190 likes | 362 Views
স্বাগতম. পরিচিতি. শ্রেণীঃনবম বিষয়ঃ বাংলা ১ম পত্র পাঠঃদুর্মর তারিখঃ২৩/১১/১২ সময়ঃ৪০মিনিট. সুনীল কুমার মণ্ডল মাদরা অগ্রনী মাধ্যমিক বিদ্যালয় তালা, সাতক্ষীরা।. শিখনফল. কবি পরিচিতি বর্ণনা করতে পারবে। অজানা শব্দের অর্থ বলতে পারবে। বাংলার নিপীড়িত মানুষেরা কেন জেগে উঠেছে তা বলতে পারবে।.
E N D
পরিচিতি শ্রেণীঃনবম বিষয়ঃ বাংলা ১ম পত্র পাঠঃদুর্মর তারিখঃ২৩/১১/১২ সময়ঃ৪০মিনিট সুনীল কুমার মণ্ডল মাদরা অগ্রনী মাধ্যমিক বিদ্যালয় তালা, সাতক্ষীরা।
শিখনফল • কবি পরিচিতি বর্ণনা করতে পারবে। • অজানা শব্দের অর্থ বলতে পারবে। • বাংলার নিপীড়িত মানুষেরা কেন জেগে উঠেছে তা বলতে পারবে।
১৯২৬সালে,কলকাতার,কালিঘাতে১৯২৬সালে,কলকাতার,কালিঘাতে পরিচয়ঃকিশোর কবি মৃতুঃ১৯৪৭ সালে কাব্যঃঘুম নেই, ছাড়পত্র
এটা কিসের ছবি দেখতে পাচ্ছ?
দুর্মরসুকান্ত ভট্টাচার্য হিমালয় সুন্দরবন হিমালয় থেকে সুন্দরবন,হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে,
হিমালয় থেকে সুন্দরবন,হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে ।
হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ।
হয় ধান নয় প্রাণ এ শব্দে সারা দেশ দিশাহারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা।
সাবাস, বাংলাদেশ,এ পৃথিবী অবাক তাকিয়ে রয়; জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয় ।
এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়কো, রক্ত রঙিন ধান ।
দেখবে সকলে সেখানে জ্বলছেদাউ দাউ করে বাংলাদেশের প্রাণ
দুর্মর=কঠিন প্রাণ উচ্ছ্বাস=প্রবল আবেগ উদ্দেশ=খোঁজ,সন্ধান দলীয় কাজঃ- ১।রক্তে রঙিন ধান –এ কথার অর্থ কি?বুঝিয়ে বল। ২।হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান,-এ উক্তি দ্বারা কি বুঝানো হয়েছে? শব্দার্থঃ
কবির জন্ম স্থান কোথায়? • হয় ধান, নয় প্রাণ- এ কথার অর্থ কি? • কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মূল্যায়ণঃ-
সারাবিশ্ব বাংলাদেশকে অভিনন্দিত করেছে কেন-তা তোমার নিজের ভাষায় বর্ণনা কর। বাড়ীর কাজঃ-