250 likes | 535 Views
উপস্থাপনায়. এই কোষটির নাম কী ?. প্রাণীকোষ. এই কোষটির নাম কী ?. উদ্ভিদ কোষ. এই কোষ অঙ্গানুটির নাম কী ?. নিউক্লিয়াস. আজকের পাঠ - নিউক্লিয়াস. নিউক্লিয়া র মেমব্রেন. নিউক্লি ওলাস. ক্রোমোসোম. নিউক্লিওপ্লাজম. নিউক্লিয়াসের প্রধান অংশ কয়টি ?. ৪টি. নিউক্লিয়া র মেমব্রেন.
E N D
এই কোষটির নাম কী ? প্রাণীকোষ
এই কোষটির নাম কী ? উদ্ভিদ কোষ
নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস ক্রোমোসোম নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের প্রধান অংশ কয়টি ? ৪টি
নিউক্লিয়ার মেমব্রেন উপরের স্তরটি মসৃণ এবং ভিতরের স্তরটি ছিদ্রবিহীন । রাসায়নিকভাবে ঝিল্লীটি প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত । নিউক্লিয়ার মেমব্রেনের স্তর কয়টি ? ২ টি
নিউক্লিয়ার মেমব্রেন • কাজ: • সাইটোপ্লাজম হতে নিউওপ্লাজম, ক্রোমোজোম ও নিউক্লিওলাস কে পৃথক রাখে । • অভ্যন্তরীণ দ্রব্য ও বহিঃস্থ সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ ও পরিবহন ঝিল্লীর মাধ্যমে হয়ে থাকে ৩. এন্ডোপ্লাজমিক জালিকার সাথে নিউক্লিয়াসকে সংযুক্ত রাখে ।
নিউক্লিওপ্লাজম গঠনঃ • স্বচ্ছ, ঘন ও দানাদার তরল পদার্থ। • প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে গঠিত । • এতে এনজাইম ও খনিজ লবণ থাকে ।
নিউক্লিওপ্লাজম কাজঃ • ক্রোমোসোম ও নিউক্লিওলাস ধারণ করে । • নিউক্লিয়াসের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে ।
নিউক্লিওলাস • গঠনঃ • নিউক্লিয়াসে অবস্থিত ছোট অধিকতর ঘন ও গোলাকার বস্তু । • প্রতিটি নিউক্লিয়াসে সাধারণতঃ ১টি নিউক্লিওলাস থাকে । • প্রোটিন, RNA এবং যৎসামান্য DNA থাকে ।
নিউক্লিওলাস কাজঃ ১. বিভিন্ন প্রকার সংশ্লেষ করে । ২. প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করে । ৩. নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে । ৪. রাইবোসোম প্রস্তুত করে ।
কাজঃ • ক্রোমোসোম বংশগতির ধারক ও বাহক । • মিউটেশন ও প্রকরণ সৃষ্টি করতে মূখ্য ভূমিকা পালন করে । • প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে । • গঠনঃ • দেখতে সুতার মত । • প্রতিটি ক্রোমোসোমে এক বা একাধিক সেন্ট্রোমিয়ার থাকে • কোন কোন ক্রোমোসোমে স্যাটেলাইট থাকে ।
নিউক্লিয়ার রন্ধ্র কাজঃ নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়াস ও কোষের মধ্যে তরল পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে ।
নিউক্লিয়াস যদি না থাকতো তবে জীবের কী কী সমস্যা হতো ? সময়ঃ ৮ মিনিট
সাইটোপ্লাজম হতে নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম ও নিউক্লিওলাস কে পৃথক রাখে কোনটি ? নিউক্লিয়ার মেমব্রেন
নিউক্লিয়াসে অবস্থিত ঘন গোলাকার বস্তুটির নাম কী ? নিউক্লিওলাস
নিউক্লিয়াসে অবস্থিত ঘন গোলাকার বস্তুটির নাম কী ? নিউক্লিওলাস
নিউক্লিয়াসের কোন অংশটি বংশগতির বৈশিষ্ট্য বহন করে ? ক্রোমোসোম
১.নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত কর ।