230 likes | 443 Views
বিস্মিল্লাহির রাহ্মানির রাহিম. Bismillahir rahmanir Rahim. আস্সালামু আলাইকুম. Assalamu alaikum. সবাইকে শুভেচ্ছা. পরিচিতি. বিষয়ঃ সামাজিক বিজ্ঞান / ভূগোল/পদার্থ আধ্যায়ঃ তৃতীয় সময়ঃ ৪০ মিনিট. উপস্থাপনায়ঃ মোঃ ইসমাইল হোসেন হিমু সহকারী শিক্ষক. চিত্রে তোমরা কী দেখতে পাচ্ছ ?.
E N D
বিস্মিল্লাহির রাহ্মানির রাহিম BismillahirrahmanirRahim আস্সালামু আলাইকুম Assalamualaikum
পরিচিতি • বিষয়ঃ সামাজিক বিজ্ঞান/ভূগোল/পদার্থ • আধ্যায়ঃ তৃতীয় • সময়ঃ ৪০ মিনিট উপস্থাপনায়ঃ মোঃ ইসমাইল হোসেন হিমু সহকারী শিক্ষক
চিত্রে তোমরা কী দেখতে পাচ্ছ ?
শিখনফলএই পাঠ শেষে • শিক্ষাথীরা সৌরজগত কী তা বলতে পারবে । • গ্রহগুলোর নাম বলতে পারবে । • পৃথিবী সম্পর্কে বলতে পারবে ।
আজকের পাঠের বিষয়। সৌরজগত
Vidio-1 Vidio-2 Vidio-3
১।সূর্য একটি নক্ষএ। এটি হলুদ বণের। এর ব্যাস ১৩লক্ষ ৮৪হাজার কিলোমিটার । ২।বুধ সৌরজগৎ এর ক্ষুদ্রতমগ্রহ।এটি সূয থেকে দূরত্ব৫,৮কোটিকিলোমিটার;এর ব্যাস ৪,৮৫০ কি, মি। ৩।বৃহস্পতি সৌরজগতের সবচেয় বড় গ্রহ বলে একে গ্রহ রাজ বলা হয়। আয়তনে পৃথিবীর চেয়ে ১,৩০০ গুন বড়। ৪।শনি সৌরজগতের ২য় বৃহতম গ্রহ ।এর ব্যাস১,২০,০০০ কি,মি।শনি গ্রহের আয়তন পৃথিবীর প্রায় ৭৬০ গুন বড় । ৫।পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ।সূর্য থেকে এর গড় দূরত্ত ১৫ কোটি কি,মি।এর ব্যাস প্রায়১২,৬৬৭ কি ,মি। ৬।সূর্যের নবম গ্রহ ।সূর্য থেকে এর দূরত্ত৫৯২ কোটি কি,মি। এর ব্যাস ৪৮,৪০০।
একক কাজ • সৌরজগতের কয়টি গ্রহ? • দলীয় কাজঃ • পৃথিবীকে একটি আদর্শ গ্রহ বলা হয় কেন ? • সমাধান • সৌরজগতের গ্রহ নয়টি। • পৃথিবীএকমাত্র গ্রহ যার বায়ুমন্ডলে প্রয়োজনীয় অক্সিজেন,নাইট্রজেন ও তাপমাত্রা রয়েছে যা উদ্ভিদ জীবজন্ত বসবাসের উপযোগীবলে পৃথিবীকে আদর্শ গ্রহ বলা হয়।
মূল্যায়ন ১।সৌরজগত কাকে বলে? এর কয়টি গ্রহ ? গ্রহগুলোর চিত্রের আলোকে বিশ্লেষন দাও ।
বাড়ির কাজ সৌরজগতের চিত্র অংকন কর ও গ্রহগুলোর অবস্থান বর্ণনা কর ?