200 likes | 435 Views
শুভেচ্ছা. শিক্ষক পরিচিত. খান মোহাম্মদ সোবাহান সহকারি শিক্ষক-কৃষি পাটিকাবাড়ী মুহাম্মদ আলি খান উচ্চ বিদ্যালয় EIIN_113365 পাংশা, রাজবাড়ী মোবাইল নং- ০১৭১১৪৭৩০২৩ E-mail-khan_subahan@yahoo.com. পাঠ পরিচিতি. শ্রেণী - নবম বিষয় - জীব বিজ্ঞান বিশেষ পাঠ - অধ্যায় আট অ্যামিবা.
E N D
শিক্ষক পরিচিত • খান মোহাম্মদ সোবাহান • সহকারি শিক্ষক-কৃষি • পাটিকাবাড়ী মুহাম্মদ আলি খান উচ্চ বিদ্যালয় EIIN_113365 • পাংশা, রাজবাড়ী • মোবাইল নং- ০১৭১১৪৭৩০২৩ • E-mail-khan_subahan@yahoo.com
পাঠ পরিচিতি শ্রেণী - নবম বিষয় - জীব বিজ্ঞান বিশেষ পাঠ - অধ্যায় আট অ্যামিবা
শিখন-ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা- • প্রজননের সঙ্গা বলতে পারবে। • অ্যামিবার প্রজনন কিভাবে ঘটে তা বলতে পারবে। • অ্যামিবার প্রজনন পদ্ধতি কত ধরনের এবং তা কেন ঘটে -বলতে পারবে। • প্রতিটি পদ্ধতির সচিত্র বিবরণ দিতে পারবে। • অ্যামিবার জন্য প্রয়োজনীয় পরিবেশ সম্পর্কে ধারণা দিতে পারবে।
পরিবেশ যেকোন প্রজননের বা বংশবিস্তারে সর্বপ্রথম প্রয়োজন একটি পরিবেশ। প্রতিকূল অনুকূল
অনুকূল পরিবেশ • খাদ্যের নিরাপত্তা • গ্রহনযোগ্য তাপমাত্রা • প্রয়োজনীয় এনজাইম
অনুকূল পরিবেশ দ্বি- বিভাজন প্রক্রিয়া
দ্বি- বিভাজন বা বাইনারি ফিশন প্রক্রিয়ায় লক্ষ্যণীয় বিষয় হচ্ছে- • দেহ গোলাকার আকার ধারণ করে • নিউক্লিয়াস লম্বাটে আকার ধারণ করে ও ডাম্বেলের বা মুগুরের মত আকার ধারণ করে । • ক্রমান্বয়ে নিউক্লিয়াস দ্বি্ধাবিভক্ত হবে এবং দুটি নতুন অপত্য অ্যামিবার সৃষ্টি হবে।
প্রতিকূল পরিবেশ • খাদ্যের নিরাপত্তা থাকবে না • গ্রহনযোগ্য তাপমাত্রা থাকবে না • প্রয়োজনীয় এনজাইমের অনুপস্থিতি
প্রতিকূল পরিবেশ স্পোরুলেশন প্রক্রিয়া
স্পোরুলেশন প্রক্রিয়ায় লক্ষ্যণীয় বিষয় হচ্ছে- • নিউক্লিয়ার আবরণী বিলুপ্ত হয় এবং নিউক্লিয়াস বার বার বিভাজিত হয়ে অনেকগুলো ক্রোমাটিন খণ্ডে বিভক্ত হয়। • এরপর প্রতিটি খন্ডের চারপাশে নিউক্লিয়ার আবরণীর সৃষ্টি হয়, যার অভ্যন্তরে সাইটোপ্লাজম জমা হয়। • পরবর্তীতে এর চারপাশে সিস্ট-আবরণীর সৃষ্টি হয়। • সর্বশেষে শতাধিক স্পোর সৃষ্টি করে মাতৃ অ্যামিবার দেহ ভেদ করে বাহিরে বিমুক্ত হয়। • সর্বশেষে আনুকূল পরিবেশ পেলে অপত্য অ্যামিবা বাইরে মুক্ত হয়।
তাহলে প্রজনন হল –জীবের এমন এক জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে একটি জীব তার মত অনুরূপ এক বা একাধিক জীব তৈরি করে।
দলীয় কাজ • দুপাশে উপস্থিত দু সারির ছাত্ররা দুটি দলে বিভক্ত হবে। আমার - ডানপাশের সারির ছাত্ররা দল-১ বাঁপাশের সারির ছাত্ররা দল-২
কর্ম পত্র -১ কর্মপত্র-২ এটি অ্যামিবার কোন ধরনের প্রজনন পদ্ধতি এবং কেন? এটি অ্যামিবার কোন ধরনের প্রজনন পদ্ধতি এবং কেন?
মূল্যায়ন • অ্যামিবার দ্বি-বিভাজন প্রক্রিয়া কোন পরিবেশে ঘটে? • দ্বি-বিভাজন কিভাবে ঘটে? • অ্যামিবার অনুকূল পরিবেশ কেমন? • অ্যামিবার স্পোরুলেশন প্রক্রিয়া কোন পরিবেশে ঘটে? • স্পোরুলেশন কিভাবে ঘটে? • অ্যামিবার প্রতিকূল পরিবেশ কেমন?
বাড়ির কাজ * পরিবেশের সঙ্গে অ্যামিবার প্রজননের সম্পর্ক আছে কিনা তা যাচাইসহ মন্তব্য লিখবে।
সবাইকে আন্তরিক ধন্যবাদ।