160 likes | 254 Views
স্বাগতম. পরিচিতি. শিক্ষক পরিচিতি. পাঠ পরিচিতি. ইসলাম শিক্ষা নবম শ্রেণি অধ্যায়- ০৩. মোহাম্মেদ মোরশেদ আলাম সহকারি শিক্ষক চম্পকা বহুমূখী উচ্চ বিদ্যালয় গোপীনাথপুর, সদর লক্ষীপুর।. পূর্ব জ্ঞান যাচাই. আজকের পাঠ. হজ্ব কি? এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা।. শিখন ফল. ক) হজ্ব কি বলতে পারবে।
E N D
পরিচিতি শিক্ষক পরিচিতি পাঠ পরিচিতি ইসলাম শিক্ষা নবম শ্রেণি অধ্যায়- ০৩ মোহাম্মেদ মোরশেদ আলাম সহকারি শিক্ষক চম্পকা বহুমূখী উচ্চ বিদ্যালয় গোপীনাথপুর, সদর লক্ষীপুর।
আজকের পাঠ হজ্ব কি? এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা।
শিখন ফল ক)হজ্ব কি বলতে পারবে। খ)হজ্ব কোথায় গিয়ে পালন করতে হয় লিখতে পারবে। গ)কার উপর হজ্ব ফরয তা উল্লেখ করতে পারবে। ঘ)হজ্ব কেন করব তা ব্যাখ্যা করতে পারবে।
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ্ব অন্যতম। আল্লাহ বলেন “তোমরা হজ্ব সম্পন্ন কর”।
যার নিকট নিছাব পরিমান সম্পদ আছে এবং পবিত্র মক্কা মদিনা আসা যাওয়ার যাবতীয়খরচ এবং সেই সময় পরিবার চালানোর জন্য টাকা পয়সা সঞ্চিত থাকে।
আমরা জানি হজ্ব হচ্ছে শারীরিক এবং আর্থিক ইবাদত।
হজ্ব পালন করার জন্য শর্তহচ্ছে প্রতিটি নর-নারী প্রাপ্ত বয়স্ক , সুস্থ , যাতায়ত পথ নিরাপদ হতে হবে। মহিলার জন্য মুহরিম থাকা আবশ্যক।
হজ্ব পালন করার জন্য নির্দ্দিষ্ট মাস হওয়া আবশ্যক। জ্বিলহজ মাসে কেবল আল্লাহর এ হুকুম পালন করা যায়। অন্য মাসে তা করলে ওমরা হিসেবে গন্য হবে।
গুরুত্ব বিশ্লেষণ ক) সামাজিক খ) অর্থনৈতিক গ) আন্তর্জাতিক ও ঘ) ধর্মীয়।
দলীয় কাজ গোলাপ কাদের উপর হজ্ব ফরয নয় ? জবা একজন নর নারীর সারা জীবনে কতবার হজ্ব ফরয হয় ? শিউলি মহিলারা কেন একাকী হজ্ব পালন করতে পারেনা?
মূল্যায়ন বলতে পারো এটা কিসের ছবি?
ছবি দেখে কি চিনতে পারছো ? এটা কিসের? হাজ্বীগণ কেন আরাফার ময়দানে অবস্থান করতে হয়?
বাড়ির কাজ (ক)হজ্ব কি যে কোন স্থানে করা যায় ? (খ)হজ্বের তাৎপর্য কি? (গ) মহিলাগণ একাকী হজ্ব হজ্ব পালন করতে পারে কি?