130 likes | 288 Views
সবাইকে শুভেচ্ছা. তাসনিফা খানম ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ. ব্যবসায় শিক্ষা শ্রেণিঃ নবম বিষয়ঃ ব্যবসায় পরিচিতি অধ্যায়ঃ ব্যবসায় পরিবেশ. শিখনফল. এ পাঠ শেষে শিক্ষার্থীরা--- ১।ব্যবসায়িক পরিবেশ কী তা বলতে পারবে। ২। ব্যবসায়িক পরিবেশের উপাদানসমূহ বর্ণনা করতে পারবে।
E N D
সবাইকে শুভেচ্ছা তাসনিফা খানম ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ ব্যবসায় শিক্ষা শ্রেণিঃ নবম বিষয়ঃ ব্যবসায় পরিচিতি অধ্যায়ঃ ব্যবসায় পরিবেশ
শিখনফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা--- ১।ব্যবসায়িক পরিবেশ কী তা বলতে পারবে। ২। ব্যবসায়িক পরিবেশের উপাদানসমূহ বর্ণনা করতে পারবে। ৩।ব্যবসায়ের উপর বিভিন্ন প্রকার পরিবেশের প্রভাব ব্যাখ্যা করতে পারবে। ৪।বিভিন্ন প্রকার ব্যবসা-বাণিজ্যের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করতে পারবে। ব্যবসায়ের পরিবেশ শহরে দোকান গ্রামে দোকান
লোকালয় ব্যবসা মরুভূমিতে ব্যবসা
জলবায়ু প্রাথমিক শিল্প ও গৌণ উৎপাদন ভূমি ও প্রাকৃতিক সম্পদ ব্যবসায়িক পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদান অর্থ ও ঋণ ব্যবস্থা
জলবায়ু প্রাকৃতিক পরিবেশ নাতিশীতোষ্ণ এলাকা উষ্ণ এলাকা শীতল এলাকা
ভূমি ও প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক পরিবেশ সমতল ভূমি পাহাড় সাগর
অর্থ ও ঋণ ব্যবস্থা অর্থ ও ঋণ ব্যবস্থা অর্থনৈতিক পরিবেশ
অর্থনৈতিক পরিবেশ অর্থ ও ঋণ ব্যবস্থা অর্থ ও ঋণ ব্যবস্থা গৌণ উ ৎ পা দ ন প্রাথমিক শিল্প
দলীয় কাজ শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে নিচের প্রশ্নের উত্তর প্রদত্ত কাগজে লিখবে। ১।চিত্রটি কোন এলাকার? ২। উক্ত এলাকায় শিল্পটি গড়ে উঠার পিছনে ব্যবসায়িক পরিবেশের কোন কোন উপাদান প্রভাব বিস্তার করেছে?
মূল্যায়ন ১।কোন ধরনের শিল্পের জন্য যন্ত্রের দরকার হয় না? ২।বাংলাদেশে আপেল চাষ হয় না কেন? ৩।গ্রামে বড় বড় শিল্প গড়ে তোলা সম্ভব নয় কেন?
বাড়ির কাজ সৌদি আরবে বসবাসরত আবির অত্র এলাকায় পাট শিল্প গড়ে তুলতে চায়।এজন্য সে বিভিন্ন ব্যবসায়ীদের পরামর্শ নেয়। উদ্দীপকের আবিরের ব্যবসাটি গড়ে তোলার পিছনে তোমার পক্ষে বা বিপক্ষে যুক্তি প্রদর্শন কর।