340 likes | 947 Views
শ্বসন তন্ত্র সপ্তম শ্রেণি, শ্বসন তন্ত্র সপ্তম শ্রেণি, শ্বসন তন্ত্র নবম শ্রেণি
E N D
পরিচিতি নাসিরআহমেদ ৭ম –শ্রেণী বিজ্ঞান অধ্যায়-৪র্থ অধ্যায়
শিখনফল ১।শ্বসন তন্ত্রের বিভিন্ন অংশের নাম বলতে পারবে। ২।শ্বসন তন্ত্রের চিহ্নিতচিত্র আঁকতে পারবে। ৩।এলভিওলাসের কাজ ব্যাখ্যা করতে পারবে। ৪। শ্বসনে ডায়াফ্রামের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে।
শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ নাসাপথ ব্রংকাস গলবিল স্বরযন্ত্র ফুসফুস শ্বাসনালী মধ্যচ্ছদা
নাসাপথ নাসাপথ নাসাপথ নাসাপথ সম্মুখে নাসিকাছিদ্র ও পশ্চাতে গলবিল পর্জন্ত বিস্তৃত আমাদের শ্বাস প্রশ্বাসের সময় বায়ূতে বিদ্যমান ধূলিকনা, রোগজীবানু, ও আবর্জনা নাসাপথের পর্দায় আটকে যায়।
গলবিল নাসাপথের পশ্চাদ্ ভাগ থেকে স্বরযন্ত্র পর্যন্ত বিস্তৃত গলবিল এর পশ্চাদ ভাগে অবস্থিত সাব-টাং খাদ্যকে নাসিকা পথে বাইরে বের হয়ে আসতে বাধা দেয়।
স্বরযন্ত্র গলবিলের নিচে অবস্থিত। স্বরযন্ত্রের দুইপাশে দুটি পেশী থাকে, এগুলো ভোকাল কর্ড (vocal chord) নামে পরিচিত। স্বরযন্ত্রের উপরে এপিগ্লটিস থাকে যা খাদ্যকে শ্বাস নালীতে যাওয়া রোধ করে। স্বরযন্ত্র
শ্বাস নালী খাদ্য নালীর সম্মুখে অবস্থিত একটি ফাঁপা নল স্বরযন্ত্র শ্বাস নালী এর অর্ন্তগাত্রের ঝিল্লি মিউকাসের সাথে অপ্রয়োজনীয় বস্তু বাইরে বের করে দেয়
ব্রংকাস ও ফুসফুস ব্রংকাস ব্রংকাস ব্রংকাস শ্বাসনালী যখন শাখায় বিভক্ত হয়ে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে তখন তাদেরকে ব্রংকাই বলে। ব্রংকিওল ব্রংকিওল ফুসফুস ফুসফুস শ্বসনতন্ত্রের প্রধান অংশ। ফুসফুসে কৈশিক নালীকা দ্বারা পরিবেষ্টিত এলভিওলাস নামক বায়ুথলি অবস্থিত।
ব্রংকাস ও ফুসফুস ব্রংকাস ব্রংকাস শ্বাসনালী যখন শাখায় বিভক্ত হয়ে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে তখন তাদেরকে ব্রংকাই বলে। ব্রংকাস ব্রংকিওল ব্রংকিওল ফুসফুস ফুসফুস শ্বসনতন্ত্রের প্রধান অংশ। ফুসফুসে কৈশিক নালীকা দ্বারা পরিবেষ্টিত এলভিওলাস নামক বায়ুথলি অবস্থিত।
এলভিউলাস এলভিওলাস এর ভিতর গ্যাসীয় আদান প্রদান ঘটে
ডায়াফ্রাম সংকুচিত ও প্রসারিত হয়ে শ্বাসন ক্রিয়া নিয়ন্ত্রন করে। ডায়াফ্রাম
শ্বাসক্রিয়া প্রশ্বাস নিশ্বাস মধ্যচ্ছদা সংকুচিত হচ্ছে মধ্যচ্ছদা প্রসারিত হচ্ছে গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে শ্বাসক্রিয়া সম্পন্ন হয়।
দলগত কাজ মধ্যচ্ছদা কিভাবে শ্বসনে ভূমিকা পালন করে-বর্ণনা কর।
মূল্যায়ণ ১। শ্বসনতন্ত্রের প্রধান অংশগুলির নাম বল। ২। ভোকাল কর্ড কী? ৩।গ্যাসীয় বিনিময় কোথায় হয়? ৪।এলভিওলাস এর কাজ কী?
বাড়ির কাজ • শ্বসন তন্ত্রের চিহ্নিত চিত্র আঁক