200 likes | 467 Views
স্বাগতম. গ. পরিচিতি মোঃ মিজানুর রহমান সহকারি শিক্ষক হরিপু উচচ বিদ্যালয় সুন্দরগঞ্জ-গাইবান্দা. শ্রেণিঃ –অষ্টম, বিষয়ঃ- কৃষি শিক্ষা, পাঠঃ- ভেষজ বৃক্ষ পরিচিতি, সময়- ৪০মিনিট, তাং-০৫/০৬/২০১৪ইং।. ভেষজ বৃক্ষের পরিচিতি ও ব্যবহার. শিখন ফল. এই পাঠ শেষে শিক্ষার্থীরা......
E N D
গ পরিচিতি মোঃ মিজানুর রহমান সহকারি শিক্ষক হরিপু উচচ বিদ্যালয় সুন্দরগঞ্জ-গাইবান্দা শ্রেণিঃ –অষ্টম, বিষয়ঃ- কৃষি শিক্ষা, পাঠঃ- ভেষজ বৃক্ষ পরিচিতি, সময়- ৪০মিনিট, তাং-০৫/০৬/২০১৪ইং।
ভেষজ বৃক্ষের পরিচিতি ও ব্যবহার
শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা...... *ভেষজ উদ্ভিদ কাহাকে বলে তা বলতে পারবে। *ভেষজ উদ্ভিদ সনাক্ত করতে পারবে। *ভেষজ চিকিৎসার বাস্তব প্রয়োগ করতে পারবে।
ভেষজ বৃক্ষের পরিচিতি ও ব্যবহার প্রাচীনকালথেকে বাংলাদেশের মানুষ ভেষজ বৃক্ষের লতা,পাতা,শিকর,বাকর বিবিধ রোগের ঔষধ হিসাবে ব্যবহার করে আসছে ।এদেশের প্রায় শতকরা ৮০ভাগ মানুষ.........।
নিম গাছ বৃক্ষ পরিচিতি নিম গ্রাম বাংলার একটি সুপরিচিত ভেষজ বৃক্ষ ।বাংলাদেশের গ্রাম বাংলায় সর্বত্র নিমগাছ পাওয়া যায় । গ্রাম বাংলার মানুষ এর ডালদিয়ে দাঁত পরিস্কার করে । নিম গাছের ডালপালা কম ।এ গাছের ডাল কম এবং পাতা সুরু ।
বীজ সংগ্রহের সময় নিম গাছের বীজ জুন-জুলাই মাসে সংগ্রহ করতে হয় । বীজ সংগ্রহের এক সপ্তাহের মধো পলিব্যগে চারা ঊংপাদন করা দরকার ।
নিম গাছ ভেষজ গুন • * ম্যালেরিয়া চর্মরোগ ও লিভারের অসুখে নিমের রস উপকারি । • জৈব কীটনাশক হিসাবে নিমের রস ব্যবহার হচ্ছে । • * বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী তৈরিতে নিম গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হচ্ছে । • এগাছের ডাল দিয়ে দাঁত পরিস্কার করলে দাঁত শক্ত ও মজমুত হয় • * পাতা কীটনাশক হিসাবে ব্যবহিত হয় । • নিমের খৈল জমিতে ছিটালে ফসল উৎপাদন বৃধিপায় । • * নিম পাতার রস কৃমিনাশক ।
নিমের তৈরি ঔষধ / প্রসাধনীসামগ্রী
অর্জুন • বৃক্ষ পরিচিতিঃ • অর্জন গাছের পাতা লম্বা ও ডিম্বাকার বাকল রসালো । • এগাছ প্রায় ৯-১০মিটার লম্বা হয় ।
অর্জুন বীজ সংগ্রহের সময় ফেব্রয়ারি-র্মাচ
অর্জুন ভেষজগুন গাছের বাকল হৃদরোগের চমৎকার ঔষধ । কচি পতার রস আমাশয় রোগের উপশম করে ।
আমলকি বৃক্ষ পরিচিতি আমলকি ছোট বা মাঝারি আকারের বৃক্ষ । পাতা যৌগিক ও ছোট । ফুল ছোট এবং রং পিতাব সবুজ । ফলের রং হালকা সবুজ বা হলুদ । ফলের আকৃতি গোলাকার । প্রতি ফলে ৬ টি বীজ থাকে ।
আমলকি বীজ সংগ্রহের সময়য় আমলকির বীজ নভেম্বর-জানু্যারী মাসে সংগ্রহ করতে হয় ।
আমলকি ভেষজগুন আমলকি ত্রিফলার অন্যতম।এতে প্রচুর পরিমান ভিটামিন আছে। পাতা ও ফলে প্রচুর ট্যানিন আছে। এর পাতা সিল্কের কাপড়ে বাদামী রং করা হয়।এবং লেখার কালি,শ্যম্পু ও চুলের কলপ তৈরিতে ব্যবহিত হয়।
দলগত কাজ চিত্রের উদ্ভিদটির বিভিন্ন ব্যবহার দিক গুলো উল্লেখ্য কর ।
মূল্যায়ন ১। ভেষজ বৃক্ষ কি ? ২। চর্মরোগে কোন বৃক্ষ উপকারী ? ৩। অর্জুন গাছের উপকারীতা কি ? ৪। ত্রিফলা কি ?
বাড়ির কাজ * ভেষজ উদ্ভিদের একটি লিফ এলবাম তৈরি কর ।