220 likes | 1.38k Views
সবাইকে ফুলের শুভেচ্ছা. পরিচিতি. মোঃ রফিকুল ইসলাম [এম, এস-সি,বি,এড] সহকারী শিক্ষক [বিজ্ঞান] হলদীবাড়ী উচ্চ বিদ্যালয়,কাউনিয়া,রংপুর ।. শ্রেণিঃনবম বিষয়ঃ জীববিজ্ঞান সময়ঃ ৪০ মিনিট তারিখঃ১১/০২/১৪. আজকের পাঠ-. রক্ত. এই পাঠ শেষে শিক্ষাথীরা-. এগুলো কি দেখতে পাচ্ছি?. বল তো দেখি রক্ত কাকে বলে ?.
E N D
পরিচিতি মোঃ রফিকুল ইসলাম [এম, এস-সি,বি,এড] সহকারী শিক্ষক [বিজ্ঞান] হলদীবাড়ী উচ্চ বিদ্যালয়,কাউনিয়া,রংপুর। শ্রেণিঃনবম বিষয়ঃ জীববিজ্ঞান সময়ঃ ৪০ মিনিট তারিখঃ১১/০২/১৪
আজকের পাঠ- রক্ত
এই পাঠ শেষে শিক্ষাথীরা-
বল তো দেখি রক্ত কাকে বলে ?
রক্ত হল লাল বর্ণের তরল যোজক কলা
রক্তের মধ্যে বস্তু গুলোর নাম কী ?
অনুচক্রিকা শ্বেত কনিকা লোহিত কনিকা
ছবি দেখে লোহিত , শ্বেত ও অনুচক্রিকা রক্ত কনিকা গুলোর একটি করে গাঠনিক বৈশিষ্ট্য লিখ ।
লোহিত রক্ত কনিকা লোহিত রক্ত কনিকা দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল। মানুষের লোহিত রক্ত কনিকায় নিউক্লিয়াস থাকে না । মানবদেহে লোহিত কনিকার সংখ্যা সবচেয়ে বেশি। আমাদের জীবনের প্রতি মুহুতে লোহিত রক্ত কনিকা ধ্বংস হয়, আবার সমান স্নগখ্যক কনিকা তৈরিও হয়। গঠন
শ্বেত রক্ত কনিকা গঠন শ্বেত রক্ত কনিকাগুলোর আকার অনিয়মিত, বড়ও সংখ্যায় লোহিত রক্ত কনিকার চেয়ে অনেক কম। এদের রং নেই কিন্তু নিক্লিয়াস আছে। এরা আকার ও স্থান বদলাতে পারে।
অণুচক্রিকা গঠন অনুছক্রিকা আকারে ছোট , মাকুয়াকৃতির ও রংগিন। এরা গুচ্ছাকারে থাকে । অস্থিমজ্জার ভিতরে এরা উৎপন্ন হয়।
মূল্যায়ন ১। রক্ত কনিকা কি ? ২।চিত্রটিতে কোনকোন রক্ত কনিকা আছে? ৩। লোহিত ও শ্বেত রক্ত কনিকার বৈসাদৃশ্য বর্ণনা কর ।
বাড়ীর কাজ লোহিত ,শ্বেত ও অনুচক্রিকা রক্ত কনিকার কাজ বর্ণনা কর।