230 likes | 541 Views
স্বাগতম. মোঃ নিয়াজ উদ্দিন সহকারি শিক্ষক ( বিজ্ঞান ) বানারীপা ড়া ইউনিয়ন ইনস্টিটিউশন ( পাইলট ) বানারীপা ড়া , বরিশাল।. শ্রেনিঃ ৭ম বিষয়ঃ সাধারন বিজ্ঞান অধ্যায়ঃ ত্রয়োবিংশ. শিখন ফলঃ. ১। পরিবেশের উপদান গু লো নাম বলতে পারবে। ২। পরিবেশ কি কি কারনে দূষিত হয় তা লিখতে পারবে।
E N D
মোঃনিয়াজউদ্দিন সহকারি শিক্ষক (বিজ্ঞান) বানারীপাড়াইউনিয়নইনস্টিটিউশন(পাইলট) বানারীপাড়া, বরিশাল।
শ্রেনিঃ ৭ম বিষয়ঃ সাধারন বিজ্ঞান অধ্যায়ঃ ত্রয়োবিংশ
শিখন ফলঃ ১। পরিবেশের উপদান গুলোনাম বলতে পারবে। ২। পরিবেশ কি কি কারনে দূষিত হয় তা লিখতে পারবে। ৩। বায়ূ ও পানি দূষনের কারন বাখ্যা করতে পারবে।
উপরেরছবিগুলোদেখেতোমরাকিবুঝতেপারছো?উপরেরছবিগুলোদেখেতোমরাকিবুঝতেপারছো?
আজকেরবিষয় পরিবেশদূষণ
চিত্র-১ চিত্র-২ জোড়ায়কাজ চিত্র-৪ চিত্র-৩ উপরেরছবিগুলোরএকটিকরেবৈশিষ্ট্যলিখ।
শহরে ময়লা আবর্জনা বায়ূ দূষিত করছে। ইটের ভাটার কাল ধোঁয়ায় পরিবেশ দূষন হচ্ছে। গাড়ী ও ট্রেনের কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে।
কল কারখনার বর্জ্য দ্বারা পানি দূষিত হচ্ছে। কিটনাশক ঔষধ বৃষ্টির পানিতে ধূয়ে জলাশয়ের মাছ মারা যাচ্ছে। দুষিত পানি ব্যবহারের ফলে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
মাত্রাতিরিক্ত রাসয়নিক সার ও কিটনাষক প্রয়োগের ফলে মাটি দূষিত হচ্ছে। মাটিতে পলিথিন আটকে থাকার কারনে পরিবেশ দূষিত হচ্ছে।
দলীয়কাজ দলীয়কাজ তোমাদেরএলাকারপরিবেশকিভাবেদূষিতহচ্ছেতার ২টি কারনউল্লেখকর।
মূল্যায়নঃ ১। পরিবেশ দূষনের কারন গুলো কি কি? ২। কীটনাষক,মাত্রাতিরিক্ত রাসয়নিক সার,কল কারখানার বর্জ্য পরিবেশের জন্য হুমকি স্বরূপ ব্যাখ্যা কর।
বাড়ীর কাজঃ তোমার এলাকায় দেখা বায়ূ ও পানি দূষনের কয়েকটি চিত্র তুলা ধর। তুমি কি মনে কর এগুলোতোমার এলাকায় প্রতিরোধ সম্ভব?