160 likes | 345 Views
প্রিয় ছাত্র-ছাত্রী তোমাদেরকে শুভেচ্ছা।. পরিচিতি. মোঃ আব্দুল মোত্তালেব আই,ডি নং-০৩ কম্পিউটার শিক্ষক হেলকুন্ডা উচ্চ বিদ্যালয় জয়পুরহাট সদর।. নবম শ্রেনী বিষয়ঃ ইতিহাস অধ্যায়- ০২ তাং ১৪-০৫-২০১২ ইং. শিখন ফল. মহ ৎ ব্যক্তির ভুমিকা সর্ম্পকে বলতে পারবে।
E N D
প্রিয় ছাত্র-ছাত্রী তোমাদেরকে শুভেচ্ছা।
পরিচিতি • মোঃ আব্দুল মোত্তালেব • আই,ডি নং-০৩ • কম্পিউটার শিক্ষক • হেলকুন্ডা উচ্চ বিদ্যালয় • জয়পুরহাট সদর। • নবম শ্রেনী • বিষয়ঃ ইতিহাস • অধ্যায়- ০২ • তাং ১৪-০৫-২০১২ ইং
শিখন ফল • মহৎ ব্যক্তির ভুমিকা সর্ম্পকে বলতে পারবে। • দানশীল ব্যক্তি সর্ম্পকে বলতে পারবে।
পাঠের শিরোনামঃ হাজী মুহাম্মদ মহসীন
জন্মঃ ১৭৩২ সাল সৎ কর্তব্য পরায়ন,পরোপকারী,দানশীল। দানশীলতার জন্য তিনি দানবীর ও বাংলার হাতেম তাই নামে পরিচিত। তাঁর অন্যতম নির্দশন হল ইমাম বাড়া। শিক্ষা বিস্তারঃ ১৮০৬ সালে কলকাতায় ১ লক্ষ ৫৬ হাজার টাকার মূল্যে একটি মহসীন ট্রাষ্ট গঠন করেন।
স মুসলমানদের শিক্ষার জন্য হুগলী কলেজ ও হুগলী মাদ্রাসাস্থাপন করেন। ১৮১২ সালে তিনি মৃত্যু বরন করেন।
একক কাজঃ হাজী মুহাম্মদ মহসীন কী নামে পরিচিত?
সমাধান • হাজী মুহাম্মদ মহসীন তার দানশীলতার জন্য দানবীর ও বাংলার হাতেম তাই নামে পরিচিত।
জোড়ায় কাজ হাজী মুহাম্মদ মহসীনের পরিচয় দাও।
সমাধান • হাজী মুহাম্মদ মহসীন ১৭৩২ সালে হুগলী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি একজন সৎ ধর্মপরায়ন, কর্তব্যপরায়ন ও পরোপকারী ব্যক্তি । এই দানশীল এবং পরোপকারী ব্যক্তি ১৮১২ সালে ইন্তেকাল করেন।
মূল্যায়ন • শিক্ষা বিস্তারে হাজী মুহাম্মদ মহসীনের পদক্ষেপগুলো কি কি?
বাড়ীর কাজ • হাজী মুহাম্মদ মহসীন অসাম্প্রদায়িক ছিলেন উক্তিটি বিশ্লেষন কর।