150 likes | 267 Views
স্বাগতম. শিক্ষক পরিচিতি. মোঃ আয়নাল হক (লিটু) সহকারী শিক্ষক (কম্পিউটার) শতখালী দাখিল মাদ্রাসা শালিখা, মাগুরা ।. পাঠ পরিচিতি শ্রেণি: সপ্তম বিষয়: সামাজিক বিজ্ঞান অধ্যায়: দ্বিতীয় বাংলাদেশের (অর্থকরী ফসল). প্রত্যাশিত শিখনফল. অর্থকরী ফসলের সঙ্গা বলতে পারবে ।
E N D
শিক্ষক পরিচিতি মোঃ আয়নাল হক (লিটু) সহকারী শিক্ষক (কম্পিউটার) শতখালী দাখিল মাদ্রাসা শালিখা, মাগুরা ।
পাঠ পরিচিতিশ্রেণি: সপ্তমবিষয়: সামাজিক বিজ্ঞানঅধ্যায়: দ্বিতীয় বাংলাদেশের (অর্থকরী ফসল)
প্রত্যাশিত শিখনফল • অর্থকরী ফসলের সঙ্গা বলতে পারবে । • অর্থকরী ফসলের ব্যাখ্যা করতে পরবে। • অর্থকরী ফসল থেকে তৈরী (উৎপাদিত) দ্রব্যের নাম বলতে পরবে। • অর্থকরী ফসলের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে।
পাট আখ তুলা তামাক
আজকের পাঠ বাংলাদেশেরঅর্থকরী ফসল নিয়ে আলোচনা
আখ থেকে তৈরি হয় (রস,গু্ড়,চিন )ইত্যাদি। পাট থেকে তৈরি হয় ( বিভিন্ন প্রকার ব্যাগ, জুতা, মাদুর ) ইত্যাদি।
চিনি বিক্রয় পাট বিক্রয় অর্থকরি ফসল পাট ও চিনি বিক্রয় করে আমরা কী কী পায়?
অর্থকরী ফসল পাটও চাবিক্রয় করে আমরা পায়?
১। উঃ- (দেশ ও বিদেশ থেকে প্রচুর টাকা ও মূদ্রা পায় )।
১। প্রশ্ন: বাংলাদেশদর অর্থকরী ফসল গুলোর নাম লিখ।২। প্রশ্ন: অর্থকরী ফসল পাট থেকে আমরা কী কী পাই বল । ( একক কাজ )
দলীয় কাজ ছবি দেখে পাঁচটি পার্থক্য নির্ণয় কর।
মূল্যায়ণ • অর্থকরী ফসল বলতে কী বুঝ? • বাংলাদেশের অর্থকরী ফসল গুলোর লিখ ? • অর্থকরী ফসল দিয়ে আমরা কী কী তৈরি করতে পারি? • অর্থকরী ফসল আখ,পাট,চা,তামাক, বিক্রয় করে আমরা পায়?
বাড়ির কাজ • অর্থকরী ফসল (পাট,চা,আখ,তামাক) আমাদের জন্য এত গুরুত্ব কেন লিখে আনবে।