240 likes | 403 Views
শুভেচ্ছা. শিক্ষক পরিচিতি. মোঃ আব্দুর রব প্রধান শিক্ষক গোপগ্রাম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় খোকসা,কুষ্টিয়া।. বিষয় পরিচিতি. বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শ্রেণিঃ ৩য় পাঠ শিরোনামঃ সমাজের বিভিন্ন পেশা পাঠ্যাংশঃ শিক্ষক, রাজমিস্ত্রি, ফেরিওয়ালা, চিকিৎসক, নার্স ।
E N D
শিক্ষক পরিচিতি মোঃ আব্দুর রব প্রধান শিক্ষক গোপগ্রাম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় খোকসা,কুষ্টিয়া।
বিষয় পরিচিতি বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শ্রেণিঃ ৩য় পাঠ শিরোনামঃ সমাজের বিভিন্ন পেশা পাঠ্যাংশঃ শিক্ষক,রাজমিস্ত্রি,ফেরিওয়ালা,চিকিৎসক,নার্স । সময়ঃ ৫০ মিঃ
শিখন ফল ১। সমাজের বিভিন্ন ধরনের পেশাজীবিদের (শিক্ষক,রাজমিস্ত্রি,ফেরিওয়ালা, চিকিৎসক,নার্স)কাজের বর্ননা দিতে পারবে। ২। সমাজের সব কাজ যে সমান গুরুত্বপূর্ন তা উপলব্ধি করতে পারবে।
উপস্থাপনের ধাপ নিচের ছবিগুলো দেখে বলি শিক্ষক মিসেস আলম শিক্ষার্থীদের লেখাপড়া শেখাচ্ছেন। শিক্ষার্থীদের খেলাধূলা করাচ্ছেন।
নিচের ছবিগুলো দেখে বলি শিক্ষক শিক্ষার্থীদের খেলাধূলা করাচ্ছেন। ছেলেমেয়েদের নাচ শিখাচ্ছেন।
নিচের ছবিগুলো লক্ষ্য কর- শিক্ষক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া শেখান।তারা শিক্ষার্থীদের খেলাধূলা করান।তারা শিক্ষার্থীদের নাচ গান শেখান।
নিচের ছবি দেখে বলি রাজমিস্ত্রি কয়েকজন লোক ইট, বালি দিয়ে ঘরের কাজ করছেন।
নিচের ছবি দেখে বলি রাজমিস্ত্রি এখানে ইট, সিমেন্ট, রডের ছবি দেখা যাচ্ছে। এগুলো দিয়ে যারা ঘর তৈরি করেন তারা রাজমিস্ত্রি।
নিচের ছবিগুলো লক্ষ্য কর- রাজমিস্ত্রি ইট, সিমেন্ট, বালি , লোহার রড ইত্যাদি দিয়ে ঘর বাড়ি তৈরি করেন।
নিচের ছবি দেখে বলি ফেরিওয়ালা একজন লোক ফেরি করে বিভিন্ন জিনিসপত্র গ্রামে নিয়ে বিক্রি করছেন
নিচের ছবি দেখে বলি ফেরিওয়ালা গ্রামে গ্রামে ঝালসহ পেয়ারা, আম, আমড়া, ইত্যাদি বিক্রি করছেন।
নিচের ছবিগুলো লক্ষ্য কর ফেরিওয়ালা বিভিন্ন জিনিস পত্র পাড়া বা মহল্লায় নিয়ে বিক্রি করেন। এতে আমরা সহজে হাতের কাছে প্রয়োজনীয় জিনিস পত্র পাই।
নিচের ছবিগুলো লক্ষ্য কর- একজন লোক রোগীর পরীক্ষা করছেন। রোগীর চিকিৎসা করছেন। চিকিৎসক
নিচের ছবিগুলো লক্ষ্য কর- চিকিৎসক রোগীর পার্লস পরীক্ষা করছেন । শিশুর শরীর পরীক্ষা করছেন।
নিচের ছবিগুলো লক্ষ্য কর- আমাদের অনেক সময় আসুখ -বিসুখ হয়। চিকিৎসক আমাদের চিকিৎসা করেন। এছাড়া তারা রোগ ব্যাধি নির্ণয়ের জন্য পরীক্ষা করেন।
নিচের ছবিটি দেখে বলি নার্স রোগীর সেবা করছেন ।
নিচের ছবিটি লক্ষ্য করি- নার্স ডাক্তার রোগী অপারেশন করছেন আর অন্য দুজন ডাক্তারের কাজে সাহায্য করছেন।
নিচের ছবিগুলো লক্ষ্য কর- অসুখ হলে মানুষ অনেক সময় হাসপাতালে ভর্তি হয়। নার্স হাসপাতালে রোগীদের সেবা করেন। তারা রোগীর ওষুধ খাওয়ান। ডাক্তারের কাজে তারা সাহায্য করেন।
দলীয় কাজ বিভিন্ন ধরনের পেশাজীবিদের কাজের বর্ননা দাও। দল নং-১ দল নং-২ দল নং-৩ দল নং-৪ দল নং-৫ শিক্ষক রাজমিস্ত্রি নার্স চিকিৎসক ফেরিওয়ালা
মূল্যায়ন নিচের প্রশ্নের উত্তর খাতায় লেখ সময়ঃ ৭মিঃ ১। শিক্ষকআমাদের জন্য কী করেন? ২। সব পেশার মানুষকে আমরা সম্মান করব কেন ?
সকল পেশার মানুষকে সম্মান করব সুস্থ্য সুন্দর দেশ গড়বো। ধন্যবাদ