170 likes | 293 Views
স্বাগতম. পরিচিতি মোঃ সানাউল্লাহ বড়গাঁও বাইতুল উলুম আলিম মাদরাসা কালিগঞ্জ, গাজীপুর।. নবম শ্রেণি ইসলাম শিক্ষা. শহীদ মিনার. জাতীয় স্মৃতি সৌধ. জাতীয় পতাকা. বাংলাদেশের বিজয়ে উতসব. স্বদেশপ্রেম. শিখনফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা ... ... ... ০১। স্বদেশপ্রেমের পরিচয় বলতে পারবে।
E N D
পরিচিতি মোঃ সানাউল্লাহ বড়গাঁও বাইতুল উলুম আলিম মাদরাসা কালিগঞ্জ, গাজীপুর। নবম শ্রেণি ইসলামশিক্ষা
শহীদ মিনার জাতীয় স্মৃতি সৌধ জাতীয় পতাকা বাংলাদেশের বিজয়ে উতসব
শিখনফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা ... ... ... ০১। স্বদেশপ্রেমের পরিচয় বলতে পারবে। ০২। স্বদেশপ্রেমের গুরুত্ব বর্ণনা করতে পারবে। ০৩। স্বদেশপ্রেমের উপায় বর্ণনা করতে পারবে।
স্বদেশ যে দেশে জন্ম নিয়েছি যে দেশে বড় হয়েছি
স্বদেশপ্রেমের গুরুত্ব আমাদের মহানবি (সা) বলেছেন- স্বদেশপ্রেম ঈমানের অংশ যারা দেশ রক্ষায় বিনিন্দ্র রজনী কাটায় তাদের জন্য জান্নাত।
বাংলাদেশের খাবার খাই বাংলাদেশের পোষাক পড়ি বাংলাদেশে বাস করি
অনেক রক্তের বিনিময়ে পেয়েছি প্রিয় বাংলাদেশ দেশকে ভালোবাসা ও এর উন্নয়নে কাজ করা আমাদের নাগরিক দায়িত্ব
স্বদেশপ্রে্মের উপায় জাতীয় সংসদ পাহাড়ি হ্রদ লালবাগ কেল্লা সুন্দরবন দেশের জন্য কাজ করা দেশকে ভালোবাসা দেশকে জানা
এসো ভিডিও চিত্রের মাধ্যমে গ্রামবাংলার একটি চমৎকার দৃশ্য উপভোগ করি
দেশের শত্রু মাদকসেবী সন্ত্রাসী দূর্নীতিবাজ চোরাকারবারী
দলীয় কাজ ক গ্রুপ - দেশের প্রতি আমাদের কর্তব্যগুলো লিখো। খ গ্রুপ - দূর্নীতিবাজরা দেশের শত্রু কেন বুঝিয়ে লিখো।
মূল্যায়ন ০১। স্বদেশপ্রেম কী ? ০২। স্বদেশপ্রেমের উপায়গুলো বুঝিয়ে বলো।
বাড়ির কাজ তোমার দৃষ্টিতে সন্ত্রাসী কারা ? এরা কীভাবে দেশের ক্ষতি করছে বর্ণনা করো।