150 likes | 291 Views
ফুলে ল শুভেচ্ছা. নাজমুন নাহার রিবু সহকারী শিক্ষক ( কম্পিউটার) বাউফল আদর্শ বালিকা বিদ্যালয় বাউফল, পটুয়াখালী।. পাঠ পরিচিতি. শ্রেণি : নবম বিষয় : কম্পিউটার শিক্ষা অধ্যায় : দ্বিতীয় সময় : ৪০ মিনিট. কম্পিউটারের রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবহার. শিখন ফল.
E N D
নাজমুন নাহার রিবু সহকারী শিক্ষক ( কম্পিউটার) বাউফল আদর্শ বালিকা বিদ্যালয় বাউফল, পটুয়াখালী।
পাঠপরিচিতি শ্রেণি: নবম বিষয়: কম্পিউটার শিক্ষা অধ্যায় : দ্বিতীয় সময়: ৪০ মিনিট
কম্পিউটারের রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবহার
শিখনফল • কম্পিউটার কক্ষের ভৌত পরিবেশের পরিচয় দিতে পারবে। • কম্পিউটার কক্ষেরপরিবেশ রক্ষার উপায় বর্ণনা করতে পারবে।
একক কাজ কম্পিউটার কক্ষের পরিবেশ কেমন হত্তয়া উচিৎ।
পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন
জোড়ায় কাজ • কম্পিউটার কক্ষ অপরিচ্ছন্ন হলে কী কী সমস্যা হতে পারে?
দলীয় কাজ কম্পিউটার কক্ষের পরিবেশ রক্ষার উপায় বর্ণনা কর।
উত্তর মিলিয়ে নাও কম্পিউটার কক্ষের দরজা ও জানালায় মোটা কাপড়ের পর্দা ব্যবহার করতে হবে । কম্পিউটার কক্ষে পাদুকাসহ প্রবেশ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে । কম্পিউটার কক্ষের মেঝেতে প্লাস্টিক কার্পেট ব্যবহার করা ভালো । এতে প্রতিদিন কম্পিউটার কক্ষের মেঝে সহজে মোছা যায় ।
মূল্যায়ন কম্পিউটার কক্ষের ভৌত পরিবেশ কেমন হওয়া উচিত ?
বাড়ির কাজ একটি কম্পিউটার একেঁ এর বিভিন্ন অংশ চিহ্নিত কর।