170 likes | 257 Views
স্বাগতম. আমানুর রহমান আমান সহকারি শিক্ষক , রাজগঞ্জ উনিয়ন উচ্চ বিদ্যালয় , বেগমগঞ্জ , নোয়াখালি ।. নবম – শ্রেণি বিষয় – হিসাব বিজ্ঞান সময় – ৩৫ মিনিট ।. হিসাবরক্ষন পদ্ধতির সঠিক উপায় কি তা বলতে পারবে। হিসাবরক্ষন পদ্ধতির বৈশিষ্ট ্য উল্লেখ করতে পারবে।
E N D
আমানুররহমানআমানসহকারিশিক্ষক,রাজগঞ্জউনিয়নউচ্চবিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালি।
নবম – শ্রেণিবিষয় – হিসাববিজ্ঞানসময় – ৩৫ মিনিট।
হিসাবরক্ষনপদ্ধতিরসঠিকউপায়কিতা বলতে পারবে। হিসাবরক্ষনপদ্ধতিরবৈশিষ্ট্য উল্লেখকরতে পারবে। হিসাবরক্ষনপদ্ধতিরসুবিধাব্যাখ্যা করতে পারবে। শিখনফল-
এখানে কি দেখা যাচ্ছে একজন মহিলা বাচ্চাদের জামা দোকানে বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছে। ২ টা পক্ষ তা হলে এখানে কয়টা পক্ষ হল মহিলা তার হিসাব সঠিক ভাবে রাখাবে কোন পদ্ধতিতে- দুতরফাদাখিলা পদ্ধতিতে
আজকের পাঠ অধ্যায়-তৃতীয় দুতরফাদাখিলাপদ্দতি
একপক্ষ - গ্রতীতা অপরপক্ষ - দাতা হিসাবরাখারসঠিকপদ্ধতি!
উপস্হাপন প্রতিটিলেনদেনে ‘দাতা’ এবং ‘গ্রহীতা’ দুটিপক্ষথাকবে। • গ্রহীতাহিসাব ‘ডেবিট’ এবং ‘দাতা’ হিসাব ‘ক্রেডিট’ হবে। • লেনদেনেরমোটডেবিটটাকাসবসময়ক্রেডিটটাকারসমানহবে। • দুতরফাদাখিলাপদ্ধতিরপ্রধানহিসাববইয়েরনাম “জাবেদা” বই-যাহাহিসাবরাখারপ্রাথমিকবই, • এবংঅপরটিহল “খতিয়ান” বই- যাহাহিসাবেরপাকাবই।
বিবরণ:-প্রতিটি লেনদেনের সাথে জড়িত দুটি পক্ষকে বিষ্লেসন একপক্ষকে ডেবিট এবং অপর পক্ষকে ক্রাডট নিণয় করাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে.
পরিপূণর্ণহিসাব, গানিতিকনির্ভূলতা, লাভ-লোকসাননিরুপন, আর্থিকঅবস্হাজানাএবংদেনা-পাওারহিসাবজানাযায়।
সকলহিসাবএকইখাতায়লিখেৃব্যবসায় লাভ-লোকসান না বুঝে এখন ফকির হয়ে গেছি!
মূল্যায়ন ভালোকরেপড়-একজনব্যবসায়ী ৩০০০ টাকাদিয়েতারদোকানেরজন্যএকটিপাখাক্রয়করেন। দলীয় কাজ ক)এখানে ব্যবসায়ীর কয়টি অবস্হার পরিবরতন হল? খ) পাখা ক্রয় করে সে কি সুবিধা গ্রহণ করেছে এবং কি সুবিধা প্রধান করেছে?
একক কাজ খাতায় লিখ- দুতরফাদাখিলাপদ্ধতিতে হিসাব না রাখলে বছর শেষে তিনি আয়-ব্যয়ের সঠিক হিসাব কেন রাখতে পারবেন না- তার যুক্তি দাও।
বাড়ির কাজ ক) হিসাব রাখার আধুনিক পদ্ধতির নাম লিখ। খ)হিসাবের প্রথমিক বই এবং পাকা বইয়ের নাম কি কি, তা লিখ । গ) ‘ব্যবসায় লাভ-লোকসান বুঝার জন্য একমাত্র পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি’ – তোমার যুক্তি দও।
ধন্যবাদ amanurrahman.tp@gmail.com