190 likes | 572 Views
স্বাগতম. শিক্ষক পরিচিত. খান মোহাম্মদ সোবাহান সহকারি শিক্ষক-কৃষি পাটিকাবাড়ী মুহাম্মদ আলি খান উচ্চ বিদ্যালয় EIIN_113365 পাংশা, রাজবাড়ী মোবাইল নং- ০১৭১১৪৭৩০২৩ E-mail-khan_subahan@yahoo.com. বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণি সময়ঃ ৫০ মিনিট ২০/১২/২০১৩ ইং. ছবিগুলো লক্ষ্য কর.
E N D
শিক্ষক পরিচিত খান মোহাম্মদ সোবাহান সহকারি শিক্ষক-কৃষি পাটিকাবাড়ী মুহাম্মদ আলি খান উচ্চ বিদ্যালয় EIIN_113365 পাংশা, রাজবাড়ী মোবাইল নং- ০১৭১১৪৭৩০২৩ E-mail-khan_subahan@yahoo.com বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণি সময়ঃ ৫০ মিনিট ২০/১২/২০১৩ ইং
আজকের পাঠ টপোলজি (Computer’s Network Topology) দ্বিতীয় অধ্যায়ঃ পাঠ – ৯
শিখনফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা- • টপোলজি কী তা’ বলতে পারবে; • টপোলজি কত প্রকার তা’ লিখতে পারবে; • বাস, রিং, স্টার, ট্রি, এবং মেশ টপোলজি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবে ।
টপোলজির প্রকারভেদ টপোলজি ১. বাস টপোলজি ৫. মেশ টপোলজি ৩. স্টার টপোলজি ২. রিং টপোলজি ৪. ট্রি টপোলজি
বাস(Bus) টপোলজি মূল লাইন এই টপোলজিতে একটা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে। কোনো একটা কম্পিউটার অন্য একটি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চাইলে সব কম্পিউটারের কাছে সে তথ্য পৌঁছে যায়, শুধু যার সাথে যোগাযোগ করার কথা সেই তথ্য গ্রহণ করে। অন্যরা উপেক্ষা করে।
রিং(Ring) টপোলজি রিং টপোলজি হবে বৃত্তের মত। প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এ টপোলজিতে তথ্য একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়।
স্টার(Star) টপোলজি সবগুলো কম্পিউটার যদি একটা কেন্দ্রীয় হাবের (Hub) সাথে যুক্ত থাকে তবে, সেটা স্টার টপোলজি। খুব সহজে এবং তাড়াতাড়ি এ নেটওয়ার্ক তৈরি করা যায়। এ টপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে। কিন্তু হাব নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়বে।
ট্রি (Tree)টপোলজি এই টপোলজিতে নেটওয়ার্কটা গাছের মতো সংযোগ রক্ষা করে, এবং অনেকগুলো স্টার টপোলজি একত্রে যুক্ত থাকে।
মেশ (Mesh)টপোলজি এই টপোলজিতে কম্পিউটারগুলো একটা আরেকটার সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত থাকে। এখানে সবাই সবার সাথে তথ্য আদান-প্রদান করে থাকে। তথ্য আদান-প্রদানে সবাই সক্রিয় বিধায় একে কমপ্লিট মেশ বলে।
দলগত কাজ (প্রয়োজনীয় সংখ্যক দলে বিভক্ত করে) দল -ক সবাই মিলে স্টার টপোলজির উপর একটি পোস্টার তৈরি কর। দল -খ সবাই মিলে ট্রি টপোলজির উপর একটি পোস্টার তৈরি কর। দল -ক সবাই মিলে মেশ টপোলজির উপর একটি পোস্টার তৈরি কর।
মূল্যায়ন • টপোলজি বলতে কী বুঝ? • টপোলজি কত প্রকার? • রিং টপোলজিতে তথ্য কত দিকে প্রবাহিত হয়? • স্টার টপোলজিতে কম্পিউটারগুলো কিসের সাথে যুক্ত থাকে? • কোন টপোলজির মাধ্যমে সবাই সবার সাথে সংযুক্ত থাকে? • নিচের চিত্রে কোনটি কোন টপলোজি? ৫ ১ ২ ৩ ৪
বাড়ির কাজ বিভিন্ন প্রকার টপোলজির তথ্য আদান-প্রদান প্রক্রিয়া বর্ণনা কর।
হাব (Hub) তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটারকে যুক্ত করতে হাব ব্যবহার করা হয়। হাবের মধ্য দিয়ে তথ্য বা উপাত্ত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠালে হাব সেটা তার সাথে যুক্ত থাকা সকল কম্পিউটারে ঐ তথ্য পাঠিয়ে দেয়। এমনকি যে কম্পিউটার থেকে তথ্য পাঠানো হয়েছে তাকেও পুনরায় ঐ তথ্য পাঠিয়ে দেয়। তবে হাব কোন তথ্য পড়তে পারে না।
ধন্যবাদ ।। জ্ঞানই আলো ।। মোবাইল নং- ০১৭১১৪৭৩০২৩ , E-mail-khan_subahan@yahoo.com