্রাণী I বাঘ সিংহ শেয়াল I • সর্বভুক প্রাণী:যেসমস্তপ্রাণীখাদ্যেরজন্যশাকাহারী এবংমাংসাশীপুরোপুরিনির্ভরশীলতাদেরসর্বভুকপ্রাণী বলে I ভাল্লুক ,কুকুর ,মানুষ I

  33. 4.শরীরের তাপমাত্রার ভিত্তিতে: • ঠাণ্ডা রক্তযুক্ত প্রাণী: এই ধরনের প্রাণী নিজের শরীরের তাপমাত্রাকে পরিবেশ অনুযায়ী পরিবর্তন করতে পারে I মাছ,ব্যাঙ, পোকা I • উষ্ণ রক্ত যুক্ত প্রাণী:এই ধরনের প্রাণী নিজের শরীরের তাপমাত্রাকে পরিবেশ অনুযায়ী পরিবর্তন করতে পারেনা I মানুষ,পাখি I

  34. অন্যান্য প্রাণীদের উপর মানুষ যেভাবে নির্ভর করে 1.খাবারের জন্য :মধু মাছ মাংস ডিম ঘি মাখন ইত্যাদি l 2.জামা কাপড়ের জন্য: সুতো তৈরি হয় তুলো থেকে l সিল্ক পাওয়া যায় রেশম মথ থেকে l ভেড়া থেকে উল পাওয়া যায় l 3.ওষুধের জন্য : কডমাছেরযকৃতেরতেলেপ্রচুরপরিমাণভিটামিন A আরভিটামিন D থাকে I ক্যালসিয়াম পাওয়া যায় দুধ থেকে I 4.দূষণ কমাতে সাহায্য করে: কাক, শুয়োর, শকুন I 5.পরিবহন এবং কৃষিকার্যে: গরু, ঘোড়া, কেচো ইত্যাদি l

  35. এক জীবের সাথে অন্য জীবের সম্পর্ক মিথোজীবী পরজীবী

  36. মিথোজীবী: • যেখানে দুই বা তার বেশী জীব একে অপর কে সাহায্য করে বেঁচে থাকে l • গো-বক ও গরু: • গরুরা হাটার সময় ঘাসের মধ্যে থাকা নানা পোকামাকড় উড়ে যায় যাগো বকের খাদ্য l • অনেক সময় এরা আবার গরুর গায়ে বসা পোকাদেরও খায় l • সাগর কুসুম ও ক্লাউন মাছ: • ক্লাউন মাছ থাকে সাগর কুসুম এর সঙ্গে l • সে সাগর কুসুম এর শত্রু যেমন বাটারফ্লাই মাছ কে তাড়িয়ে দেয় lআর সাগর কুসুম এর খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ l আবার অনেক সময় ক্লাউন মাছ কে তাড়া ঘুরে আসা প্রাণীরা সাগর কুসুম এর শিকার হয় l

  37. পিঁপড়ে ও জাব পোকা: • জাবপোকা গাছের শর্করা সমৃদ্ধ বর্জ্য শোষণ করে , শর্করা সম্মৃদ্ধ বর্জ্য ত্যাগ করে l এই বর্জ্যের নাম হানিডিউl পিঁপড়েদের খুবই উপাদেয় খাবার এই হানিডিউ l খাবার পাওয়ার জন্য পিঁপড়েরা লালন পালন করে, শত্রুর হাত থেকে বাঁচায়, এমনকি জাবপোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়েও যায় l • গন্ডার গো-বক/শালিক: • শালিক গন্ডারের পিঠে বসে গন্ডারের চামড়ার এটুলি গুলি কে তুলে খেয়ে গন্ডারকে স্বস্তি দেয় l • পরিবর্তে শালিক রা এঁটুলি গুলোকে খাবার হিসেবে পায় l

  38. সাগর কুসুম- সন্ন্যাসী কাঁকড়া: • সন্ন্যাসী কাকড়ার পিঠের অংশ নরম lতাই সে বাসা বাঁধে কোন মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে lআর সন্ন্যাসী কাঁকড়া পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় সাগরকুসুম কে lসন্ন্যাসী কাঁকড়া দেহ যখন বাড়ে খোলস শুদ্ধ সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে lসাগরকুসুম তার বিষাক্ত কোষ যুক্ত টেনট্যাকল সাহায্যে সন্ন্যাসী কাঁকড়া কে রক্ষা করে lসন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগরকুসুম ও সেই খাবারের ভাগ পায় l • II.পরজীবী: • উকুন, ফিতাকৃমি, গোলকৃমি I

