150 likes | 408 Views
পরিচিতি. শাহাবুদ্দিন আহমেদ সিনিয়র শিক্ষক সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় , ঢাকা-১২০৫। শ্রেণী-৮ম বিষয়- সাধারণ বিজ্ঞান. আজকের পাঠ. তাপ (তাপ সঞ্চালন) পরিবহন. আজকের পাঠ শেষে শিক্ষাথীরা. তাপ কী বলতে পারবে। তাপ সঞ্চালন সম্পর্কে বলতে পারবে। তাপ সঞ্চালন প্রক্রিয়াগুলোর নাম উল্লেখ করতে পারবে।
E N D
পরিচিতি শাহাবুদ্দিন আহমেদ সিনিয়র শিক্ষক সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,ঢাকা-১২০৫। শ্রেণী-৮ম বিষয়- সাধারণ বিজ্ঞান
আজকের পাঠ তাপ(তাপ সঞ্চালন) পরিবহন
আজকের পাঠ শেষে শিক্ষাথীরা • তাপ কী বলতে পারবে। • তাপ সঞ্চালন সম্পর্কে বলতে পারবে। • তাপ সঞ্চালন প্রক্রিয়াগুলোর নাম উল্লেখ করতে পারবে। • তাপ পরিবহণ প্রক্রিয়া ও তার ব্যবহার উল্লেখ করতে পারবে।
পরিবহন সংক্রান্ত ভিডিও দেখুন ,নিং এ বাংলা ডাবিং করা ভিডিও দেওয়া হয়েছে
ধাতু অণু তাপ
পরিবহণের ব্যবহার রান্নার কাজে, ইস্ত্রীকরা,খড়ের চালা তৈরী,বরফের চার পাশে কাঠের গুড়া ব্যবহার,শীতের সময় পশমের কাপড় ব্যবহারইত্যাদি।
৫ জন করে দল গঠন করে চিত্রে প্রদর্শিত তাপ সঞ্চালনের প্রক্রিয়াটি যুক্তি সহকারে লিখ ।
মুল্যায়ন • সসপ্যান,প্রেসার কুকার, ইস্ত্রির হাতল কেন এবোনাইট দ্বারা তৈরী? • বরফের চার পাশে কেন কাঠের গুড়া দেওয়া হয়? • শীতকালে পশমের কাপড় এবং গরম কালে সুতির পড়ি কেন?
বাড়ির কাজ • ১। ক) তাপ সঞ্চালন বলতে কী বোঝায়? • খ) রান্নার কাজে কেন ধাতব পাত্র ব্যবহার করা হয়? • গ)খড় দ্বারা ঘরে শীতের দিনে গরম এবং গরমের দিনে ঠান্ডা লাগে কেন?বিশ্লেষণ কর। • ঘ)গরম ও শীত কালে কোন ধরনের ও রুং এর কাপড় পড়া উচিত ? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।