1 / 18

Amity Design Ltd. House #7&9, Road #9 Block #D, Section #11 Mirpur Dhaka 1216, Bangladesh

Amity Design Ltd. House #7&9, Road #9 Block #D, Section #11 Mirpur Dhaka 1216, Bangladesh (23.820N, 90.366E) 03.MARCH.2014. সাইট পর্যবেক্ষন. ভবনের কাঠামোর নক্সার সাথে ভবনের বাস্তবতার সাথে মিল নেই. প্রথম তালায় স্ল্যাবের চতুর্দিকে ঝুলন্ত বর্ধিতাংশ ( Cantilevered Slab ).

ilyssa
Download Presentation

Amity Design Ltd. House #7&9, Road #9 Block #D, Section #11 Mirpur Dhaka 1216, Bangladesh

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. Amity Design Ltd. House #7&9, Road #9 Block #D, Section #11 Mirpur Dhaka 1216, Bangladesh (23.820N, 90.366E) 03.MARCH.2014

  2. সাইট পর্যবেক্ষন

  3. ভবনের কাঠামোর নক্সারসাথে ভবনের বাস্তবতার সাথে মিল নেই

  4. প্রথম তালায় স্ল্যাবের চতুর্দিকে ঝুলন্ত বর্ধিতাংশ (Cantilevered Slab) ২য় ও ৫ম তলায় ঝুলন্ত বর্ধিতাংশের (Cantilevered Slab)সামনের দিকে আলংকারিক দেয়াল টাইল (Decorative Wall Tile) ছাদে সামনের দিকেঝুলন্ত বর্ধিতাংশ (Cantilevered Slab)

  5. ভবন ১: মূল ফ্যাক্টরি ভবন ভবন ২: ভাড়া করা ভবন সামনে ও পিছনেঝুলন্ত বর্ধিতাংশ (Cantilevererd Slab)রয়েছে, যার সাথে নির্মান ডকুমেন্ট এর সাথে মিল নেই, যে কারণে লোডিং পরীক্ষা করা প্রয়োজন ।

  6. ভবন ১: মূল ফ্যাক্টরি ভবন যেহেতু আসল স্ল্যাব (Original Slab)বসতবাড়ির জন্যনকশা করা হয়েছে, সেহেতু ধারণক্ষমতা পরীক্ষা (Capacity Check) করতে হবে।

  7. জরুরী বহির্গমনসিড়ির (Fire Steel Staircase) ধারণক্ষমতাপরীক্ষা করতে হবে

  8. জরুরী বহির্গমনসিড়ির (Fire Steel Staircase) ধারণক্ষমতাপরীক্ষা করতে হবে, বিশেষ করে যেখানে সংযোগ করা আছে।

  9. ছাদে পানি বন্ধ করার জন্য কোনো উপাদান (Waterproofing Materials) দেয়া হয়নি এবং রড বের হয়ে আছে।

  10. ভবন ১: মূল ফ্যাক্টরি ভবন ভবন ২: ভাড়া করা ভবন পানি বন্ধ করার জন্য ছাদেবিশেষ ব্যবস্থা (Layer of waterproofing) নিতে হবে। সেই সাথে রডেজং প্রতিরোধকারী রং (Anti-rust Paint)লাগাতে হবে।

  11. পানি জমে থাকার জন্য ত্রুটি (Damage)হয়েছে ও রডে জং পড়েছে।

  12. ভবন ১: মূল ফ্যাক্টরি ভবন ভবন ২: ভাড়া করা ভবন ছাদে পানি প্রবেশের (Water Ingress) কোনো প্রমান নেই তবে বাইরের দেয়ালে পানি প্রবেশ (Water Ingress) দেখা যায়, যার ফলে ভবনের কাঠামোর ক্ষতি হতে পারে।

  13. জরুরী পদক্ষেপ সমূহ

  14. চিহ্নিত সমস্যা সমূহের সারাংশ সারাংশ ১: ভবন ১ ও ২ উভয়ের ক্ষেত্রেই ঝুলন্ত বর্ধিতাংশ (Cantilevered Extension)রয়েছে যা অতিরিক্ত ভারবহন করে । সারাংশ ২: ভবন ১ ও ২এর কলাম/ফ্লোর (Floor)এর ভারবহন ক্ষমতা পরীক্ষাকরতে হবে। সারাংশ ৩:জরুরী বহির্গমনসিড়ির (Fire Steel Staircase)ধারণক্ষমতাপরীক্ষা করতে হবে, বিশেষ করে যেখানেসংযোগ করা আছে। সারাংশ ৪:স্থিতাবস্থা সিস্টেম (Stability System)এবং ভিত্তী (Foundation)পরীক্ষা করতে হবে।

