310 likes | 1.06k Views
স্বাগতম. এ,টি,এম, শরীফুল ইসলাম সহকারী শিক্ষক জামালপুর আর,এম,বিদ্যালয় কালিগঞ্জ, গাজীপুর। মোবাইলঃ ০১৭৪৫০১৪৭৬৮ E-mail : mshariful 0076 @gmail.com. শ্রেণিঃ নবম-দশম বিষয়ঃ জীববিজ্ঞান অধ্যায়ঃ ৯ দৃঢ়তা প্রদান ও চলন. অস্থি. শিখন ফল. এ পাঠ শেষে শিক্ষার্থীরা
E N D
এ,টি,এম, শরীফুল ইসলাম সহকারী শিক্ষক জামালপুর আর,এম,বিদ্যালয় কালিগঞ্জ, গাজীপুর। মোবাইলঃ ০১৭৪৫০১৪৭৬৮ E-mail: mshariful0076@gmail.com শ্রেণিঃ নবম-দশম বিষয়ঃ জীববিজ্ঞান অধ্যায়ঃ ৯ দৃঢ়তা প্রদান ও চলন
শিখন ফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা কঙ্কাল সম্পর্কে জানতে ও বলতে পারবে। কঙ্কাল তন্ত্রের বিভিন্ন অংশ চিহ্নিত করে বিশ্লেষণ করতে পারবে। কঙ্কালের বিভিন্ন চিত্রের গঠন বর্ণনা করতে পারবে।
ছবি গুলি দেখি ভিডিওটি দেখি
কঙ্কালের পরিচয় মানুষের দেহে মোট ২০৬ খানা হাড় রয়েছে। সব গুলো হাড় একই রকম নয়। মানব দেহের সবছেয়ে বড় অস্থির নাম ফিমার এবং ছোট অস্থির নাম স্টেপ।
মাথার খুলি বাকরোটি উর্ধানঙ্গ দেহ কান্ড বক্ষপিঞ্জর নিন্মাঙ্গ
করোটি বাইরের আঘাত থেকে মস্তিস্ককে রক্ষা করে। মেরুদন্ডে ৩৩ খানা অস্থি রয়েছে। মেরুদন্ড দেহ কে সোজা রাখে এবং মস্তিস্কের ভার বহন করে।
বক্ষপিঞ্জর দেখতে খাঁচার মত। ইহা ১২ জোড়া অস্থি নিয়ে গঠিত। বক্ষপিঞ্জর হৃৎপিন্ড ও ফুসফুস কে রক্ষা করে।
উর্ধাঙ্গ ৬৪ টি অস্থি নিয়ে গঠিত। নিন্মাঙ্গ ৬২ টি অস্থি নিয়ে গঠিত।
সচল অস্থির সন্ধি গুলো প্রয়োজন মত নড়াচড়া করতে পারে। হাতের কব্জি অচল অস্থির সন্ধি গুলো প্রয়োজন মত নড়াচড়া করতে পারে না। মাথার খুলি
তরুনাস্থি স্পঞ্জি মজ্জা বহিরাবরণ
কঙ্কাল দেহের কাঠামোকে ঠিক রাখে। • চলা ফেরা ও নড়াচড়ায় সাহায্য করে। কঙ্কালের কাজ • দেহের ভার বহন করে।
বাইরের আঘাত থেকে গুরুত্বপুর্ণ অঙ্গ-হৃদপিন্ড, ফুসফুস, ইত্যাদি ঢেকে রাখে। কঙ্কালের কাজ • পেশি আটকে থাকার তল সৃষ্টি করে। • দেহের ভার বহন করে।
দলীয় কাজ একটি হাড়ের চিহ্নিত চিত্র অংকন করে এর কাজ গুলি লিখ।
মূল্যায়ন ১। কঙ্কাল কী ? ২। মানুষের দেহে কঙ্কালের সংখ্যা কত? ৩। উর্ধাঙ্গে হাড়ের সংখ্যা কত ?
বাড়ির কাজ “দেহকাঠামো গঠনে কঙ্কালের গুরুত্ব বিশ্লেষণ কর”।
ধন্যবাদ এ,টি,এম, শারীফুল ইসলাম সহকারী শিক্ষক জামালপুর আর,এম, বিদ্যাপীঠ