120 likes | 311 Views
স্বাগতম. সহকারী শিক্ষক. পারভিন হাসিনা আক্তার. পেকুয়া মডেল সঃ প্রাঃ বিদ্যালয়।. শ্রেণিঃ২য়।. বিষয়ঃবাংলা. সময়ঃ৪০মিঃ. শিখনফল. ১।কবিতাটি আবৃত্তি করতে পারবে।. ২। শব্দের অর্থ বলতে পারবে ওবাক্য গঠনকরতে পারবে।. একটি ভিডিওচিত্র দেখি. নিচের ছবি গুলো দেখঃ. রবীন্দ্রনাথ ঠাকুর. আমাদের ছোট নদী.
E N D
স্বাগতম সহকারী শিক্ষক পারভিন হাসিনা আক্তার পেকুয়া মডেল সঃ প্রাঃ বিদ্যালয়।
শ্রেণিঃ২য়। বিষয়ঃবাংলা সময়ঃ৪০মিঃ
শিখনফল ১।কবিতাটি আবৃত্তি করতে পারবে। ২।শব্দের অর্থ বলতে পারবে ওবাক্য গঠনকরতে পারবে।
রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী কবিতাটির প্রথম চার লাইন ।
নিচের ছবিটি দেখ একাকী চিন্তা কর ও দলে আলোচনা কর।
কবিতাটি আবৃত্তি করি আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাকেঁ বৈশাখ মাসে তার হাটুঁজল থাকে। পার হয়ে যায় গরু ,পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি।
গানের সুরে সুরে পড়ি। পাঠের কঠিন শব্দ খুঁজে বের করি। বৈশাখ ,বাঁকে বাঁকে, হাঁটুজল।
মূল্যায়ন কবিতাটির চার লাইন মুখস্থ বলি। কবিতা ও কবির নাম লিখ। শব্দের অর্থ ও বাক্য তৈরি কর।
বাঁকে বাঁকে,হাঁটুজল ধন্যবাদ