160 likes | 278 Views
স্বাগতম. পরিচয়. নাম-আঃআল সেলিম ID # 02 ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ঢাকা - ১২১১. শ্রেনিঃ নবম বিষয়ঃ কৃষি শিক্ষা অধ্যায়ঃ চার পাঠঃ ধান চাষ (প্রথম আংশ). পাঠ ঘোষণা. ধান চাষ. পাঠ শেষে শিক্ষার্থীরা - ধানের জাতের নাম বলতে পারবে । ধানের মৌসুম উল্লেখ করতে পাড়বে।
E N D
পরিচয় নাম-আঃআল সেলিম ID # 02 ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ঢাকা - ১২১১ শ্রেনিঃ নবম বিষয়ঃ কৃষি শিক্ষা অধ্যায়ঃ চার পাঠঃ ধান চাষ(প্রথম আংশ)
পাঠ ঘোষণা ধান চাষ
পাঠ শেষে শিক্ষার্থীরা - ধানের জাতের নাম বলতে পারবে । ধানের মৌসুম উল্লেখ করতে পাড়বে। ধানের উচ্চ ফলনশীলজাতের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে । শিখন ফলঃ
কিছু ধান গাছের ছিত্র প্রদর্শন ও ভিডিও প্রদর্শন উপস্থাপন
উপস্থাপন কিছু ধান গাছের ছিত্র প্রদর্শন ও ভিডিও প্রদর্শন
বাংলাদেশের দানা জাতিয় ফসলের মধ্যে ধানের চাষ ও উৎপাদনসবচেয়ে বেশী, কারণ আমাদের প্রধান খাদ্যশস্য হল ভাত, আর ধানের উৎপাদন প্রকারভেদে উঁচ, মাঝারি, নিচু সব ধরনের জমিতেই ধানের চাষ করা যায়। ভূমিকা
বাংলাদেশ ধান গবেষণা ইন্সিটিউট BRRI- ৫৬টি উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবন করেছেন। যেমন, • BR-১-চান্দিনা • BR-২-মালা • BR-৯-সুফলা • BR-১৪-গাজী
ধানের উচ্চ ফলনশীল জাতের বৈশিষ্ট্য ১। গাছ মজবুত এবং পাতা খাড়া। ২। শীষের ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে। ৩। গাছ খাটো ও হেলে পড়েনা। ৪। খড়ের চেয়ে ধানের উৎপাদন বেশী। ৫। পোকা ও রোগের আক্রমণ কম হয়। ৬। অধিক কুশী গজায়। ৭। সার গ্রহণ ক্ষমতা অধিক এবং ফলন বেশী।
মূল্যায়ন • উচ্চ ফলনশীল জাতের ৪টি ধানের নাম লিখ। • বাংলাদেশের ধানের মৌসুম কয়টি ও কি কি? • উচ্চ ফলনশীল জাতের ৪টি বৈশিষ্ট্য উল্লেখ কর।
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করার প্রয়োজনীয়তা বাখ্যা কর বাড়ীর কাজ
পাঠ সমাপ্তি ধন্যবাদ।