140 likes | 268 Views
স্বাগতম. শ্রেণিঃ তৃতীয় বিষয়ঃপ্রাথমিক বিজ্ঞান পাঠঃ তথ্য ও যোগাযোগ পাঠ্যাংশঃ তথ্য আদান প্রদান বা তথ্য বিনিময়. পরিচিতিঃ হৈমন্তী রায় রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর ,দিনাজপুর ।. শিখন ফল. ১।আগের দিনের তথ্য আদান প্রদানের উপায়গুলো বলতে পারবে।
E N D
শ্রেণিঃ তৃতীয় বিষয়ঃপ্রাথমিক বিজ্ঞানপাঠঃ তথ্য ও যোগাযোগপাঠ্যাংশঃ তথ্য আদান প্রদান বা তথ্য বিনিময় পরিচিতিঃ হৈমন্তী রায় রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর ,দিনাজপুর ।
শিখন ফল ১।আগের দিনের তথ্য আদান প্রদানের উপায়গুলো বলতে পারবে। ২।বর্তমানে তথ্য আদান প্রদানের উপায়গুলোর ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। ৩।মোবাইল ফোনের ব্যবহার লিখতে পারবে।
তথ্য আদান প্রদান বা তথ্য বিনিময়: কবুতর মোবাইল
আগের দিনে তথ্য পাঠানোর উপায় রানার ঘোড়ায় চড়ে বার্তা প্রেরণ চিঠি প্রেরণ
বর্তমানে তথ্য আদান প্রদানের উপায় চিঠি লেখা ডাকঘর ঢোল বাজিয়ে প্রচার মাইকের সাহায্যে প্রচার
আরও বই পড়া টেলিভিশন খবরের কাগজ কম্পিউটার টেলিফোন মোবাইল
তথ্য আদান প্রদানের উপায় ১।চিঠি লিখে ২।ঢোল বাজিয়ে ৩। মাইকের সাহায্যে ৪।টেলিফোন ৫।মোবাইল ৬।টেলিভিশন ৭।রেডিও
টেলিফোন মোবাইল
মোবাইলের ব্যবহার কথা বলা ডাক্তারের পরামর্শ নেওয়া ছবিতোলা টিকা দানের সংবাদ sms
পাঠের সাথে সংযোগ স্থাপন
দলীয় কাজ দল-কঃ ১।আগের দিনে তথ্য আদান প্রদানের ৩টি উপায় ব্যাখ্যা কর। দল-খঃ ১।বর্তমানে তথ্য আদান প্রদানের ৩টি উপায় ব্যাখ্যা কর। দল-গঃ ১।মাইক বা ঢোল বাজিয়ে কোন ধরনের খবর জানানো হয়,তা লিখ।
মূল্যায়ণ ১।মোবাইল ফোন কি কি কাজে ব্যবহার করা হয় তা লিখ। ২।বর্তমানে তথ্য আদান প্রদানের উপায়গুলোর মধ্যে কোনটি সর্বোৎকৃষ্ট, সেটি সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা কর।