150 likes | 275 Views
স্বাগতম. পরিচিতি. দেওয়ান শরিফুল ইসলাম সহকারী শিক্ষক(কম্পিউটার) আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদালয় । পোষ্টঃ-উত্তরগ্রাম উপজেলাঃ-মহাদেবপুর জেলাঃ-নওগাঁপরিচিতি. শ্রেণীঃ- দশম বিষয়ঃ- কম্পিউটার শিক্ষা শিরোনামঃ- কম্পিউটারের প্রয়োগ ও মাল্টিমিডিয়া সময়ঃ- ৪৫ মিনিট তারিখঃ- ১০ /০২/২০১৩ইং.
E N D
পরিচিতি দেওয়ান শরিফুল ইসলাম সহকারী শিক্ষক(কম্পিউটার) আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদালয় । পোষ্টঃ-উত্তরগ্রাম উপজেলাঃ-মহাদেবপুর জেলাঃ-নওগাঁপরিচিতি শ্রেণীঃ- দশম বিষয়ঃ- কম্পিউটার শিক্ষা শিরোনামঃ-কম্পিউটারের প্রয়োগ ও মাল্টিমিডিয়া সময়ঃ- ৪৫ মিনিট তারিখঃ-১০/০২/২০১৩ইং
শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা----------- ১।কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রগুলোর নাম সম্পর্কে বলতে পারবে । ২।ব্যবসায়-বাণিজ্যে কম্পিউটারের ব্যবহার লিখতে পারবে। ৩। ব্যবস্হাপনায় কম্পিউটারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে ।
evsjv‡`‡ki cÖhyw³we`‡`i ˆZwiB‡jKUªwbK †fvwUs †gwkbe¨enviK‡i †`‡k AvRKvj †fvU †`qv Avi †fvUMYbviKvRïi“ n‡q‡Q|
সমাধান: আজকের পাঠের শিরোনাম: কম্পিউটারের প্রয়োগ ওমাল্টিমিডিয়া
কাজঃ-১ কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রগুলোর নাম লিখ । সমাধানঃ কম্পিউটারের ব্যবহারের উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো হলো ঃ ব্যবসায়-বাণিজ্যে শিক্ষা ক্ষেত্রে প্রকাশনায় তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় চিকিৎসা ক্ষেত্রে
কাজঃ২ ব্যবসায়- বানিজ্যেকম্পিউটারের ব্যবহার লিখ । সমাধানঃ-ব্যবসায়- বানিজ্যের ক্ষেত্রে কম্পিউটার যে আধুনিক ধারনাটি নিয়ে এসেছে তার নাম ই-কমার্স । বিভিন্ন ব্যবসায়-প্রতিষ্ঠান ইন্টারনেটে ওয়েবসাইট তৈরির মাধ্যমে পণ্য কেনা বেচা করার প্রক্রিয়াটিকে ই-কমার্স নামে অভিহিত করা হয় ।যেসব ব্যবসায়িক কাজের জন্য কম্পিউটার ব্যবহার হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ক্ষেত্র হলো: ১.বাজেট প্রণয়ন; ২.এয়ার লাইনের টিকেট বুকিং; ৩.কর্মীদের বেতনের হিসাব;৪.প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের বাজেট ও হিসাব প্রণয়ন; ৫.আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ; ৬.পত্র-পত্রিকা প্রকাশ
কাজঃ৩ ব্যবস্থাপনায় কম্পিউপারের গুরুত্ব ব্যাখ্যা কর । সমাধানঃ-যে কোন প্রতিষ্ঠানেই ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ । সুদূর অতীত থেকে ব্যবস্থাপকগণ কায়িক শ্রমের সাহায্যে ব্যবস্থাপনারকাজ করে আসছেন ।কম্পিউটার চালু হওয়ার পর থেকে অর্থ ব্যবস্থাপনা,শ্রমিক ব্যবস্থাপনা,প্রশাসনিক ব্যবস্থাপনা,তথ্য ব্যবস্থাপনা,কর্ম ব্যবস্থাপনা,এমন অসংখ্যব্যবস্তাপনায় কায়িক শ্রমের হার কমে এসেছে এবং সেই সঙ্গে কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে । ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোন কাজের উপাত্ত বিন্যস্ত করা,সতর্ক করা,প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা,জরুরী ফলাফল সরবরাহ করা,ক্রয় বা বিক্রয়ের পরিস্থিতি জানানো,চাহিদার নির্দেশনা প্রদান করা ইত্যাদি কাজ অত্যন্ত সূক্ষ্মভাবে,দ্রত গতিতে এবং দক্ষতার সঙ্গে সম্পাদন করা সম্ভব হচ্ছে ।
চলমান পাতা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছাত্র-শিক্ষক-কর্মচারী ব্যবস্থাপনা,পাঠাগারের জন্য বই ব্যবস্থাপনা,ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অফিস ব্যবস্থাপনা,শিল্প প্রতিষ্ঠানের জন্য উৎপাদন ব্যবস্থাপনা,উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদি ছাড়াও যোগাযোগ বা তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কম্পিউটার একটি অপরিহার্য যন্ত্র ।
মূল্যায়নঃ- প্রশ্নঃ ১।কম্পিউটারের ব্যবহারের চারটি ক্ষেত্রের নাম বল । ২। ব্যবসা-বাণিজ্যে কম্পিউটারের ভূমিকা বল । ৩। ব্যবস্থাপনায় কম্পিউটারের গুরুত্ব ব্যাখ্যা কর ।
বাড়ির কাজঃ- ১।শিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম-বিশ্লেষণ কর ।