220 likes | 461 Views
ডিজিটাল জগতে সবাইকে স্বাগতম. পরিচিতিঃ. খোন্দকার মুকুল আহমেদ প্রভাষক,কম্পিউটার শিক্ষা হাজি মুহাম্মদ মুহিসন কলেজ খালিশপুর,খুলনা।. বিষয়ঃ কম্পিউটার এন্ড ইনফমেশন টেকনোলিজ শেনীঃ অনার্স ২য় বর্ষ অধ্যায়ঃ ১ ইউনিটঃ ৪ সময়ঃ ৪০ মিনিট. শিখন ফল. এই পাঠ শেষে শিক্ষাথীরা –
E N D
ডিজিটাল জগতে সবাইকে স্বাগতম
পরিচিতিঃ খোন্দকার মুকুল আহমেদ প্রভাষক,কম্পিউটার শিক্ষা হাজি মুহাম্মদ মুহিসন কলেজ খালিশপুর,খুলনা। বিষয়ঃ কম্পিউটার এন্ড ইনফমেশন টেকনোলিজ শেনীঃ অনার্স ২য় বর্ষ অধ্যায়ঃ ১ ইউনিটঃ ৪ সময়ঃ ৪০ মিনিট
শিখন ফল এই পাঠ শেষে শিক্ষাথীরা – • মৌলিক লজিক গেইট কী তা বলতে পারবে। • মৌলিক লজিক গেইটের প্রকারভেদ বলতে পারবে। • সত্যক সারনী ও লজিক ডায়াগ্রাম অংকন করতে পারবে। • বিভিন্ন এর মধ্যে তুলনা করতে পারবে।
রোবোট লজিক গেইট
পাঠ শিরোনামঃ মৌলিক লজিক গেইট (সময়ঃ ৪০ মিনিট)
লজিক গেইট কি? যে সকল ডিজিটাল ইলেকট্রিনক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের (যৌক্তিক যোগ,যৌক্তক গুন ও অপেক্ষক) প্রবাহকে নিয়ন্ত্রন করে তাকে লজিক গেইট বলে।
মৌলিক লজিক গেইট-এর প্রকারভেদ শুধুমাত্র একটি মাত্র গেইট দ্বারা তৈরি লজিক গেইটকে মৌলিক লজিক গেইট বলে। মৌলিক লজিক গেইট তিন প্রকার: ১) OR gate ২) AND gate ৩) NOT gate মৌলিক লজিক গেইট
OR গেইট যে গেইটে দুই ততধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটের যৌক্তিক যোগ ফলের সমান হয় তাকে OR gate বলে। এ ক্ষেত্রে যে কোন একটি ইনপুট ১ হলে আউটপুট ১ হবে অন্যথায় আউটপুট ০ হবে।
Logic diagram Logic circuits
AND গেইট যে গেইটে দুই ততধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটের যৌক্তিক গুন ফলের সমান হয় তাকে OR gate বলে। এ ক্ষেত্রে যে কোন একটি ইনপুট ০ হলে আউটপুট ০ হবে অন্যথায় আউটপুট ১ হবে।
Logic diagram Logic circuits
NOT গেইট যে গেইটে একটি মাত্র ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকে এবং আউটপুট ইনপুটের যৌক্তিক উল্টানো পদ্ধতিতে কাজ করে তাকে NOT gate বলে। এ ক্ষেত্রে ইনপুট ০ হলে আউটপুট ১ হবে এবং ইনপুট ১ হলে আউটপুট ০ হবে।
Logic diagram Logic circuits
দলীয় কাজ(৫ মিনিট) ক দলঃ NAND gate এর সত্যক সারনী ও লজিক ডায়াগ্রাম অংকন কর। খ দলঃ NOR gate এর সত্যক সারনী ও লজিক ডায়াগ্রাম অংকন কর। গ দলঃ NOT gate এর সত্যক সারনী ও লজিক ডায়াগ্রাম অংকন কর।
মূল্যায়ন • লজিক গেইট কি? • মৌলিক লজিক গেইট কত প্রকার ? কী কী ? • NAND gate কি? • NOR gate কি?
বাড়ীর কাজঃ • NAND gateও NOR gateগেইটের Logic circuits অংকন কর। • NAND gate ও NOR gate গেইটের মধ্যে পার্থক্য লিখ।