150 likes | 319 Views
স্বাগতম. পরিচিতি. শিক্ষক মোঃহাসিবুল হাসান সহকারী শিক্ষক টেংগরপারা উচ্চ বিদ্যালয় শ্রীবরদী,শেরপুর । আই ডি-১৪. পাঠ বিষয়-কৃষিশিক্ষা শ্রেনি-নবম অধ্যায়- দ্বিতীয় পরিচছদ- দ্বিতীয় সময়-৫০মিনিট তারিখ-০৫/০৬/২০১৪. মাছের পুকুর. শিখনফল. ১। নতুন পুকুর খনন,পার ওতলদেশ মেরামত সম্পর্কে বলতে পারবে।
E N D
পরিচিতি শিক্ষক মোঃহাসিবুল হাসান সহকারী শিক্ষক টেংগরপারা উচ্চ বিদ্যালয় শ্রীবরদী,শেরপুর। আই ডি-১৪ পাঠ বিষয়-কৃষিশিক্ষা শ্রেনি-নবম অধ্যায়- দ্বিতীয় পরিচছদ- দ্বিতীয় সময়-৫০মিনিট তারিখ-০৫/০৬/২০১৪
শিখনফল ১।নতুন পুকুর খনন,পার ওতলদেশ মেরামত সম্পর্কে বলতে পারবে। ২।একটি আদর্শ পুকুরের পানির গুনাগুন বর্ণনা করতে পারবে। ৩।মাছ চাষের উপযোগীকরন প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে পারবে। ৪।পানিতে প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করতে পারবে।
পাড় পাড় বার্ম[বকচর উপরিতলের দৈর্ঘ উচ্চতা/গভীরতা তলার দৈর্ঘ
পানির গুণাগুন কে দুই ভাগে ভাগ করা যায়- ১।ভৌত গুণাগুন ও ২।রাসায়নিক গুণাগুন।
দলিয় কাজ • ১।রাক্ষুসে বা অচাষযোগ্য মাছ গুলির নাম লিখ। • ২।পুকুরে মাছের পোনা ছারার পদধতি বর্ণনা কর।
মূল্যায়ন ১।মাছ চাষের জন্য পুকুরের পানিরphবা নিরপেক্ষ মাএা কত ? ২।মিশ্র মাছ চাষে একটি পুকুরে কি কি মাছ ছাড়া যায়? ৩।একটি পুকুরে অক্সিজেনের অভাব হলে মাছের উপর কী প্রভাব পড়ে?
বাড়ির কাজ • একটি আর্দশ পুকুরের বৈশিষট্য সমূহ বর্ণনা কর ।