150 likes | 846 Views
বিষয়ঃ কৃষি শিক্ষা. শ্রেণীঃ ৯ম. সময়ঃ ৩০ মিনিট. ছাগল পালন. প্রকারভেদ. ব্ল্যাক বেঙ্গল. যমুনা পারি. পৃথিবীর প্রায় সব দেশেই ছাগল পালন করা হয়। ২০০৬ -২০০৭ সালে বাংলাদেশের ছাগলের সংখ্যা প্রায়
E N D
বিষয়ঃ কৃষি শিক্ষা শ্রেণীঃ ৯ম সময়ঃ ৩০ মিনিট
প্রকারভেদ ব্ল্যাক বেঙ্গল যমুনা পারি
পৃথিবীর প্রায় সব দেশেই ছাগল পালন করা হয়। ২০০৬ -২০০৭ সালে বাংলাদেশের ছাগলের সংখ্যা প্রায় ২.০৭৫ কোটি। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এক সংগে ২-৩টি বাচ্চা দেয়। মাত্র এক জোড়া ৪ মাসের ছাগী কিনে পারিবারিক ছাগল পালন শুরু করা যেতে পারে।
সুবিধা সমুহ ১। ছাগলের মাংস ও দুধ উৎপাদন করে আমিষের চাহিদা মেটানো যায়। ২। চামড়া রপ্তানী করে বৈদেশীক মুদ্রা অর্জন করা যায়। ৩। ছাগলের মল জমিতে জৈব সার হিসেবে ব্যবহৃত হয়।
স্বাস্থ্যসম্মত ছাগলের ঘর
বাসস্থান কেমন হওয়া উচিত? ১। ছাগলের ঘর সাধারনত টিন,ছন,বাশঁ দিয়ে তৈরী করা হয়। ২। ছাগলের ঘর উচু বা মাচা করে তৈরি করতে হবে। ৩। ঘরে যাতে আলোবাতাস ঢুকতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।
কিভাবেপরিচর্যা করতে পারি? ১। নিয়মিত টিকা দিতে হবে। ২। কৃমিনাশক ঔষধ খাওয়াতেহবে । ৩। শরীর ব্রাশ করতে হবে।
ছাগল পালনে গ্রামীণ অর্থনৈতিক অবকাঠামো মজবুতের অন্যতম ভিত্তি-ব্যাখ্যা কর।
বাড়ীর কাজ ছাগল পালনের ফলে দারিদ্র দূর করা সম্ভব- মূল্যায়ণ কর।
ব্যবহারের নির্দেশনা ১। স্লাইড ০১ থেকে ০৩ পাঠ ঘোষনার জন্য। ২। স্লাইড ০৪ থেকে 10 পাঠ উপস্থাপনে জন্য। ৩। স্লাইড ১1 দলীয় কাজের জন্য। ৪। স্লাইড ১২ বাড়ির কাজের জন্য। প্রস্তুতকরনেঃ শহিদুল ইসলাম সহকারী শিক্ষক মাইনিমুখ মডেল হাই স্কুল। মাইনিমুখ,লঙ্গদু রাঙ্গামাটি।