250 likes | 571 Views
আজকের পাঠে সকলকে শুভেচ্ছাঃ. মোঃ শরিফুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক ধলাহার উচ্চ বিদ্যালয় জয়পুরহাট সদর , জয়পুরহাট ।. মোবাইল নং ০১৭১৬৯৪৮১৭০ Email: sharifulislamat@gmail.com. পদার্থবিজ্ঞান শ্রেণিঃ নবম / দশম. অধ্যায়ঃ দ্বিতীয় গতি ( Motion ). নিচের চিত্রগুলো লক্ষ করঃ. স্থিতি / Rest .
E N D
আজকের পাঠে সকলকে শুভেচ্ছাঃ
মোঃশরিফুলইসলাম সহকারীপ্রধান শিক্ষক ধলাহারউচ্চবিদ্যালয় জয়পুরহাট সদর, জয়পুরহাট। মোবাইলনং০১৭১৬৯৪৮১৭০ Email:sharifulislamat@gmail.com
পদার্থবিজ্ঞান শ্রেণিঃ নবম/ দশম অধ্যায়ঃ দ্বিতীয় গতি (Motion)
নিচের চিত্রগুলো লক্ষ করঃ স্থিতি/ Rest গতি/ Motion
আজকের পাঠঃ- স্থিতি ও গতিRest & Motion
আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা- • স্থিতি ও গতি কী তা লিখতে পারবে। • এ মহাবিশ্বে সকল স্থিতি ও গতিই আপেক্ষিক তা বিশ্লেষণ করতে পারবে। • বিভিন্ন প্রকার গতি ব্যাখ্যা করতে পারবে।
এসো এবার একটি ভিডিও দেখিঃ
পরিপার্শ্ব বা প্রসঙ্গ বস্তু বস্তু সময় অতিবাহিত হচ্ছে অবস্থানের পরিবর্তন হচ্ছে না, এটাই স্থিতি।
পরিপার্শ্ব বা প্রসঙ্গ বস্তু সময় অতিবাহিত হচ্ছে অবস্থানের পরিবর্তন হচ্ছে , এটাই গতি।
একক কাজঃ • স্থিতি ও গতি বলতে কী বুঝ? লিখ।
এসো উত্তরগুলো মিলিয়ে নিই • স্থিতিঃ সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন ঐ বস্তুকে স্থিতিশীল বা স্থির বস্তু বলে। আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে বলে স্থিতি। • গতিঃ সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন ঐ বস্তুকে গতিশীল বস্তু বলে। আর অবস্থানের এ পরিবর্তনের ঘটনাকে বলে গতি।
এসো আমরা এবার পরম স্থিতি ও পরম গতি বোঝার চেষ্টা করিঃ পৃথিবীর নিজ অক্ষের উপর ঘুরছে
গ্রহ নক্ষত্র ঘুরছে এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয়, যা প্রকৃতপক্ষে স্থির। সুতরাং সকল স্থিতি ও গতিই আপেক্ষিক।
জোড়ায় কাজঃ • এ মহা বিশ্বে সকল স্থিতি ও গতিই আপেক্ষিক । কোনো গতিই পরম নয়, পরম নয় কোনো স্থিতি আলোচনা কর।
জোড়ায় কাজের বিশ্লেষণঃ • কোনো বস্তু প্রকৃতপক্ষে স্থির না গতিশীল তা নির্ভর করে প্রসঙ্গ বস্তুর উপর। কিন্তু এ মহাবিশ্বে এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃত পক্ষেই স্থির। তাই আমরা বলতে পারি এ মহাবিশ্বের সকল স্থিতি ও গতিই আপেক্ষিক। কোনো গতিই পরম নয়, পরম নয় কোনো স্থিতিই।
এবার বিভিন্ন ধরণের গতি সম্পর্কে পরিচিত হইঃ রৈখিক গতি( Linear Motion)
ঘড়ি পাখা চাকা ঘূর্ণন গতি( Rotatory motion )
পৃথিবীর ঘোরার গতি পিস্টনের গতি পর্যাবৃত্ত গতি(Periodic Motion )
সরলদোলক স্প্রিং অর্ধেক সময় যেদিক বাকি অর্ধেক সময় বিপরীত দিক চলছে। স্পন্দন গতি( Vibratory Motion )
দলীয় কাজঃ ক-দল খ-দল • উপরের চিত্রে কোন ধরণের গতি এবং কেন? আলোচনা করে লিখ।
দলীয় কাজের সম্ভাব্য উত্তরঃ • ঘড়ির দোলকের এর গতি স্পন্দন গতি । তার কারণ যদি পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিকে স্পন্দন গতি বলে। • বিয়ারিং এর গতি ঘূর্ণন গতি। তার কারণ কোনো গতিশীল বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তবে তার গতিকে ঘূর্ণন গতি বলে।
মূল্যায়নঃ • উপরের অ্যানিমেটেড চিত্রটি কিসেরউদাহরণ? • (ক) স্থিতি (খ) গতি (গ) স্থিতি ও গতি (ঘ) ঘূর্নণ গতি • ‘এ মহাবিশ্বে সকল স্থিতি ও গতিই আপেক্ষিক’-কথাটির তাৎপর্য বল। • পর্যাবৃত্ত গতি ও স্পন্দন গতি কী? ব্যাখ্যা কর।
বাড়ির কাজঃ • আমাদের জীবনে গতির প্রভাব আলোচনা কর।