  15. সারাংশ ১ এবং পদক্ষেপ সমূহ • ভবন ১ ও ২ উভয়ের ক্ষেত্রেই ঝুলন্ত বর্ধিতাংশ (Cantilevered Extension)রয়েছে যা অতিরিক্ত ভারবহন করে । চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ (তাৎক্ষণিক – এখনই করতে হবে) • কোন স্থানেই ভারি কাপড় স্তূপ করা গ্রহণযোগ্য নয়। • কারখানার ইঞ্জিনিয়ার সকল ফ্লোরের নকশা (Design), লোড (Load)এবং কলামের পীড়ন (Column Stress) পুনরায় পরীক্ষা করবে । অপেক্ষাকৃত কম গুরত্বপূর্ণ (৬সপ্তাহের মধ্যেকরতে হবে) • ক্ষতিগ্রস্থ বিম ও কলাম এর কংক্রিটের পীড়ন (Stress) পরীক্ষা করতে হবে। • বিস্তারিত প্রকৌশলগতমূল্যায়ন (Engineering Assessment) করতে হবে । • ফ্লোর ও কলাম এর ভারবহন ক্ষমতা অনুযায়ী প্রতি ফ্লোর এর জন্য লোডিং পরিকল্পনা (Loading Plan)করতে হবে। কম গুরুত্বপূর্ণ (৬মাসেরমধ্যে করতে হবে) • লোডিং প্লান (Loading Plan)চালিয়ে যেতে হবে।

  16. সারাংশ ২ এবং পদক্ষেপ সমূহ • ভবন ১ ও ২এর কলাম/ফ্লোর (Floor)এর ভারবহন ক্ষমতা পরীক্ষা করতে হবে • প্রয়োজন নেই চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ (তাৎক্ষণিক – এখনই করতে হবে) অপেক্ষাকৃত কম গুরত্বপূর্ণ (৬সপ্তাহের মধ্যেকরতে হবে) • ভবনের স্ল্যাব (Slab)এর পুরুত্ব ও ফ্লোর ফিনিশিং (Floor Finishes)সঠিকভাবে পরীক্ষা করে নিশ্চিত করতে হবে । • ফ্যাক্টরির বিস্তারিত প্রকৌশলগতমূল্যায়ন (Engineering Assessment) করতে হবে এবং নির্দিষ্ট কলাম এর জন্য ভারবহন ক্ষমতা ও ভিত্তি পরীক্ষা করতে হবে । • লোডিং প্লান চালিয়ে যেতে হবে , বিস্তারিত প্রকৌশলগতমূল্যায়ন (Engineering Assessment) করতে হবে কম গুরুত্বপূর্ণ (৬মাসেরমধ্যে করতে হবে)

  17. সারাংশ ৩ এবং পদক্ষেপ সমূহ জরুরী বহির্গমনসিড়ির (Fire Steel Staircase) ধারণক্ষমতাপরীক্ষা করতে হবে, বিশেষ করে যেখানেসংযোগ করা আছে। চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ (তাৎক্ষণিক – এখনই করতে হবে) • প্রয়োজন নেই • বিস্তারিত প্রকৌশলগতমূল্যায়ন (Engineering Assessment) করতে হবে, বিশেষ করে যেখানে সংযোগ দেয়া হয়েছে এবং লোহার কলামের ভারবহন ক্ষমতা পরীক্ষা করতে হবে । অপেক্ষাকৃত কম গুরত্বপূর্ণ (৬সপ্তাহের মধ্যেকরতে হবে) • লোডিং প্লান (Loading Plan)বাস্তবায়ন করতে হবে এবং বিস্তারিত প্রকৌশলগতমূল্যায়ন (Engineering Assessment) করতে হবে। কম গুরুত্বপূর্ণ (৬মাসেরমধ্যে করতে হবে)

  18. সারাংশ ৪ এবং পদক্ষেপ সমূহ স্থিতাবস্থা সিস্টেম (Stability System) এবং ভিত্তী (Foundation)পরীক্ষা করতে হবে। চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ (তাৎক্ষণিক – এখনই করতে হবে) • প্রয়োজন নেই অপেক্ষাকৃত কম গুরত্বপূর্ণ (৬সপ্তাহের মধ্যেকরতে হবে) • বিস্তারিত প্রকৌশলগতমূল্যায়ন (Engineering Assessment) করতে হবে, বিশেষ করে স্থিতাবস্থা সিস্টেম (Stability System) এবং ভিত্তী (Foundation)পরীক্ষা করতে হবে । কম গুরুত্বপূর্ণ (৬মাসেরমধ্যে করতে হবে) • প্রয়োজন নেই

More Related