150 likes | 494 Views
স্বাগতম. পরিচিতি. আকলিমা আক্তার পারভিন প্রভাষক কেরানির হাট স্কুল ও কলেজ রংপুর ।. শ্রেণীঃ নবম বিষয়ঃবায়ুর আর্দ্রতা ও বৃষ্টিপাত সময়ঃ ৪০ মিনিট তারিখঃ ৩০-০১-২০১৩. বৃষ্টিপাত. আর্দ্রতা. আর্দ্রতা ওবৃষ্টিপাত. শিখনফল. ১। বৃষ্টিপাত কি তা বলতে পারবে
E N D
পরিচিতি আকলিমা আক্তার পারভিন প্রভাষক কেরানির হাট স্কুল ও কলেজ রংপুর । শ্রেণীঃ নবম বিষয়ঃবায়ুর আর্দ্রতা ও বৃষ্টিপাত সময়ঃ ৪০ মিনিট তারিখঃ ৩০-০১-২০১৩
বৃষ্টিপাত আর্দ্রতা
শিখনফল ১। বৃষ্টিপাত কি তা বলতে পারবে ২। বৃষ্টিপাত কিভাবে হয় বলতে পারবে ৩। বৃষ্টিপাতের প্রকারভেদ বর্ননা করতে পারবে
একক কাজ জলীয়বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধেব উঠে শীতল ও ঘণীভুত হয়ে ভাসমান ধূলিকনায় আশ্রয় নিয়ে মেঘের রুপ নেয়।ঊর্ধ্বাকাশে মেঘ শীতল হয়ে বড় বড় বিন্দুতে ভূপৃষ্টে পড়ে।একে বৃষ্টিপাত বলে।
মেঘ বাষ্প
ছকের মাধ্যমে বৃষ্টিপাত বাষ্প মেঘ জলাভূমি সূর্য বৃষ্টি
পরিচলন বৃষ্টিপাত সম্প্রসারিত বায়ু শীতল বায়ু পরিপ্রক্ত বায়ু ঘনীভূত বায়ু ভূপৃষ্ট জলাভূমি
শৈলোৎক্ষেপ বৃষ্টি সমুদ্র
সংঘর্ষ বৃষ্টিপাত মেরুদেশীয় শীতল ও শুষ্ক বায়ু ক্রান্তীয় উষ্ণ ও আর্দ্র বায়ু
ঘূর্ণি বৃষ্টি ঘূর্ণিবাতের কেন্দ্রস্থলে নিম্নচাপ থাকে ।ফলে চারদিকের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু উপরে উঠে শীতল ও ঘণীভূত হয়ে বৃষ্টিপাত ঘটে। এরূপ বৃষ্টিপাতকে ঘূর্ণি বৃষ্টি বলে ।
মূল্যায়ন ১।জলাশয়ের পানি কেন বাষ্প হয়ে উড়ে যায়? ২।বায়ু পাহাড়ে বাধা পেয়ে কোন ধরনের বৃষ্টিপাত ঘটায়? ৩।সংঘর্ষ বৃষ্টিপাত কিভাবে ঘটে ?
বাড়ীর কাজ বৃষ্টি্পাতের ফলে তিনটি করে সুবিধা-অসুবিধা বাড়ী থেকে লিখে আনবে ।