290 likes | 453 Views
শুভেচ্ছা. শিক্ষক পরিচিতি. মো: আমির হোসাইন সহকারী শিক্ষক (কম্পিউটার) আল- গাজ্জালী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা দারুলহুদা, ভান্ডারিয়া, পিরোজপুর।. পাঠ পরিচিতি. শ্রেণি : নবম বিষয় : বাংলা প্রথম পত্র(গদ্য) সময় : ৪০ মিনিট।. বিদায় হজ্ব. শিখনফল. এই পাঠ শেষে শিক্ষার্থীরা –
E N D
শিক্ষক পরিচিতি মো: আমির হোসাইন সহকারী শিক্ষক (কম্পিউটার) আল- গাজ্জালী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা দারুলহুদা, ভান্ডারিয়া, পিরোজপুর।
পাঠ পরিচিতি শ্রেণি:নবম বিষয়:বাংলা প্রথম পত্র(গদ্য) সময়:৪০ মিনিট।
শিখনফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা – ১। বিদায় হজ্বের সংজ্ঞা দিতে পারবে । ২। লেখকের পরিচয় বর্ণনা করতে পারবে। ৩। 3। ৩। বিদায় হজ্বের ভাষণ উল্লেখ করতে পারবে । ৪। প্রবন্ধটির নাম বিদায় হজ্ব রাখার সার্থকতা বিশ্লেষন করতে পারবে।
লেখক পরিচিতি । মৃত্যু তাং১৯৬৮ সাল জন্ম তাং 1868 সাল মোহাম্মদ আকরম খাঁ উল্লেখযোগ্য গ্রন্থসমূহ : মোস্তফা চরিত,সমাজ ও সমাধান,মোছলেম বাংলা সাহিত্যের ইতিহাস।
নতুন শব্দসমূহ ভাই,সহদর( রহিম এবং করিম দুই ভ্রাতা ) ভ্রাতা সাদা বর্ণের, (আমার একটি শ্বেত বক আছে শ্বেত দুটি পাহাড়ের নাম (হজ্বে সাফা ও মারওয়া দুই পাহাড়ের মাঝে সায়ী করতে হয়) সাফা মারওয়া
উষ্ট্রের পিঠে চড়ে রাসুল (স:) এর হজ্ব যাত্রা রাসুলের সাথে প্রায় দুই লক্ষ মুছলমানের হজ্ব যাত্রা হজ্বের উদ্দেশ্যে ইহরামের পোশাক পরিধান লক্ষ লক্ষ মুছলমান হজ্ব আদায় করছে
হজ্ব আদায়কারী মুছলমানগন হেরেম শরীফে অবস্থান করছে হজ্ব আদায়কারী মুছলমানগন আরাফা ময়দানে অবস্থান করছে
একক কাজ ১। বিদায় হজ্ব বলতে কী বুঝ? ২। মোহাম্মদ আকরম খাঁ কত সালে জন্মগ্রহন করেন?
নিরবপাঠ পৃষ্ঠা নম্বর ৯৭
এখানে দাঁড়িয়ে মহানবী (সঃ) ভাষণ দিয়েছিলেন ধনী-গরীব, রাজা-প্রজা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নামায আদায় করছে আরাফা ময়দান এখানে দাঁড়িয়ে মহানবী (সঃ) বিদায় হজ্বের ভাষণ দিয়েছিলেন
জোড়ায় কাজ ১।আরাফা কিসের নাম এবং সেখানে দাঁড়িয়ে মহানবি (স:) কী করেছিলেন? ২।রাসুল (স:) এর উক্তি সকল মানুষ একই আদমের সন্তান কথাটির তাৎপর্য সংক্ষেপে বিশ্লেষন কর ।
আরাফা ময়দানে সমবেত হাজীগন হজ্বের ভিতরে আল্লাহর কাছে প্রার্থনা হজ্ব শেষে আল্লাহর কাছে প্রার্থনা সবশেষে কোরবানী করা হচ্ছে
দলীয় কাজ ১। অত্র প্রবন্ধের নাম বিদায় হজ্ব রাখাটা সার্থক হয়েছে কিনা যুক্তিসহ আলোচনা কর।
দলীয় কাজের উত্তর মিলিয়ে নাও এই হজ্ব ছিল মহানবি (স:) এর জীবনের শেষ হজ্ব । এর পর তিনি আর কোন হজ্ব করেননি কারন পরবর্তী হজ্ব আসার পুর্বেই তিনি মারা যান। এটা তার জীবনের শেষ হজ্ব ছিলো বিধায় এটাকে বিধায় হজ্ব নামে নামকরণ করা হয়েছে।অতএব উক্ত প্রবন্ধের নাম বিদায় হজ্ব রাখাটা সার্থক হয়েছে ।
মূল্যায়ন ১।বিদায় হজ্ব প্রবন্ধের লেখক কে? ২। মহানবি (স:)তার বিদায় হজ্বের ভাষনে যে চারটি কথা বিশেষ করে স্মরণ রাখতে বলেছেন সেগুলো উল্লেখ কর। ৩।বিদায় হজ্বের সার্থকতা সংক্ষেপে বল।
বাড়ির কাজ হজ্ব হচ্ছে মুসলমানদের বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু এর স্বপক্ষে তোমার যুক্তি দাও।
শ্বেত সাদা বর্নের ( আমার একট শ্বেত খরগোশ আছে) সাফা মারওয়া দুটি পাহারের নাম (হজ্বে সাফা ও মারওয়া দুই পাহারের মাঝে সায়ী করতে হয়)