190 likes | 401 Views
শুভেচ্ছা স্বাগতম. পরিচিতি পর্ব. শিক্ষক পরিচিতি. সুপদ কুমার সানা সহকারী শিক্ষক(গণিত) ইউনাইটেড একাডেমি,প্রতাপনগর। আশাশুনি,সাতক্ষীরা। মোবাঃ০১৭২৪৭৮৮৯৭৩. পাঠ পরিচিতি. শ্রেণিঃনবম বিষয়ঃ রসায়ন অধ্যায়ঃচতুর্থ সময়ঃ৫০ মিনিট. টেবিলটি লক্ষ্য কর. মৌল গুলো এলোমেলো ভাবে সাজান.
E N D
পরিচিতি পর্ব শিক্ষক পরিচিতি সুপদকুমার সানা সহকারী শিক্ষক(গণিত) ইউনাইটেড একাডেমি,প্রতাপনগর। আশাশুনি,সাতক্ষীরা। মোবাঃ০১৭২৪৭৮৮৯৭৩ পাঠ পরিচিতি শ্রেণিঃনবম বিষয়ঃ রসায়ন অধ্যায়ঃচতুর্থ সময়ঃ৫০ মিনিট
টেবিলটি লক্ষ্য কর মৌল গুলো এলোমেলো ভাবে সাজান
টেবিলে মৌল গুলো পর্যায়ক্রমে সাজান।
শিখনফল • এই পাঠ শেষে শিক্ষার্থীরা….. • 1।পর্যায় সারণির গ্রুপ বা শ্রেণি কি তা বলতে পারবে। • ২। পর্যায় সারণি বিকাশের পটভুমি বর্ণনা • করতে পারবে। • ৩।পর্যায় সারণির বৈশিষ্ট বর্ননা করতে পারবে।
চিত্রটি লক্ষ্য কর ল্যাভয়সিয়ে ১৭৮৯ সালে সর্বপ্রথম ভৌত অবস্থার উপর ভিত্তি করে মৌলসমুহকে তিন শ্রেণিতে বিভক্ত করেন। ল্যাভয়সিয়ে
চিত্রটি লক্ষ্য কর ১৮৬৯ সালে রুশ বিজ্ঞানী মেন্ডেলিফ এবং জার্মান বিজ্ঞানী লুথার মেয়র পৃথক পৃথকভাবে একই ধর্মবিশিষ্ট বিভিন্ন মৌলকে সমশ্রেণিভুক্ত করার প্রায়াসে মৌলসমুহের একটি তালিকা প্রকাশ করেন । যা রসায়নে “পর্যায় সারণি” নামে খ্যাত। মেন্ডেলিফ
পর্যায় সারণি হল-শতবর্ষ ধরে সংগৃহীত বিভিন্ন রাসায়নিক ধারনার এক অবিস্মরণীয় প্রতিফলন।
গ্রুপ পর্যায়
পর্যায় সারণির বৈশিষ্টঃ ১।পর্যায় সারণিতে ৭টি পর্যায় ও ১৮ টি গ্রুপ বা শ্রেণি বিদ্যমান।
১ নং গ্রুপ- ক্ষার ধাতু(মনে রাখার উপায়) H Li Na K Rb Cs Fr
H Li Na K Rb Cs Fr
2নং গ্রুপঃমৃৎ ক্ষার ধাতু (মনে রাখার উপায়) Be Mg Ca Sr Ba Ra
পর্যায় সারণির ১নং পর্যায়ে ২টি মৌল,২ ও ৩নং পর্যায়ে ৮টি মৌল,৪নংও ৫নংপর্যায়ে ১৮টি করে এবং৬নং ও৭নং পর্যায়ে ৩২টি করে মৌল বিদ্যমান। • গ্রুপ ৩নং থেকে ১২নং পর্যন্ত মৌল গুলোকে অবস্তান্তর মৌল বলে। • ২০১২ সাল পর্যন্ত সর্বমোট১১৮টি মৌল শনাক্ত করা হয়েছে,এর মধ্যে১১৪টি মৌলকে স্বীকৃতি দিয়েছে IUPAC.
দলীয় কাজঃ পর্যায় সারণি বিকাশের পটভুমি বর্ণনা কর। পর্যায় সারণির (৪,৫,৬)নং পর্যায়ে কয়টি করে মৌল বিদ্যমান লিখ।
মূল্যায়ন • ২০১২ সাল পর্যন্ত কতটি মৌল বিস্কৃত হয়েছে। পর্যায় সারণিতে কয়টি পর্যায় বিদ্যমান। • পর্যায় সারণিতে কয়টি পর্যায় বিদ্যমান • পর্যায় সারণির পর্যায় ও শ্রেণির মধ্যে পার্থক্য নির্দেশ কর।
বাড়ীর কাজঃ • পর্যায় সারণি এঁকে শুধুমাত্র ১নং ও ২ নং গ্রুপের মৌলগুলো নির্দেশ কর।