250 likes | 661 Views
স্বাগতম. মীর মহিউদ্দিন সহকারী শিক্ষক(ভূগোল) টি.এস.পি কমপ্লেক্স স্কুল।. তহুরা হাফিজ সহকারী শিক্ষক(পদার্থ বিজ্ঞান) সিলভার বেলস্ গার্লস হাইস্কুল।. বিজ্ঞান ৬ষ্ঠ শ্রেণি সময়ঃ ৫০ মিনিট. বলতো এখানে কি দেখছো ?. গতি. অধ্যায়ঃ দশম পাঠঃ৩-৮ পৃষ্ঠা-৮৭-৯০. (এসো গতিকে জানি). শিখনফল.
E N D
স্বাগতম মীর মহিউদ্দিন সহকারী শিক্ষক(ভূগোল) টি.এস.পি কমপ্লেক্স স্কুল। তহুরা হাফিজ সহকারী শিক্ষক(পদার্থ বিজ্ঞান) সিলভার বেলস্ গার্লস হাইস্কুল।
বিজ্ঞান ৬ষ্ঠ শ্রেণি সময়ঃ ৫০ মিনিট
গতি অধ্যায়ঃ দশম পাঠঃ৩-৮ পৃষ্ঠা-৮৭-৯০ (এসো গতিকে জানি)
শিখনফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা- গতির সংজ্ঞা বলতে পারবে। স্থিতি ও গতির পার্থক্য করতে পারবে। বিভিন্ন প্রকার গতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। বিভিন্ন গতির পার্থক্য নির্ণয় করতে পারবে।
গতিঃ কোন বস্তুর সময়ের সাথেঅবস্থার পরিবর্তনকে গতি বলে। গতি পাঁচ প্রকার।যথা-
গতি চলন ঘূর্ণন জটিল পর্যায়বৃত্ত দোলন বক্র চলন সরল রৈখিক চলন
চলনগতিঃ কোন বস্তু ত্রক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে চলনগতি বলে।
চলন দুই ধরনের। যথাঃ সরল রৈখিক চলনঃ যখন কোনো বস্তু সরলরেখা বরাবর চলে,তখন একে সরল রৈখিক গতি বলে।
বক্র চলনঃ বস্তু যখনবক্র পথে চলে,তখন একে বক্র চলন বলে।
ঘূর্ণনগতিঃ কোন বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে কোন বস্তু যখন ঘুরতে থাকে তখন বস্তুটির গতিকে ঘুর্ণনগতি বলে।
পর্যায়বৃত্ত গতিঃ কোন গতিশীল বস্তূ যদি একই পথে বারবার অতিক্রম করে তাহলে সে গতিকে পর্যায়বৃত্ত গতি বলে।
দোলন গতিঃ যে বস্তুর গতিনির্দিষ্ট সময় পরপরবিপরীত মুখী হয় তাকে দোলন গতি বলে।
জটিল গতিঃ কোন বস্তুর চলন ওঘূর্ণন যদি একই সাথে হয় তাকে জটিল গতি বলে।
দলীয় কাজ এসো বিভিন্ন গতি চিহ্নিত করিঃ
উত্তর বলিঃ জ্ঞgগg
বাড়ির কাজ ঘূর্ণনগতি ও ঘূর্ণন চলনগতির মধ্যে পার্থক্যলিখ।