150 likes | 524 Views
স্বাগতম. কাকের ছবি. ক্ষেতের ছবি. এগুলো কিসের ছবি তোমরা কি বলতে পারবে?. প্রজাপতি. দেশের ছবি. ‘ দেশ ’ জসীম উদ্দীন. শিখনফল. এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি জসীম উদ্দীন এর সংক্ষিপ্ত পরিচিতি বলতে পারবে। কবিতাটি সঠিকভাবে উচ্চারণ করে পাঠ করতে পারবে।
E N D
কাকের ছবি ক্ষেতের ছবি এগুলো কিসের ছবি তোমরা কি বলতে পারবে? প্রজাপতি দেশের ছবি
‘দেশ’ জসীমউদ্দীন
শিখনফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা • কবি জসীমউদ্দীনএর সংক্ষিপ্ত পরিচিতি বলতে পারবে। • কবিতাটি সঠিকভাবে উচ্চারণ করে পাঠ করতে পারবে। • নায়, কেশ, আল, বন ইত্যাদির শব্দার্থ ও বাক্যরচনা করতে পারবে । • গ্রামবাংলার সহজ সরল মানুষের জীবনাচরণ ব্যাখ্যা করতে পারবে। • পল্লীবাংলার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করতে পারবে ।
জন্মঃ ১৯০৩ সালে ১লা জানুয়ারি মৃত্যুঃ ১৯৭৬সালে ১৩মার্চ কবি পরিচিতি পুরষ্কারঃ একুশে পদক পেশাঃ অধ্যাপনা জসীমউদ্দীন উপন্যাসঃ রঙিলা নায়ের মাঝি, বোবা কাহিনী কাব্য গ্রন্থঃ রাখালী, বালুচর, মাটির কান্না
শব্দার্থ লিখ- নায় নৌকায় কেশ চুল আলা আলো বন জঙ্গল
বাক্য গঠন সবুজ আমার একটি সবুজ কলম আছে নদী আমরা নদীতে গোসল করি জল - জলের আরেক নাম জীবন সাদাবক সাদা বক দেখতে সুন্দর
খেতের পরে খেত চলেছে, খেতের নাহি শেষ সবুজ হাওয়ায় দুলছে ও কার এলো মাথার কেশ। সেই কেশেতে গয়না পরায় প্রজাপতির ঝাঁক, চঞ্চুতে জল ছিটায় সেথা কালো কালো কাক।
সাদা সাদা বক কনেরা রচে সেথায় মালা শরৎকালের শিশির সেথা জ্বালায় মানিক আলা তারি মায়ায় থোকা থোকা দোলে ধানের ছড়া মার আঁচলের পরশ যেন সকল অভাব-হরা
দলীয় কাজ গ্রুপঃ ক+গ • “গ্রামবাংলার সহজ সরল মানুষের জীবনাচরণ ব্যাখ্যা কর”। গ্রুপঃ খ+ঘ • “পল্লী বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা কর ”।
মূল্যায়ন কবি কত সালে জন্ম গ্রহণ করেন? কবিতায় উল্লেখকৃত চারটি পাখির নাম বল? দেশ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
বাড়ির কাজ ‘দেশ’ কবিতায় কবি প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা দেশের প্রতি মমত্ববোধের যে পরিচয় তুলে ধরেছেন-তা ব্যাখ্যা কর।