430 likes | 1.05k Views
স্বাগতম. পরিচিতি. বিষয়ঃবাংলা দ্বিতীয় পত্র শ্রেণিঃ নবম সময়ঃ ৪০মিনিট তারিখঃ২৩/০২/২০১৩. পাঠ পরিচিতি. বলতো ছবিগুলো কিসের ?. সিংহাসন=সিংহ চিহ্নিত আসন. কর্মধারয় সমাস. শিখনফল. ◊ কর্মধারয় সমাসের গঠন বলতে পারবে। ◊ কর্মধারয় সমাসের প্রকারভেদ করতে পারবে।
E N D
পরিচিতি • বিষয়ঃবাংলা দ্বিতীয় পত্র • শ্রেণিঃ নবম • সময়ঃ ৪০মিনিট • তারিখঃ২৩/০২/২০১৩ পাঠ পরিচিতি
বলতো ছবিগুলো কিসের? সিংহাসন=সিংহ চিহ্নিত আসন
শিখনফল ◊কর্মধারয় সমাসের গঠন বলতে পারবে। ◊ কর্মধারয় সমাসের প্রকারভেদ করতে পারবে। ◊ব্যাসবাক্যসহ কর্মধারয় সমাস নির্ণয় করতে পারবে। ◊ভাষাকে শ্রুতিমধুর করে বলতে পারবে। প
অরুণের ন্যায় রাঙা=অরুণরাঙা বিশেষ্য বিশেষণ চাঁদের ন্যায় মুখ=চাঁদমুখ বিশেষ্য বিশেষ্য
নীল যে পদ্ম=নীলপদ্ম বিশেষণ বিশেষ্য শান্ত অথচ শিষ্ট=শান্তশিষ্ট বিশেষণ বিশেষণ
কর্মধারয় সমাস যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়,তাকে কর্মধারয় সমাস বলে।
কর্মধারয় সমাসের প্রকারভেদ
কর্মধারয় সমাসের প্রকারভেদ উদাহরণ ও সংজ্ঞা
মধ্যপদলোপী কর্মধারয় যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যের মধ্যপদ লোপ পায় , তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন-স্মৃতি রক্ষার্থে সৌধ=স্মৃতিসৌধ নোটঃ মধ্যপদ এখানে লোপ পেয়েছে।
উপমান কর্মধারয় উপমান পদের সাথে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয়,তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন-অরুনের ন্যায় রাঙা=অরুণরাঙা নোট-এ সমাসে উপমেয় পদের উল্লেখ থাকে না। চেনার উপায়ঃ পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ ।
উপমিত কর্মধারয় উপমান পদের সাথে উপমেয় পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন-পুরুষ সিংহের ন্যায়=পুরুষসিংহ চেনার উপায়ঃ পূর্বপদ বিশেষ্য+পরপদ বিশেষ্য
রূপক কর্মধারয় উপমান পদের সাথে উপমেয় পদের তুলনা এতই সূক্ষ হয় যে, এদের মাঝে অভেদ কল্পনা করা যায় না, তাকে রুপক কর্মধারয় সমাস বলে। যেমন-শোক রূপ অনল=শোকানল চেনার উপায়ঃ পূর্বপদ অবস্তু+পরপদ বস্তু।
একক কাজ কর্মধারয় সমাস সংক্রান্ত পরিভাষা উপমান,উপমেয়,সাধারণ গুণ,তুলনাবাচক শব্দ
চাঁদের ন্যায় (সুন্দর)মুখ=চাঁদমুখ উপমান তুলনাবাচক শব্দ সাধারণ গুণ উপমেয়
জোড়া কাজ ১।মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে ? দুইটি করে উদাহরণ দাও। ২।উপমান কর্মধারয় সমাস কাকে বলে? দুইটি করে উদাহরণ দাও। ৩।উপমিত কর্মধারয় সমাস কাকে বলে? দুইটি করে উদাহরণ দাও। ৪।রূপক কর্মধারয় সমাস কাকে বলে? দুইটি করে উদাহরণ দাও।
দলীয় কাজ উপরের ছবিগুলো দেখ আর ছবিগুলো কোন সমাসের তা উদাহরণ দাও।
সমাধান জজসাহেব=যিনি জজ তিনি সাহেব আলুসিদ্ধ=সিদ্ধ যে আলু তুষারশুভ্র=তুষারের ন্যায় শুভ্র সিংহাসন= সিংহ চিহ্নিত আসন পুরুষসিংহ=পুরুষ সিংহের ন্যায় মনমাঝি=মন রূপ মাঝি
মূল্যায়ন ১।বিশেষ্য +বিশেষণ=? ২।বিশেষ্য +বিশেষ্য=? ৩।অবস্তু+বস্তু=?
বাড়ির কাজ কর্মধারয় সমাসের প্রত্যেক ভাগের ৫টি করে উদাহরণ ব্যাসবাক্যসহ লিখে আন।