  39. জীবজন্তু পোকামাকড়দের আচার-আচরণ বিজ্ঞানীরা খুঁজে দেখেন গবেষণা করার জন্য l এই ধরনের গবেষণা কে বলা হয় আচরণ বিজ্ঞান (Behavioural Science) I এরকম আচরণ বিজ্ঞানীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চার্লস ডারউইন, জআরি ফেবা l পোকামাকড় দের নিয়ে ফেবার বেশ কিছু গুরুত্বপূর্ণ বই আছে l তার মধ্যে একটি বিখ্যাত লেখা হলো এক ধরনের শুয়োপোকা সারিবদ্ধ ভাবে চলার একগুঁয়ে স্বভাব নিয়ে l

  40. নিকোটিন বারজেন: তার বিখ্যাত আবিষ্কার হল পাখিদের বোকামি l কনরাড লোরেঞ্জ: হাঁস ডিম ফুটে বেরোবার সময় যাকে সামনে দেখে তাকেই মা বলে ভেবে পুরো ছেলেবেলাটা তার পিছন পিছন ঘুরে কাটিয়ে দেয় l কাল ফন ফ্রিশ :মৌমাছিদের নৃত্য আবিষ্কার করেন l জেন গুডাল: প্রথম মহিলা যিনি শিম্পাঞ্জিদের আচার-আচরণ আবিষ্কার করেন l

  41. সালিম আলী : ভারতীয় পাখিদের আচার আচরণ নিয়ে লিখেছেন l রাঘবেন্দ্র গাডকার: বোলতা দের সমাজ ব্যবস্থা l এমকে চন্দ্রশেখর: বাদুড় এবং অন্যান্য অনেক প্রাণীর শরীর কি রকম সময় মেনে কাজ করে গবেষণা করে তা জেনেছেন l রতনলাল ব্রহ্মচারী: বাঘরা কিভাবে মূত্রের মধ্যে ফেরোমেন মিশিয়ে নিজের এলাকার চিহ্নিত করে l গোপালচন্দ্র ভট্টাচার্য: পোকামাকড় দের আঁচার আচরণ l তার " বাংলার কীটপতঙ্গ" বইটি সবচেয়ে বিখ্যাত l

  42. 1.পিঁপড়ে: সমাজবদ্ধ জীব I বন্য প্রাণী এদের সমাজে এক রানী, রানীর অসংখ্য দাসি, সৈন আর শ্রমিক নিয়ে একেকটা পরিবার l দাসী, সৈন্য , আর শ্রমিক সবাই এরা রানীর মেয়ে l এদের পরিবারের পুরুষের সংখ্যা বা গুরুত্ব খুবই কম l পিঁপড়েদের দলের লাল পিঁপড়ের দল হল মনিব আর কালো পিঁপড়ের দল হল সেবকl লাল পিঁপড়ে যুদ্ধে পটু , কাল পিঁপড়েরা অনেক বেশি বুদ্ধিমান l অন্য দু'ধরনের পিঁপড়ে হলো যাযাবর পিঁপড়ে চাষী পিঁপড়ে-মাটিতে গর্ত করে বাসা বানায় ,এদের বাসায় কাটা পাতা পচে গেলে তার ওপর এক ধরনের সাদা রঙের ছত্রাক জন্মায় এই ছত্রাক চাষী পিঁপড়েদের খুব প্রিয় খাবারI এরা বৃষ্টির সম্ভাবনারকথাবুঝতে পারে I

  43. 2.উইপোকা: সমাজবদ্ধ জীব l বেশিক্ষণ রোদের তাপ লাগলে শরীর থেকে জল বেরিয়ে শুকিয়ে যায় তাই এরা গর্তের বাইরে ঘুরে বেড়ায় না l উইপোকা খাবারহিসেবে গাছের কাঠের অংশ যাতে সেলুলোজ নামের শর্করার বস্তু থাকে,তা খায় ,উহাদের পেটে এক রকম জীবাণু থাকে যারা সেলুলোজহজম করতে সাহায্য করে I

  44. 3.তিমি : স্তন্যপায়ী প্রাণী l এদের চামড়ার নিচে চর্বির একটা পুরু স্তর থাকে যার নাম ব্লাবরlএই চর্বির স্তর তিমিরের চলাফেরা শক্তি যোগান দেয়, দেহের তাপ বজায় রাখতে সাহায্য করে l তিমি দের পূর্বপুরুষদের অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতো দুটো হাত আর পা ছিল l জলের জীবনে মানিয়ে নেওয়ার জন্য ওদের হাত দুটো পরিণত হয়েছে সাঁতার কাটার অঙ্গ ফ্লিপার এ l নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় তিনি নয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী l তিমির শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে l হামবাক তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে সুরেলা গানের সাহায্য l নীল তিমির আওয়াজ জেট ইঞ্জিনের আওয়াজ এর চেয়েও জোরালো l

