1 / 22

পরিচিতি জয়দীপ দে প্রভাষক টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম

পরিচিতি জয়দীপ দে প্রভাষক টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম. সময় ৫০ মিনিট. সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে … কে কে কে এহিয়া তোমায় আসামীর মতো জবাব দিতে হবে. দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাঠ - ৫ মুজিবনগর সরকার পাঠ - ৫ - 6 মুক্তিবাহিনী গঠন ও কার্য ক্র ম পাঠ-৬. শিখনফল.

Download Presentation

পরিচিতি জয়দীপ দে প্রভাষক টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. পরিচিতি জয়দীপদে প্রভাষক টিচার্সট্রেনিংকলেজ চট্টগ্রাম

  2. সময় ৫০ মিনিট

  3. সোনায়মোড়ানোবাংলামোদেরশ্মশানকরেছেকে… কেকেকেএহিয়াতোমায়আসামীরমতোজবাবদিতেহবে

  4. দ্বিতীয়অধ্যায়বাংলাদেশেরমুক্তিযুদ্ধদ্বিতীয়অধ্যায়বাংলাদেশেরমুক্তিযুদ্ধ পাঠ- ৫ মুজিবনগর সরকার পাঠ- ৫- 6 মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম পাঠ-৬

  5. শিখনফল এইপাঠশেষেশিক্ষার্থীরা- মুজিবনগর সরকারের গঠন সম্পর্কে বলতে পারবে। মুজিবনগর সরকারের দুইটি শাখার কার্যক্রম বর্ণনা করতে পারবে। মুক্তিবাহিনীর গঠন ও কার্যক্রমগুলো বলতে পারবে। মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টেরের অবস্থান বর্ণনা করতে পারবে। মুক্তিযুদ্ধে অন্যান্য বাহিনীর ভূমিকা, কার্যক্রম ও সাফল্যউল্লেখকরতে পারবে।

  6. মুজিবনগরসরকার

  7. মুজিবনগরসরকার মেহেরপুরের বৈদ্যনাথতলা, পরে যার নাম হয় মুজিব নগর গঠিত হয় : ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর বা বাংলাদেশ সরকার। ওই দিনই মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের ২৬শে মার্চ ঘোষিত স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে।

  8. মুজিবনগরসরকার মুক্তিযুদ্ধে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন নামে - অস্থায়ী বাংলাদেশ সরকার প্রবাসী বাংলাদেশ সরকার তবে এটি মুজিবনগর সরকার নামে বেশি পরিচিত। এ সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংগঠিত এবং বাংলাদেশ শত্রুমুক্ত হয়। গঠিত হয় : ১৯৭১ সালের ১০ই এপ্রিল । ওই দিনই মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের ২৬শে মার্চঘোষিত স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে। শপথগ্রহণ করে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল। শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী।

  9. মুজিবনগরসরকার প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম (বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক) রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক)।

  10. মুজিবনগরসরকারমন্ত্রীসভার ৩ মন্ত্রী অর্থমন্ত্রীএম, মনসুরআলী স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী এ এইচএমকামরুজ্জামান পররাষ্ট্র ও আইনমন্ত্রী খন্দকারমোশতাকআহমদ

  11. মুজিবনগরসরকারেরকার্যক্রমমুজিবনগরসরকারেরকার্যক্রম বেসামরিক সামরিক

  12. মুজিবনগরসরকারেরকার্যক্রমমুজিবনগরসরকারেরকার্যক্রম বেসামরিক অন্যান্য মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরসমূহ: প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, শিল্প ও বাণিজ্য, সাধারণ প্রশাসন, সংস্থাপন, আঞ্চলিক প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, তথ্য ও বেতার, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন, সংসদ বিষয়ক, কৃষি, প্রকৌশল মন্ত্রণালয় এবং বিভাগ। ১১টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য বা আওয়ামী লীগ নেতাদের অঞ্চলগুলোর দায়িত্ব দেয়া হয়। মুক্তিযুদ্ধকালীন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী উপদেষ্টা পরিষদ তাজউদ্দীন আহমদের নেতৃত্বে নয় সদস্যবিশিষ্ট গঠন করা হয়। আওয়ামীলীগ নেতা ছাড়াও এর সদস্য ছিলেন প্রবীণ জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, কমিউনিস্ট পার্টি প্রধান মণি সিংহ, ন্যাপ (মোজাফফর) নেতা মোজাফফর আহমদ ও কংগ্রেস নেতা মনোরঞ্জন ধর। পরিকল্পনা কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোজাফফর আহমদ চৌধুরীকে চেয়ারম্যানকরে গঠিত হয়।

  13. মুক্তিবাহিনীরগঠন ও কার্যক্রম সামরিক প্রধানসেনাপতি কর্নেলএম.এ.জিওসমানি ডেপুটিচিফঅফস্টাফ গ্রুপক্যাপ্টেন এ. কে. খন্দকার চিফঅফস্টাফ কর্নেলআব্দুররব

