150 likes | 256 Views
স্বাগতম. পরিচিতি- পিয়ারী বেগম প্রধান শিক্ষক দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেবিগঞ্জ;পঞ্চগড়।. শ্রেণিঃ ৫ম বিষয়ঃ পরিবেশ পরিচিতি সমাজ পাঠের শিরোনামঃ বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। পাঠ্যাংশঃ মোগল আমলে …….. প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে।. শ্রেণিঃ৫ম বিষয়ঃপরিবেশ পরিচিতি সমাজ
E N D
পরিচিতি-পিয়ারী বেগমপ্রধান শিক্ষকদেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।দেবিগঞ্জ;পঞ্চগড়। শ্রেণিঃ৫মবিষয়ঃপরিবেশ পরিচিতি সমাজ পাঠের শিরোনামঃবাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। পাঠ্যাংশঃমোগল আমলে……..প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে। শ্রেণিঃ৫ম বিষয়ঃপরিবেশ পরিচিতি সমাজ পাঠের শিরোনামঃবাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। পাঠ্যাংশঃমোগল আমলে……..প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে।
শিখনফলঃ- ১।লালবাগ দুর্গে কী কী ঐতিহাসিক নিদর্শন রয়েছে তা বলতে ও লিখতে পারবে। ২।লালবাগ দুর্গ কোথায় অবস্থিত তা বলতে পারবে। ৩।লালবাগ দুর্গের আরেক নাম কী তা বলতে পারবে।
-মোঘল আমলে শাহাজাদা আজম শাহ এবং সুবেদার শায়েস্তা খানের সময় নির্মিত হয় লালবাগ দুর্গ। -লালবাগ দুর্গ আওরঙ্গবাদ কেল্লা নামেও পরিচিত। -লালবাগ দুর্গে আরও রয়েছে দরবার হল,মসজিদ,পরিবিবির সমাধি সৌধ ও পুকুর।
পরিবিবির সমাধির মাঝে অবস্থিত পুকুর
মোঘল সুবাদার শায়েস্তা খানের কন্যা পরিবিবির সমাধি সৌধটি মোঘল স্থাপত্য কলার একটি আকর্ষণীয় নিদর্শন। • সমাধি সৌধের মাঝখানে অবস্থিত কবরটি মার্বেল পাথর দিয়ে বাঁধানো। • উপরে রয়েছে লতাপাতার নকশা। • বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ ১৮ একর জমি খনন করে আরও কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন আবিস্কার করেছে।
পাঠের অংশটুকু নিরবে পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ১।কার আমলে লালবাগ দুর্গ নির্মিতহয়? 2। দুর্গে কার সমাধি রয়েছে?
দলীয় কাজঃক-দল ১। লালবাগ দুর্গের আরেক নাম ……. কেল্লা।২। লালবাগ দুর্গে রয়েছে……….…. হল। খ-দল বাম ডান বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে অবস্থিত। আওরঙ্গবাদ কেল্লা। ১। লাল বাগ দুর্গ ২। এটি পুরনো ঢাকার দক্ষিণ পশ্চিম প্রান্তে
লাল বাগ দুর্গে কী কী ঐতিহাসিক নিদর্শন রয়েছে তা লিখ?