200 likes | 389 Views
ïf mKvj. বিষয়: বাংলা. শ্রেণি: দ্বিতীয়. উপস্থাপনায় মো. তানজীর হোসেন প্রধান শিক্ষক ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল স্কুল. আজকের পাঠ. দেশ. ঋতুর. ছয়. শিখনফল. শিক্ষার্থীরা জানতে পারবে – ঋতুর নাম। কোন কোন মাস নিয়ে কোন ঋতু গঠিত এবং বিভিন্ন ঋতুতে প্রকৃতির অবস্থা দেখতে ও জানতে পারবে।.
E N D
বিষয়: বাংলা শ্রেণি: দ্বিতীয় উপস্থাপনায় মো. তানজীর হোসেন প্রধান শিক্ষক ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল স্কুল
আজকের পাঠ দেশ ঋতুর ছয়
শিখনফল • শিক্ষার্থীরা জানতে পারবে – • ঋতুর নাম। • কোন কোন মাস নিয়ে কোন ঋতু গঠিত এবং • বিভিন্ন ঋতুতে প্রকৃতির অবস্থা দেখতে ও জানতে পারবে।
গ্রীষ্ম ছবি দেখে বল এটি কোন ঋতু?
বৈশিষ্ট্য • এ সময় খুব গরম • পড়ে। • কালবৈশাখি ঝড় হয়। • আম, কাঁঠাল পাকে। গ্রীষ্ম বৈশাখ, জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল।
বর্ষা ছবি দেখে বল এটি কোন ঋতু?
বৈশিষ্ট্য • খাল বিল পানিতে থৈ • থৈ করে। • কদম, কেয়া ফুল ফোঁটে। বর্ষা আষাঢ়, শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল।
শরৎ ছবি দেখে বল এটি কোন ঋতু?
বৈশিষ্ট্য • আকাশ হয়ে ওঠে গাঢ় • নীল। • কাশফুল, শিউলি ফুল • ফোটে। শরৎ ভাদ্র, আশ্বিন এই দুই মাস শরৎকাল।
হেমন্ত ছবি দেখে বল এটি কোন ঋতু?
বৈশিষ্ট্য • নতুন ধান পাকে। • ঘাসের ডগায় হালকা • শিশির জমে। হেমন্ত কার্তিক, অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল।
শীত ছবি দেখে বল এটি কোন ঋতু?
বৈশিষ্ট্য • গাছের পাতা ঝরে যায়। • খেজুরের রস পাওয়া যায়। • এসময় প্রচন্ড ঠান্ডা ও • কুয়াশা পড়ে। শীত পৌষ, মাঘ এই দুই মাস শীতকাল।
বসন্ত ছবি দেখে বল এটি কোন ঋতু?
বৈশিষ্ট্য • এ সময় প্রকৃতি নতুন রূপে • সাজে। • কোকিলের গান শোনা যায়। • নতুন আমের বোল দেখা যায়। বসন্ত ফাল্গুন, চৈত্র এই দুই মাস বসন্তকাল।
বাড়ির কাজ • বাংলাদেশে ঋতু কয়টি? • ঋতুগুলোর নাম লেখ। • কোন কোন মাস নিয়ে কোন ঋতু গঠিত হয়?