170 likes | 1.13k Views
স্বাগতম. শিক্ষকপরিচিতি মোঃ রাজু আহম্মদ প্রভাষক : রসায়ন আশার আলো কলেজ , তুলারামপুর , নড়াইল ।. পাঠ পরিচিতি শ্রেণীঃএকাদশ বিষয়ঃরসায়ন ১ম পত্র পাঠঃ ৬ষ্ঠ অধ্যয় সময়ঃ ৪৫মিঃ তারিখঃ ২২/০৪/২০১৩. শিখন ফল ক। অরবিটাল সংকরায়ন কী তা বলতে পারবে খ। sp 3 সংকরন কী তা লিখতে পারবে ।
E N D
শিক্ষকপরিচিতিমোঃ রাজু আহম্মদপ্রভাষক: রসায়নআশার আলো কলেজ,তুলারামপুর, নড়াইল ।
পাঠ পরিচিতিশ্রেণীঃএকাদশবিষয়ঃরসায়ন ১মপত্র পাঠঃ ৬ষ্ঠ অধ্যয়সময়ঃ ৪৫মিঃতারিখঃ ২২/০৪/২০১৩
শিখন ফল ক। অরবিটাল সংকরায়ন কী তা বলতে পারবে খ। sp3 সংকরন কী তা লিখতে পারবে । গ।sp3 সংকরন প্রক্রিয়ায় CH4 যৌগের গঠন বর্ননা করতে পারবে ঘ।sp3 সংকরন প্রক্রিয়ায় বিভিন্ন যৌগের বন্ধন কোনের মান ব্যাখ্যা করতে পারবে ।
আজকের পাঠ সংকরন
সংকরন • কী ? কোন পরামানুর যোজ্যতা স্তরের বিভিন্ন অরবিটাল সমুহের মিশ্রিত হয়ে সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে অরবিটাল সমুহের সংকরন বলে ।
Sp3 সংকরন • কি ? একটি s অরবিটাল ও একটি ৩টি p অরবিটালের মিশ্রনে ৪টি সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে sp3 সংকরন বলে ।
NH3এর বন্ধন কোন কম কেন? নাইট্রজেন পরামানুর সমশক্তিসম্পন্ন চারটি অরববিটালের মধ্যে একটিতে এক জোড়া ইলেক্ট্রন থাকায় অন্য তিনটি অরবিটালের উপর বিকর্ষণ বেশী থাকায় বন্ধন কোন এর 109.50থেকে কমে 1070হয় ।
CH4যৌগের গঠন উদ্দিপ্ত কার্বন পরমানুর 2s অরবিটালের একটি ইলেক্ট্রন 2p অরবিটালে স্থানান্তরিত হওয়ার ফলে চারটি সমশক্তি সম্পন্ন সংকর অরবিটাল তৈরী করে । এ সমশক্তি অরবিটালসমুহ চারটি হাইড্রজেন পরামানুর 1s অরবিটালের সাথে অধিক্রমন করে CH4 যৌগ গঠন করে ।
H2O এর বন্ধন • কোন NH3এর বন্ধন • কোন অপেক্ষা কম কেন ? sp3 সংকরায়ন প্রক্রিয়ায় গঠিত পানির অনুর কেন্দ্রীয় পরামানুর অক্ইজেন এর দুটি অরবিটালে দুই জুড়া নিঃসংগ ইলেক্ট্রন থাকে যা একক ইলেক্ট্রন বিশিশট অরবিটালের উপর বেশী চাপ প্রয়োগ করে ফলে H2O এর বন্ধন কওন 109.50 থেকে কমে 104.50হয় ।
দলীয় কাজ ক- দলঃ ১. Bcl3এর বন্ধন কোন 1200ব্যাখ্যা কর । খ-দলঃ ১.Becl2এর বন্ধন কোন 1800 ব্যাখ্যা কর ।
মূল্যায়ন ক। মুক্তজোড় ইলেক্ট্রনের প্রভাবে বন্ধন কোন কিরুপ হয় । খ। S অরবিটালের আক্রিতি কিরুপ ।
অনুশীলন মুলক কাজ ক। NH4+আয়নের গঠন প্রক্রিয়া দেখবে । খ। H2 O এর আকৃতি ইংরেজী v এর মত হয় কেন পড়বে ।