320 likes | 620 Views
স্বাগতম. শিক্ষক পরিচিতি. মোঃ নোয়াবুল ইসলাম (নানা) সিনিয়র শিক্ষক (কম্পিউটার) হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় শ্রীপুর, মাগুরা। পরিচিতি মান -১৬. পাঠ পরিচিতিঃ শ্রেণীঃ নবম বিষয়ঃ কম্পিউটার শিক্ষা সাধারণ পাঠ ঃ ৪র্থ অধ্যায় বিশেষ পাঠ ঃ সংখ্যা পদ্ধতি. শিখন ফল.
E N D
শিক্ষক পরিচিতি মোঃ নোয়াবুল ইসলাম (নানা) সিনিয়র শিক্ষক (কম্পিউটার) হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় শ্রীপুর, মাগুরা। পরিচিতি মান -১৬
পাঠ পরিচিতিঃ শ্রেণীঃ নবম বিষয়ঃ কম্পিউটার শিক্ষা সাধারণ পাঠঃ৪র্থ অধ্যায় বিশেষ পাঠঃ সংখ্যা পদ্ধতি
শিখন ফল • সংখ্যা পদ্ধতি কি বলতে পারবে। • সংখ্যা পদ্ধতির বেজ লিখতে পারবে। • বিভিন্ন সংখ্যা পদ্ধতির সংখ্যা চিহ্নিত করতে পারবে • দশমিক থেকেবাইনারি এবং বাইনারি থেকে দশমিক সংখ্যায় রুপান্তর করতে পারবে।
৮ টি মাউস ৪ জন মানুষ =?
(৯৭)১০ আজকের পাঠ (৫৭)৮ (১১)২ (AB)১৬ সংখ্যা পদ্ধতি
সংখ্যা গননার জন্য যে নিয়ম নীতি মেনে সংখ্যা গঠন করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে।
সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা বাইনারী সংখ্যা অকটাল সংখ্যা হেক্সাডেসিমেল সংখ্যা
দশমিক সংখ্যা পদ্ধতিঃ যে সংখ্যা পদ্ধতিতে ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ এই প্রতিক গুলো ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে।(এর বেজ বা ভিত্তি হল -১০)
বাইনারী সংখ্যা পদ্ধতিঃ যে সংখ্যা পদ্ধতিতে ০ এবং ১ এই দুইটি প্রতিক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।(এর বেজ বা ভিত্তি হল-২)
অক্টাল পদ্ধতিঃ ০,১,২,৩,৪,৫,৬,৭ এই ৮টি প্রতিক ব্যাবহার করে যে সংখ্যা পদ্ধতি গঠন করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। পদ্ধতির (বেজ বা ভিত্তি হল -৮)
হেক্সাডেসিমেলঃ যে সংখ্যা পদ্ধতিতে ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,A,B,C,D,E,F এই প্রতিক গুলো ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেলসংখ্যা পদ্ধতি বলে। (এর বেজ বা ভিত্তি হল -১৬)
একক কাজঃ *সংখ্যা পদ্ধতি কয়টি ও কি কি? *দশমিক সংখ্যা পদ্ধতির বেজ কত?
বাইনারী সংখ্যাকে দশমিক সংখ্যায় রুপান্তর এর পদ্ধতিঃ পাওয়ার শুন্য হলে ২ এর মান হয় ১ ১১০০১ ১x২০=১x১ =১ ০x২১=০x২ =০ ০x২২=০x৪ =০ ১x২৩=১x৮ =৮ ১x২৪=১x১৬=১৬ ২×১=২ ২×২=৪ ২×২×২=৮ ২×২×২×২=১৬ ২৫
দলীয় কাজঃ • বাইনারী সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর কর। • (১১১)২, (১০১১)২
মূল্যায়ন ১। দশমিক সংখ্যার বেজ কোনটি? (ক) ২টি (খ) ৫টি (গ) ৮টি (ঘ) ১০টি ২। দশমিক ৫ এর বাইনারি মান কত? (ক) ১১ (খ)১০১ (গ) ১১১ (ঘ) ১১০ ৩। কম্পিউটার তার আভ্যন্তরিন কাজ করে কোন সংখ্যা পদ্ধতিতে? (ক) দশমিক (খ) বাইনারি (ঘ) অক্টাল (ঘ) হেক্সাডেসিমেল। ৪।বাইনারি সংখ্যা ১১১ এর দশমিক মান কত? (ক)৭ (খ) ৯ (গ) ১১ (ঘ) ১২ ৫। AB কোন সংখ্যা পদ্ধতি? (ক)দশমিক (খ) বাইনারি (ঘ) অক্টাল (ঘ) হেক্সাডেসিমেল।
বাড়ির কাজঃ • বাইনারি ও দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার • করে ,দুইটি করে সংখ্যা গঠন কর। লাভলী ভিলা