  45. 4.শিম্পাঞ্জি:শিম্পাঞ্জিদের সঙ্গে মানুষের সবথেকে বেশি মিল I শিম্পাঞ্জিরা শাকপাতা ফলমূল বেশি খায় কিন্তু মাঝে মাঝে উইপোকা বা ছোটখাটো হরিণ শিকার করে ওখেয়ে থাকে I 5.কাক :এরা সামাজিক প্রাণী I এবং এদের প্রকৃতির ঝাড়ুদার বলা হয় I 6.পরিযায়ী পাখি :যারা শীতকালে শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে l শীত কাটলে আবার সেখানেই ফিরে যায় তাদের বলে পরিযায়ী l বুনোহাঁস ,খঞ্জনা, কাজল পাখি ,আর্টিক টার্ন, হুইসলিং টিল ,পিন্টেল I 7. বাঘ:বাঘের দর্শন এবং শ্রবণশক্তি খুব প্রখর l বাঘের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম বলে একটি বস্তু আছে তাই বাঘেরা অল্প আলোতেও মানুষের থেকে ছয় গুণ ভালো দেখতে পারে l বাঘ নিজের এলাকার চিহ্নিত করতে মূত্রনালী থেকে এক ধরনের তরল মাটিতে ও গাছে ছিটিয়ে দেয় lসুন্দরবনের বাঘের গায়ের চামড়া হালকা হলুদ থেকে লালচে হলুদ রঙের হয় আর এর গায়ে ডোরাকাটা কালো দাগ থাকে আঙুলের ছাপের মত ত্বকের এই বৈশিষ্ট্যের জন্য এদের বাদাবনের গাছে লুকিয়ে থাকতে সুবিধা হয় l

  46. সজারুর লোম: কাটার মত I • কাকাতুয়ার ঝুটি: কাকাতুয়া পালক I • গন্ডারের ঝুঁটির মতো দেখতে খড়গ হলো : গন্ডার এর চুল I • বাদুড়ের গায়েলোম দেখা যায় • নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীI • পিঁপড়ে , ইঁদুর ,মাকড়সা, আরশোলা ,টিকটিকিবন্যপ্রাণী I

  47. অনুজীবকী?What is microorganism? • যেসবজীবেরপরিমাপ0.1 mm এরথেকেকমতাদেরঅনুজীববলে I • অতিক্ষুদ্র,এদেরখালিচোখেদেখাযায় না I • 1674 খ্রিস্টাব্দেহল্যান্ডেরবিজ্ঞানীলিউয়েনহক (Leeuwenhoek) প্রথমনিজেরতৈরীঅণুবীক্ষণযন্ত্রজীবাণুবাঅণুজীবপর্যবেক্ষণকরেন I(Discovery)

  48. অণুবীক্ষণ যন্ত্র /Microscope: • সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র (Simple Light Microscope): • (এটা বস্তুকে 15-20 গুণ বড় করে দেখাতে সক্ষম ) • যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র(Compound Light Microscope): • (এটা বস্তুকে 2000- 4000 গুণ বড় করে দেখাতে সক্ষম) • ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র (Electron Microscope): • (বস্তুকে 50,000-3,00,000 গুন বড় করে দেখাতে সক্ষম )

  49. অণুজীবসর্বত্রপাওয়াযায়:অণুজীবসর্বত্রপাওয়াযায়: 1) আমরাপ্রশ্বাসেরসময় যেপরিমাণঅক্সিজেনগ্রহণকরিতারঅর্ধেকপরিমাণেঅণুজীবথাকে I 2) 1 গ্রামমাটিতেপ্রায় 100 কোটিঅণুজীবথাকে I 3) মানুষেরশরীরেপ্রচুরঅনুজীবথাকে। সম্প্রতিগবেষণায় দেখাগেছেমানুষেরশরীরেরমধ্যে 100 trillion অণুজীবথাকে । 4)এছাড়াও, গরমমরুভূমি ,মেরুঅঞ্চলেরবরফস্তুপে, নোনাজলে ,জলাভূমিতে, উষ্ণপ্রস্রবণ ,এমনকিঅন্যজীবদেহেরভিতরেও, মানুষেরখাদ্যনালীতে ,উইপোকারখাদ্যনালীতেঅণুজীবপাওয়াযায় I

More Related