  14. মুক্তিযুদ্ধের ১১ টিসেক্টর

  15. ব্রিগেডফোর্স s k Z মেজরকে. এম. শফিউল্লাহ সংক্ষেপেZiSKa মেজরখালেদমোশাররফ মেজরজিয়াউররহমান ১১টি সেক্টর ও তারঅধীনঅনেকগুলোসাব-সেক্টরছাড়াওরণাঙ্গনকেতিনটিব্রিগেডফোর্সেবিভক্তকরাহয়। ফোর্সেরনামকরণকরাহয়ব্রিগেডগুলোরঅধিনায়কদেরনামেরপ্রথমঅক্ষরদিয়ে।

  16. মুক্তিবাহিনী অনিয়মিতবাহিনী নিয়মিতবাহিনী ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও সকলপর্যায়েরমুক্তিযোদ্ধাদেরনিয়েবিভিন্নসেক্টরেরঅধীনেঅনিয়মিতবাহিনীগঠিতহয়। এই‘গণবাহিনী’ বাএফ .এফ. (ফ্রিডমফাইটারবামুক্তিযোদ্ধা)। বাহিনীরসরকারিনামকরণছিলতাদেরনিজনিজএলাকায়গেরিলাপদ্ধতিতেযুদ্ধকরারজন্যপ্রেরণকরাহতো। ইস্টবেঙ্গলরেজিমেন্টেরইউনিটগুলোরবাঙালিসৈনিকদেরনিয়েএইবাহিনীগঠিতহয়। সরকারিভাবেএদেরনামকরণকরাহয়এম. এফ. (মুক্তিফৌজ)। মুক্তিযুদ্ধকালেবাংলাদেশসরকারনিয়মিতবাহিনীহিসেবেসেনাবাহিনী, বিমান ও নৌবাহিনীওগড়েতোলে।

  17. এছাড়া ছাত্রলীগেরবাছাইকৃতকর্মীদেরনিয়েগঠিতহয়‘মুজিববাহিনী।’ কমিউনিস্টপার্টিন্যাপ (মোজাফফর), ন্যাপ (ভাসানী) ও ছাত্রইউনিয়নেরআলাদাগেরিলাদলছিল। আঞ্চলিকবাহিনী সেক্টরএলাকারবাইরেআঞ্চলিকপর্যায়েযেসববাহিনীগড়েওঠেতারমধ্যেউল্লেখযোগ্যহচ্ছে⎯ কাদেরিয়াবাহিনী(টাঙ্গাইল), আফসারব্যাটালিয়ন(ভালুকা, ময়মনসিংহ), বাতেনবাহিনী (টাঙ্গাইল), হেমায়েতবাহিনী(গোপালগঞ্জ, বরিশাল), হালিমবাহিনী(মানিকগঞ্জ), আকবরবাহিনী(মাগুরা), লতিফমীর্জাবাহিনী(সিরাজগঞ্জ, পাবনা) ও জিয়াবাহিনী(সুন্দরবন)। এছাড়াছিলঢাকারগেরিলাদল, যা‘ক্র্যাকপ্লাটুন’ নামেপরিচিত।

  18. সাফল্য ঢাকাশহরেরবড়বড়স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেলশেরাটন (বর্তমানেরূপসীবাংলা), ব্যাংক ও টেলিভিশনভবনেবোমাবিস্ফোরণঘটায়ঢাকারগেরিলারা। এভাবেতারাপাকিস্তানিসেনা ও সরকারেরমধ্যেত্রাসেরসঞ্চারকরে। শুধুস্থলপথেনয়নৌপথে‘অপারেশনজ্যাকপট’ নামেপরিচালিতঅভিযানেশুধুএকদিনেচট্টগ্রামবন্দরে ১০টি এবংমংলাবন্দরে ৫০টি জাহাজধ্বংসকরেমুক্তিযোদ্ধানৌকমান্ডোগণসারাপৃথিবীতেসাড়াফেলেদেন।

  19. দলীয়কাজ প্রতিটিদলমানচিত্রদেখেবেরকরদেশেরবর্তমান ৬৪ টিজেলামুক্তিযুদ্ধেরসময়কোনকোনসেক্টরেরঅধীনেছিল।

  20. অর্জনযাচাই

  21. বাড়িরকাজ তোমারএলাকারএকজনমুক্তিযোদ্ধাথেকেতাঁরযুদ্ধেঅংশগ্রহণেরকাহিনীজেনেতালিপিবদ্ধকরো। অথবা তোমারপড়াকোনমুক্তিযুদ্ধেরগল্পবাউপন্যাসেরঅবলম্বনেমুক্তিযোদ্ধাদেরযুদ্ধেরকৌশলবর্ণনাকরো।

  22. ধন্যবাদ

More Related