270 likes | 468 Views
উপস্থাপনায়ঃ মোঃ মনিরুজ্জামান চৌধুরী, সহকারী শিক্ষক, নবাবগঞ্জ দাখিল মাদ্রাসা, নবাবগঞ্জ,ঢাকা ।. শ্রেণী-৯ম বিষয়ঃ সামাজিক বিজ্ঞান ছাত্র সংখ্যাঃ ৪০ জন সময়ঃ ৪০ মিঃ তারিখঃ ২৪/১১/১২. পাঠ ঘোষণাঃ. অগ্ন্যুৎপাত. শিখনফল. পাঠ শেষে শিক্ষার্থীরা- ১।অগ্ন্যুৎপাত ও আগ্নেয়গিরি কী তা বলতে পারবে।
E N D
উপস্থাপনায়ঃমোঃ মনিরুজ্জামান চৌধুরী, সহকারী শিক্ষক,নবাবগঞ্জ দাখিল মাদ্রাসা, নবাবগঞ্জ,ঢাকা ।
শ্রেণী-৯মবিষয়ঃ সামাজিক বিজ্ঞানছাত্র সংখ্যাঃ ৪০ জনসময়ঃ ৪০ মিঃ তারিখঃ ২৪/১১/১২
পাঠ শেষে শিক্ষার্থীরা- ১।অগ্ন্যুৎপাত ও আগ্নেয়গিরি কী তা বলতে পারবে। ২। আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ সনাক্ত করতে পারবে। ৩।অগ্ন্যুৎপাতের কারণ বর্ণনা করতে করতে পারবে। ৪। অগ্ন্যুৎপাতের ফলাফল ব্যাখ্যা করতে পারবে।
লাভা জ্বালামুখ ভূপৃষ্ঠের দুর্বল ফাটল থাকলে,ওপরের চাপ কমে গেলে কিংবা ভূগর্ভের চাপ বেড়ে গেলে অভ্যন্তরের উত্তপ্ত গলিত পদার্থ প্রবল বেগে নির্গত হওয়াকে অগ্ন্যুৎপাত (Erruption) বলে। অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরি সৃষ্টি হয়। আগ্নেয়গির মুখকে জ্বালামুখ বলা হয়ু ও জ্বালামুখ দিয়ে নির্গত পদার্থকে লাভা বলে।
আগ্নেয়গিরিরির শ্রেণীবিভাগঃ
১।সক্রিয় আগ্নেয়গিরি • যেসব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এখনও বন্ধ হয়নি, তাদেরকে সক্রিয় আগ্নেগিরি বলে। যেমন,ইতালির ভিসুভিয়াস।
২।সুপ্ত আগ্নেয়গিরি যে সব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অনেক কাল আগে বন্ধ হয়ে গেছে; কিন্তু যে কোনো সময়ে আবার অগ্ন্যুৎপাত শুরু হতে পারে তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। যেমন জাপানের ফুজিয়ামা ।
৩।মৃত আগ্নেয়গিরি যে সব আগ্নেয়গিরি দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় হয়ে আছে এবং ভবিষ্যতেও অগ্ন্যুৎপাতের সম্ভাবনা নেই, সেগুলোকে মৃত আগ্নেয়গিরি বলে। যেমন, মায়ানমারের পোপা ।
১। ভূতকের দুর্বল ফাটলের অবস্থান থাকলে সহজেই সুড়ঙ্গের সৃষ্টি হয়ে অগ্ন্যুৎপাত হয়।
২। ভূগর্ভস্থ তাপ বৃদ্ধি পেলে অগ্ন্যুৎপাত ঘটায়।
৩। ভূ-আন্দোলনের ফলে ফাটল ও গর্তের সৃষ্টি হয় এবং অভ্যন্তরস্ত আগ্নেয় পদার্থ নির্গত হয়।
১। নিক্ষিপ্ত লাভা সঞ্চিত হয়ে পর্বত, মালভূমি ও উপত্যকার সৃষ্টি হয়।
২। অগ্ন্যুৎপাতের ফলে অনেক সময় নদীর তলায় লাভা জমা হয়ে নদীর গতি পরির্তন হয়।
৩। সাগর তলায় অবস্থিত আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে দ্বীপ সৃষ্টি করে। যেমন, হাওয়াই দ্বীপুপুঞ্জ।
4। অগ্ন্যুৎপাতের ফলে ভূমিকম্প হয়।
দলীয় কাজঃ গ্রুপ-কঃ আগ্নেয়গিরির শ্রেনীর নাম লিখ। গ্রুপ-খঃ আগ্নেয়গিরির কারণ লিখ। গ্রুপ-গঃ অগ্ন্যুৎপাতের ফলাফল লিখ।
১। অগ্ন্যুৎপাত কাকে বলে ২।আগ্নেয়গিরি কাকে বলে? ৩। আগ্নেয়গিরর শ্রেণী বিভাগের নাম গুলো বল? ৪। অগ্ন্যুৎপাতের ফলাফল ব্যাখ্যা কর। ৫। জ্বালামুখ ও লাভা কাকে বলে?
বাড়ির কাজঃ “অগ্ন্যুৎপাত শুধু মানব জীবনে ক্ষতিই করে না উপকারও করে”- এর সপক্ষে ৫ টি যুক্তি লিখে আনবে।